বেঙ্গালুরু, 22 নভেম্বর: মহিলা সোসাইটি-সহ ব্যাংকের মাধ্যমে লোন পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ৷ আর সেই টাকা না-পেয়ে রাগের মাথায় খুন করে বন্ধুর দেহ-সহ গাড়ি নিয়ে সটান থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন রাজশেখর নামে এক ব্যক্তি ৷ মৃতের নাম মহেশপ্পা ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর রামমূর্তিনগর থানা এলাকায় (Surrender to Police After Killing Friend) ৷
জানা গিয়েছে, রাজশেখর সোমবার মহেশপ্পাকে টাকা দেওয়ার কথা বলে গাড়িতে করে নিয়ে আসে । আভাহাল্লির কাছে গাড়িতে দু'জনের মধ্যে তর্কাতর্কি হয় এবং রাগে রাজশেখর মহেশপ্পার মাথায় রড দিয়ে আঘাত করেন । পুলিশ জানায়, অভিযুক্ত জবানবন্দি দিয়েছে যে সে বন্ধুকে খুন করে এবং সে গাড়িতেই মারা য়ায় । এরপর তার দেহ নিয়ে সোজা থানায় এসে আত্মসমর্পণ করে ৷ একটি খুনের মামলা দায়ের করা হয়েছে ৷ অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷
আরও পড়ুন: হিট অফ দ্য মোমেন্টে খুন করেন শ্রদ্ধাকে, আদালতে দাবি আফতাবের; জরুরি 10 তথ্য
সূত্রের খবর, নাঞ্জনাগুডুর হিমনাগুন্ডি গ্রামের মহেশপ্পা এবং অভিযুক্ত রাজশেখর 13 বছর ধরে একে অপরকে চিনতেন । মহেশপ্পা সমবায় সংঘে যোগ দেন এবং বিভিন্ন ব্যাংকে অনেক স্কিমের আওতায় ঋণ দেবেন বলে জানান ৷ তার কথায় বিশ্বাস করে অনেক টাকাও দেন । এরপর টাকা পাওয়ার মাস পেরিয়ে গেলেও সে ওই টাকা দেয়নি ৷ অভিযুক্ত রাজশেখর ও তাঁর মা মহেশপ্পার সঙ্গে আর্থিক লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন । রাজশেখর পুলিশকে জানায়, সে বন্ধুর প্রতারণার কারণে কোটি কোটি টাকা হারিয়েছে ।