বেলগাভি, 18 জানুয়ারি : "উরি ও পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারতের সার্জিকাল স্ট্রাইক মানুষের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করেছে । তারা জানে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকারের আমলে সীমান্ত এলাকা সুরক্ষিত ।" কর্নাটকে বিজেপির জনসভায় যোগ দিয়ে এমনই দাবি করলেন অমিত শাহ ।
কর্নাটকে পঞ্চায়েত নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থীদের স্বাগত জানাতে গতকাল বিজেপির পক্ষ থেকে একটি জনসভার আয়োজন করা হয় । সেখানে বক্তব্য রাখতে গিয়ে পুলওয়ামার ঘটনার পর ভারতের সার্জিকাল স্ট্রাইকের কথা স্মরণ করেন তিনি । বলেন, " প্রতিজ্ঞাবদ্ধ সরকার 2014 থেকে 2019 সালের মধ্যে কাশ্মীরের উরি ও পুলওয়ামায় জঙ্গি হামলার জবাব দিয়েছিল । বিজেপি সরকার দু'বার পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করেছে এবং জঙ্গিদের খতম করেছে । আর এই সার্জিকাল স্ট্রাইকগুলি সাধারণ মানুষের মধ্যে আস্থা এনে দিয়েছে যে, প্রধানমন্ত্রীর বিজেপি সরকারের আমলে দেশের সীমানা সুরক্ষিত । "
আরও পড়ুন, বাংলার বিধানসভা নির্বাচনে লড়বে শিবসেনা, ঘোষণা রাউতের
অন্যদিকে, শনিবার দেশজুড়ে কোরোনা টিকাকরণের কথা উল্লেখ করে তিনি বলেন, "দু'টি ভ্যাকসিনই নিরাপদ এবং প্রধানমন্ত্রী নিজেই বিষয়টি ব্যক্তিগতভাবে পর্যবেক্ষণ করছেন ।"