সুরাট, 9 অগস্ট: আর মাত্র ছ'দিন বাকি ৷ 75 বছর হবে স্বাধীনতার বর্ষপূর্তির ৷ ইতিমধ্যেই দেশে 'আজাদি কা অমৃত মহোৎসব' হচ্ছে এবং তার অঙ্গ হিসেবে শুরু হয়েছে 'হর ঘর তিরঙ্গা' প্রচার ৷ 13-15 অগস্ট ঘরে ঘরে তেরঙা পতাকা উত্তোলিত হবে ৷
এই বিশেষ সময়কে স্মরণীয় করে রাখতে সুরাটের কাপড় ব্যবসায়ী সিদ্ধার্থ দোশী নিজের জাগুয়ার গাড়িটিতেই জাতীয় পতাকার তিনটি রঙ করিয়েছেন ৷ তিনি সুরাটের বাসিন্দা (Surat textile businessman painted his Jaguar in tricolor inspired by Har Ghar Tiranga) ৷
শুধু তাই নয়, তিনি সুরাট থেকে দিল্লি 1 হাজার 150 কিমি যাত্রা শুরু করেছেন এই গাড়ি নিয়ে ৷ পথে যত মানুষের সঙ্গে দেখা হবে, সবাইকে তিনি 'হর ঘর তিরঙ্গা' অভিযান নিয়ে উৎসাহিত করবেন ৷ তেরঙা গাড়ি নিয়ে যেতে যেতে রাস্তায় মানুষকে জাতীয় পতাকা বিলি করবেন ব্যবসায়ী ৷
আরও পড়ুন: গর্বের জাতীয় পতাকার 'জন্ম' দেশের এই অখ্যাত গ্রামে
সুরাটের টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত সিদ্ধার্থ দোশী ইটিভি ভারতের প্রতিনিধিকে জানালেন, আজাদি কা অমৃত মহোৎসব (Azadi Ka Amrit Mahotsav) প্রত্যেক ভারতীয়ের জন্য গর্বের ৷ প্রধানমন্ত্রীও যে ভাবে 'হর ঘর তিরঙ্গা' অভিযান শুরু করেছেন, তাতে তিনি উদ্বুদ্ধ হয়েছেন ৷
দেশের প্রতিটি নাগরিককে 'আজাদি কা অমৃত মহোৎসব' নিয়ে সচেতন করতে তাঁর গাড়িতে একটি সিনেমার ব্যবস্থাও রেখেছেন ৷ তিন-চার দিন ধরে এই সিনেমাটি তৈরি করতে 3 লক্ষ টাকা খরচ হয়েছে ৷
সিদ্ধার্থ বলেন, "আমরা সুরাট থেকে দিল্লি যাচ্ছি ৷ এর মধ্যে রাস্তায় সবাইকে তেরঙা পতাকা উপহার দেব ৷ প্রায় 800টি পতাকা রয়েছে গাড়িতে ৷ আগামী বছরের 26 জানুয়ারি পর্যন্ত আমার গাড়িটি এরকমই থাকবে ৷"