ETV Bharat / bharat

Rahul Gandhi Sentenced: 'চোরেদের মোদি-পদবি'তে কারাবাসের সাজা, জামিন পেলেন রাহুল গান্ধি - Rahul Gandhi gets bail

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে করা মন্তব্যের জেরে রাহুল গান্ধিকে দোষী ঠাউরালো সুরাতের একটি আদালত (Surat Court convicts Rahul Gandhi) ৷ তাকে 2 বছরের কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে ৷ তবে জামিন পেলেন রাহুল ৷

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 23, 2023, 11:27 AM IST

Updated : Mar 23, 2023, 5:27 PM IST

সুরাত, 23 মার্চ: জামিন পেলেন রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার সকালে গুজরাতের সুরাতে জেলা দায়রা আদালত কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করে ৷ পরে তাঁর বিরুদ্ধে 2 বছরের কারাবাসের সাজা ঘোষণা করা হয় ৷ কিন্তু এদিনই জামিন পেয়ে যান লোকসভার কংগ্রেস সাংসদ ৷ তাঁকে ভারতীয় দণ্ডবিধির 504 ধারায় দোষী সাব্যস্ত করেন জেলা দায়রা বিচারক এইচএইচ বার্মা ৷ কেউ ইচ্ছাকৃতভাবে অপমান করলে এবং উসকানিমূলক মন্তব্যে শান্তি নষ্টের চেষ্টা করলে এই ধারা প্রযোজ্য ৷ রায় ঘোষণার সময় রাহুল আদালতেই উপস্থিত ছিলেন (Rahul Gandhi gets bail in a defamation case over Modi Surname in Surat Gujarat) ৷ কংগ্রেস সাংসদের আইনজীবী জানান, এর আগে আদালত তাঁকে 30 দিনের মধ্যে উচ্চ আদালতে আবেদন জানানোর অনুমতি দিয়েছিল ৷ তা খারিজ করেছে সুরাতের এই আদালতটি ৷ 15 হাজার টাকা বন্ডের বিনিময়ে সুরাতের জেলা আদালত থেকে জামিন পান কংগ্রেস সাংসদ ৷

2019 সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধির মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ তিনি তাঁর বক্তৃতায় পলাতক ব্যবসায়ী নীরব মোদি এবং ললিত মোদির সম্পর্কে বলছিলেন ৷ সেখানে তিনি উল্লেখ করেন, 'সব চোরেদের নামের পদবি মোদি হয় কী করে ?' মোদি পদবি ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ বিজেপি বিধায়ক পুর্ণেশ মোদি রাহুলের 'মোদি-পদবি' নিয়ে সুরাত কোর্টে মানহানির মামলা করেন ৷ এদিকে রাহুল নিজেকে নির্দোষ বলে দাবি করেন ৷ ভূপেন্দ্র প্যাটেল সরকারের প্রথম পাঁচ বছরের সময়কালে পুর্ণেশ মোদি মন্ত্রী ছিলেন ৷ 2023 সালের নির্বাচনে তিনি সুরাতের পশ্চিম বিধানসভা থেকে পুনর্নির্বাচিত হয়েছেন ৷

  • #WATCH | Gujarat: Congress MP Rahul Gandhi leaves from Surat airport.

    Surat District Court held Congress MP Rahul Gandhi guilty in the criminal defamation case filed against him over his 'Modi surname' remark. pic.twitter.com/bccw2W5KBC

    — ANI (@ANI) March 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সওয়াল-জবাব পর্বে কোলারে রাহুলের বক্তৃতাটির ইলেক্ট্রনিক প্রমাণ আদালতে পেশ করা হয় ৷ চেষ্টা করা হয় যে, রাহুলের মন্তব্য নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে এবং তিনি মোদি সম্প্রদায়ের সবাইয়ের সম্মানহানি করেছেন ৷ অন্যদিকে রাহুলের আইনজীবী জানান, আদালতের এই বিচার প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হয়নি ৷

আরও পড়ুন: ‘গণতন্ত্র সংকটে’ মন্তব্যের স্বপক্ষে বক্তব্য পেশ করতে চান, অনুমতি চেয়ে অধ্যক্ষকে চিঠি রাহুলের

সুরাত, 23 মার্চ: জামিন পেলেন রাহুল গান্ধি ৷ বৃহস্পতিবার সকালে গুজরাতের সুরাতে জেলা দায়রা আদালত কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করে ৷ পরে তাঁর বিরুদ্ধে 2 বছরের কারাবাসের সাজা ঘোষণা করা হয় ৷ কিন্তু এদিনই জামিন পেয়ে যান লোকসভার কংগ্রেস সাংসদ ৷ তাঁকে ভারতীয় দণ্ডবিধির 504 ধারায় দোষী সাব্যস্ত করেন জেলা দায়রা বিচারক এইচএইচ বার্মা ৷ কেউ ইচ্ছাকৃতভাবে অপমান করলে এবং উসকানিমূলক মন্তব্যে শান্তি নষ্টের চেষ্টা করলে এই ধারা প্রযোজ্য ৷ রায় ঘোষণার সময় রাহুল আদালতেই উপস্থিত ছিলেন (Rahul Gandhi gets bail in a defamation case over Modi Surname in Surat Gujarat) ৷ কংগ্রেস সাংসদের আইনজীবী জানান, এর আগে আদালত তাঁকে 30 দিনের মধ্যে উচ্চ আদালতে আবেদন জানানোর অনুমতি দিয়েছিল ৷ তা খারিজ করেছে সুরাতের এই আদালতটি ৷ 15 হাজার টাকা বন্ডের বিনিময়ে সুরাতের জেলা আদালত থেকে জামিন পান কংগ্রেস সাংসদ ৷

2019 সালের লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধির মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ তিনি তাঁর বক্তৃতায় পলাতক ব্যবসায়ী নীরব মোদি এবং ললিত মোদির সম্পর্কে বলছিলেন ৷ সেখানে তিনি উল্লেখ করেন, 'সব চোরেদের নামের পদবি মোদি হয় কী করে ?' মোদি পদবি ঘিরে বিতর্ক তৈরি হয় ৷ বিজেপি বিধায়ক পুর্ণেশ মোদি রাহুলের 'মোদি-পদবি' নিয়ে সুরাত কোর্টে মানহানির মামলা করেন ৷ এদিকে রাহুল নিজেকে নির্দোষ বলে দাবি করেন ৷ ভূপেন্দ্র প্যাটেল সরকারের প্রথম পাঁচ বছরের সময়কালে পুর্ণেশ মোদি মন্ত্রী ছিলেন ৷ 2023 সালের নির্বাচনে তিনি সুরাতের পশ্চিম বিধানসভা থেকে পুনর্নির্বাচিত হয়েছেন ৷

  • #WATCH | Gujarat: Congress MP Rahul Gandhi leaves from Surat airport.

    Surat District Court held Congress MP Rahul Gandhi guilty in the criminal defamation case filed against him over his 'Modi surname' remark. pic.twitter.com/bccw2W5KBC

    — ANI (@ANI) March 23, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সওয়াল-জবাব পর্বে কোলারে রাহুলের বক্তৃতাটির ইলেক্ট্রনিক প্রমাণ আদালতে পেশ করা হয় ৷ চেষ্টা করা হয় যে, রাহুলের মন্তব্য নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে এবং তিনি মোদি সম্প্রদায়ের সবাইয়ের সম্মানহানি করেছেন ৷ অন্যদিকে রাহুলের আইনজীবী জানান, আদালতের এই বিচার প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হয়নি ৷

আরও পড়ুন: ‘গণতন্ত্র সংকটে’ মন্তব্যের স্বপক্ষে বক্তব্য পেশ করতে চান, অনুমতি চেয়ে অধ্যক্ষকে চিঠি রাহুলের

Last Updated : Mar 23, 2023, 5:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.