ETV Bharat / bharat

শুনানির লিঙ্ক আর হোয়াটসঅ্য়াপে শেয়ার করবে না শীর্ষ আদালত

ভার্চুয়াল শুনানি চলার কারণে এতদিন শুনানির ভিডিয়ো কনফারেন্স লিঙ্ক হোয়াটসঅ্য়াপে শেয়ার করত সুপ্রিম কোর্ট। কিন্তু একটি সার্কুলার জারি করে গতকাল জানিয়ে দেওয়া হয় আর কোনও লিঙ্ক শেয়ার করবে না শীর্ষ আদালত।

supreme-court-will-no-longer-use-whatsapp-to-share-video-conference-links
হোয়াটসঅ্য়াপ
author img

By

Published : Feb 28, 2021, 1:45 PM IST

দিল্লি, 28 ফেব্রুয়ারি : শুনানির কোনও লিঙ্ক হোয়াটসঅ্য়াপের মাধ্য়মে আর শেয়ার করবে না সুপ্রিম কোর্ট। গতকাল একটি সার্কুলার জারি করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি জানিয়েছে, কোভিড পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানির জন্য় হোয়াটসঅ্য়াপের মাধ্য়মে লিঙ্ক শেয়ার করা হতো। কিন্তু এরপর আর হোয়াটসঅ্য়াপ ব্য়বহার করা হবে না। পরিবর্তে মেল ও ফোনের মেসেজের মাধ্য়মে সেই লিঙ্ক শেয়ার করা হবে।

চলতি বছরে তথ্য় প্রযুক্তি আইন 2021 মেনে চলার জন্য় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালের ওই সার্কুলারে বলা হয়েছে, "সমস্ত আইনজীবীদের জানানো হচ্ছে এতদিন ধরে ভার্চুয়াল শুনানির জন্য় হোয়াটসঅ্য়াপের মাধ্য়মে যে লিঙ্ক শেয়ার করা হতো তা আর করা হবে না।"

আগামীকাল থেকেই নতুন নির্দেশ কার্যকর করা হবে। এবং মেল আইডি অথবা মোবাইল নম্বরে মেসেজ করে ভিডিয়ো কনফারেন্স লিঙ্ক শেয়ার করা হবে।

দিল্লি, 28 ফেব্রুয়ারি : শুনানির কোনও লিঙ্ক হোয়াটসঅ্য়াপের মাধ্য়মে আর শেয়ার করবে না সুপ্রিম কোর্ট। গতকাল একটি সার্কুলার জারি করে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রি জানিয়েছে, কোভিড পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানির জন্য় হোয়াটসঅ্য়াপের মাধ্য়মে লিঙ্ক শেয়ার করা হতো। কিন্তু এরপর আর হোয়াটসঅ্য়াপ ব্য়বহার করা হবে না। পরিবর্তে মেল ও ফোনের মেসেজের মাধ্য়মে সেই লিঙ্ক শেয়ার করা হবে।

চলতি বছরে তথ্য় প্রযুক্তি আইন 2021 মেনে চলার জন্য় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকালের ওই সার্কুলারে বলা হয়েছে, "সমস্ত আইনজীবীদের জানানো হচ্ছে এতদিন ধরে ভার্চুয়াল শুনানির জন্য় হোয়াটসঅ্য়াপের মাধ্য়মে যে লিঙ্ক শেয়ার করা হতো তা আর করা হবে না।"

আগামীকাল থেকেই নতুন নির্দেশ কার্যকর করা হবে। এবং মেল আইডি অথবা মোবাইল নম্বরে মেসেজ করে ভিডিয়ো কনফারেন্স লিঙ্ক শেয়ার করা হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.