ETV Bharat / bharat

Rahul Gandhi Defamation Case: মানহানির মামলায় দোষী রাহুল! সুরাতের আদালতে শুরু শুনানি - Rahul Gandhi Modi Surname

মোদির পদবি নিয়ে বিতর্কে উত্তাল হয়ে ওঠে দেশ ৷ রাহুল গান্ধিকে দোষী সাব্যস্ত করে সুরাতের ম্যাজিস্ট্রেট কোর্ট ৷ এই সাজায় স্থগিতাদেশ চেয়ে সেশন কোর্টে আবেদন জানিয়েছিলেন প্রাক্তম কংগ্রেস সভাপতি ৷ আজ তার শুনানি ৷

Rahul Gandhi
রাহুল গান্ধি
author img

By

Published : Apr 13, 2023, 1:56 PM IST

সুরাত, 13 এপ্রিল: মোদি পদবি বিতর্কে মামলার শুনানি শুরু হল সেশন কোর্টে ৷ বৃহস্পতিবার সকালে গুজরাতের সুরাতের সেশন কোর্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলার শুনানি শুরু হয়েছে ৷ গত 23 মার্চ সুরাতের ম্যাজিস্ট্রেট কোর্টে তৎকালীন কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করে ৷ তাঁকে 2 বছরের জন্য কারাবাসের সাজা দেয় আদালত ৷ এর 24 ঘণ্টার মধ্যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাহুলের সাংসদ পদ খারিজ করেন ৷

প্রসঙ্গত রাহুল 2019 সালে মোদি পদবি নিয়ে একটি মন্তব্য করেন ৷ তাতে বিতর্ক তৈরি হয় ৷ তার জল গড়ায় আদালত পর্যন্ত ৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে সুরাতের আদালতে মানহানির মামলা করেন গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ৷ 23 মার্চ ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে 3 এপ্রিল সুরাতের সেশন কোর্টে আবেদন জানান কংগ্রেস নেতা ৷ সেদিন আদালত তাঁর জামিনের মেয়াদ বাড়িয়ে দেয় ৷

এর মধ্যে পূর্ণেশ মোদি রাহুল গান্ধির এই আবেদনের বিরোধিতা করে জানান, কংগ্রেস নেতা বারবার এই সম্মানহানির কাজ করেছেন ৷ অপমানজনক মন্তব্য করাই তাঁর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ৷ এদিন অতিরিক্ত সেশন বিচারক আরপি মোগেরার কাছে দু'পক্ষ তাদের সওয়াল-জবাব পেশ করে ৷ বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদির আইনজীবী কেতন রেশমওয়ালা আদালতে ঢোকার আগে বলেন, "রাহুল গান্ধির আইনজীবী কংগ্রেস নেতার সাজায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন৷ আদালত আগে তা শুনবে ৷ তারপর আমরা বিরোধিতা করব ৷ পাশাপাশি তাঁর সাজায় স্থগিতাদেশের আবেদনের বিরুদ্ধে আমাদের জবাব দেব ৷" অন্যদিকে, রাহুল গান্ধি আদালতে ম্যাজিস্ট্রেট কোর্টের আবেদনে ভুল বলে দাবি করেছেন ৷ এর মধ্যে মোদি পদবি নিয়ে ফের সমন পেয়েছেন কংগ্রেস নেতা ৷ 12 এপ্রিল এবার পটনার একটি আদালত থেকে তাঁকে সমন পাঠানো হয় ৷

আরও পড়ুন: 'মোদি পদবি' মামলায় জামিনের মেয়াদ বাড়ল রাহুলের, পরবর্তী শুনানি 13 এপ্রিল

সুরাত, 13 এপ্রিল: মোদি পদবি বিতর্কে মামলার শুনানি শুরু হল সেশন কোর্টে ৷ বৃহস্পতিবার সকালে গুজরাতের সুরাতের সেশন কোর্টে কংগ্রেস নেতা রাহুল গান্ধির বিরুদ্ধে মানহানির মামলার শুনানি শুরু হয়েছে ৷ গত 23 মার্চ সুরাতের ম্যাজিস্ট্রেট কোর্টে তৎকালীন কংগ্রেস সাংসদকে দোষী সাব্যস্ত করে ৷ তাঁকে 2 বছরের জন্য কারাবাসের সাজা দেয় আদালত ৷ এর 24 ঘণ্টার মধ্যে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা রাহুলের সাংসদ পদ খারিজ করেন ৷

প্রসঙ্গত রাহুল 2019 সালে মোদি পদবি নিয়ে একটি মন্তব্য করেন ৷ তাতে বিতর্ক তৈরি হয় ৷ তার জল গড়ায় আদালত পর্যন্ত ৷ কংগ্রেস নেতার বিরুদ্ধে সুরাতের আদালতে মানহানির মামলা করেন গুজরাতের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদি ৷ 23 মার্চ ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে 3 এপ্রিল সুরাতের সেশন কোর্টে আবেদন জানান কংগ্রেস নেতা ৷ সেদিন আদালত তাঁর জামিনের মেয়াদ বাড়িয়ে দেয় ৷

এর মধ্যে পূর্ণেশ মোদি রাহুল গান্ধির এই আবেদনের বিরোধিতা করে জানান, কংগ্রেস নেতা বারবার এই সম্মানহানির কাজ করেছেন ৷ অপমানজনক মন্তব্য করাই তাঁর অভ্যাস হয়ে দাঁড়িয়েছে ৷ এদিন অতিরিক্ত সেশন বিচারক আরপি মোগেরার কাছে দু'পক্ষ তাদের সওয়াল-জবাব পেশ করে ৷ বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদির আইনজীবী কেতন রেশমওয়ালা আদালতে ঢোকার আগে বলেন, "রাহুল গান্ধির আইনজীবী কংগ্রেস নেতার সাজায় স্থগিতাদেশ চেয়ে আবেদন করেছেন৷ আদালত আগে তা শুনবে ৷ তারপর আমরা বিরোধিতা করব ৷ পাশাপাশি তাঁর সাজায় স্থগিতাদেশের আবেদনের বিরুদ্ধে আমাদের জবাব দেব ৷" অন্যদিকে, রাহুল গান্ধি আদালতে ম্যাজিস্ট্রেট কোর্টের আবেদনে ভুল বলে দাবি করেছেন ৷ এর মধ্যে মোদি পদবি নিয়ে ফের সমন পেয়েছেন কংগ্রেস নেতা ৷ 12 এপ্রিল এবার পটনার একটি আদালত থেকে তাঁকে সমন পাঠানো হয় ৷

আরও পড়ুন: 'মোদি পদবি' মামলায় জামিনের মেয়াদ বাড়ল রাহুলের, পরবর্তী শুনানি 13 এপ্রিল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.