ETV Bharat / bharat

আগামী সোমবার 370 বাতিল নিয়ে মামলার রায় দেবে সুপ্রিম কোর্ট - সুপ্রিম কোর্ট

Supreme Court: 2019 সালে সংবিধানের 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার তকমা তুলে নেয় কেন্দ্রীয় সরকার ৷ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের হয় একাধিক মামলা ৷ সেই মামলাগুলি একত্রে শুনানি হয় ৷ গত 5 সেপ্টেম্বর শুনানি শেষে দেশের প্রধান বিচারপতির বেঞ্চ রায় সংরক্ষণ করে ৷ আগামী সোমবার সেই রায় দেওয়া হবে ৷ এই নিয়ে লিখেছেন ইটিভি ভারত-এর সুমিত সাক্সেনা ৷

Supreme Court
Supreme Court
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 8, 2023, 5:39 PM IST

নয়াদিল্লি, 8 ডিসেম্বর: সংবিধানের 370 ধারা বাতিলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আগামী সোমবার দেবে সুপ্রিম কোর্ট ৷ এই মামলার শুনানি শেষ হয় গত 5 সেপ্টেম্বর ৷ সেদিন রায় সংরক্ষণ করেছিল শীর্ষ আদালত ৷ সেই রায়ই সোমবার জানাবে সুপ্রিম কোর্ট ৷

2019 সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় কেন্দ্রীয় সরকার ৷ সংবিধানের 370 ধারা অবলুপ্তির জেরেই ওই মর্যাদা চলে যায় ৷ একই সঙ্গে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের পূর্ণরাজ্যের তকমা তুলে দিয়ে ওই অঞ্চলকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেয় ৷ তার বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷

সেই আবেদনগুলির শুনানি হয় ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তৈরি একটি বেঞ্চে ৷ ওই বেঞ্চে আরও চারজন বিচারপতি ছিলেন ৷ তাঁরা হলেন, বিচারপতি এসকে কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্ত ৷ 16 দিন ধরে শুনানি হয় ৷ কপিল সিবাল, রাজীব ধবন, গোপাল সুব্রহ্মণ্য়ম, দুষ্যন্ত দাভে, জাফর শাহ, গোপাল শঙ্করনারায়ণনের মতো সিনিয়র আইনজীবীরা সওয়াল করেন আদালতে ৷ কেন্দ্রের তরফে এই মামলায় সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমানি এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা । মামলাকারীদের তরফেও আরও কয়েকজন আইনজীবী ছিলেন ৷

আবেদনকারীদের বক্তব্য, সুপ্রিম কোর্ট শুনতে শুরু করে গত 2 অগস্ট ৷ মহম্মদ আকবর লোনের হয়ে প্রথম সওয়ালে অংশ নেন আইনজীবী কপিল সিবাল ৷ তিনি আদালতে জানান যে 370 ধারা বাতিলের সিদ্ধান্ত একমাত্র সংবিধান পরিষদ নিতে পারবে বলে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বোঝাপড়া ছিল ৷ তিনি আরও জানান, জম্মু ও কাশ্মীর অবশ্যই ভারতের সঙ্গেই রয়েছে ৷ কিন্তু 370 ধারার মাধ্যমে সেখানে একটা বিশেষ সম্পর্ক ছিল ৷

সাজ্জাদ লোনের নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সের আইনজীবী ছিলেন রাজীব ধবন ৷ তিনি আদালতে দাবি করেন, 1947 সালে জম্মু-কাশ্মীর ভারতের অংশ হয় ৷ তার পর একটি চুক্তি সাক্ষরিত হয় ৷ সেই চুক্তি অনুযায়ী ভারত ও জম্মু-কাশ্মীরের সংবিধানের মধ্যে সমসাময়িক প্রতিফলন ছিল ৷ তাই সংবিধানের 370 ধারা অবলুপ্ত করে ভারত ঐতিহাসিকভাবে, আইনগতভাবে এবং সাংবিধানিকভাবে তার প্রতিশ্রুতি ভেঙেছে ৷ যেটা করা যায় না ৷

অন্য মামলাকারীদের তরফে আদালতে আরও যুক্তি দেওয়া হয় যে অন্যান্য রাজ্যগুলির মতো ভারতের সঙ্গে এক হওয়ার কোনও চুক্তিতে জম্মু ও কাশ্মীর সাক্ষর করে ৷ পরে ভারতে সংযুক্ত হওয়ার একটি চুক্তি হয় ৷

আরও পড়ুন:

  1. 370 ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের বিশিষ্টদের
  2. দ্রুত শুনানির জন্য রেকর্ডের সফট কপি রাখার সুপারিশ সুপ্রিম কোর্টের
  3. সুপ্রিম কোর্টকে ছোট করে দেখা উচিত নয়, বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়

নয়াদিল্লি, 8 ডিসেম্বর: সংবিধানের 370 ধারা বাতিলের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার রায় আগামী সোমবার দেবে সুপ্রিম কোর্ট ৷ এই মামলার শুনানি শেষ হয় গত 5 সেপ্টেম্বর ৷ সেদিন রায় সংরক্ষণ করেছিল শীর্ষ আদালত ৷ সেই রায়ই সোমবার জানাবে সুপ্রিম কোর্ট ৷

2019 সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় কেন্দ্রীয় সরকার ৷ সংবিধানের 370 ধারা অবলুপ্তির জেরেই ওই মর্যাদা চলে যায় ৷ একই সঙ্গে কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীরের পূর্ণরাজ্যের তকমা তুলে দিয়ে ওই অঞ্চলকে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেয় ৷ তার বিরুদ্ধে একাধিক আবেদন জমা পড়ে সুপ্রিম কোর্টে ৷

সেই আবেদনগুলির শুনানি হয় ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তৈরি একটি বেঞ্চে ৷ ওই বেঞ্চে আরও চারজন বিচারপতি ছিলেন ৷ তাঁরা হলেন, বিচারপতি এসকে কৌল, সঞ্জীব খান্না, বিআর গাভাই এবং সূর্য কান্ত ৷ 16 দিন ধরে শুনানি হয় ৷ কপিল সিবাল, রাজীব ধবন, গোপাল সুব্রহ্মণ্য়ম, দুষ্যন্ত দাভে, জাফর শাহ, গোপাল শঙ্করনারায়ণনের মতো সিনিয়র আইনজীবীরা সওয়াল করেন আদালতে ৷ কেন্দ্রের তরফে এই মামলায় সওয়াল করেন অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটারমানি এবং সলিসিটর জেনারেল তুষার মেহতা । মামলাকারীদের তরফেও আরও কয়েকজন আইনজীবী ছিলেন ৷

আবেদনকারীদের বক্তব্য, সুপ্রিম কোর্ট শুনতে শুরু করে গত 2 অগস্ট ৷ মহম্মদ আকবর লোনের হয়ে প্রথম সওয়ালে অংশ নেন আইনজীবী কপিল সিবাল ৷ তিনি আদালতে জানান যে 370 ধারা বাতিলের সিদ্ধান্ত একমাত্র সংবিধান পরিষদ নিতে পারবে বলে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে বোঝাপড়া ছিল ৷ তিনি আরও জানান, জম্মু ও কাশ্মীর অবশ্যই ভারতের সঙ্গেই রয়েছে ৷ কিন্তু 370 ধারার মাধ্যমে সেখানে একটা বিশেষ সম্পর্ক ছিল ৷

সাজ্জাদ লোনের নেতৃত্বাধীন জম্মু ও কাশ্মীর পিপলস কনফারেন্সের আইনজীবী ছিলেন রাজীব ধবন ৷ তিনি আদালতে দাবি করেন, 1947 সালে জম্মু-কাশ্মীর ভারতের অংশ হয় ৷ তার পর একটি চুক্তি সাক্ষরিত হয় ৷ সেই চুক্তি অনুযায়ী ভারত ও জম্মু-কাশ্মীরের সংবিধানের মধ্যে সমসাময়িক প্রতিফলন ছিল ৷ তাই সংবিধানের 370 ধারা অবলুপ্ত করে ভারত ঐতিহাসিকভাবে, আইনগতভাবে এবং সাংবিধানিকভাবে তার প্রতিশ্রুতি ভেঙেছে ৷ যেটা করা যায় না ৷

অন্য মামলাকারীদের তরফে আদালতে আরও যুক্তি দেওয়া হয় যে অন্যান্য রাজ্যগুলির মতো ভারতের সঙ্গে এক হওয়ার কোনও চুক্তিতে জম্মু ও কাশ্মীর সাক্ষর করে ৷ পরে ভারতে সংযুক্ত হওয়ার একটি চুক্তি হয় ৷

আরও পড়ুন:

  1. 370 ধারা বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি রাজ্যের বিশিষ্টদের
  2. দ্রুত শুনানির জন্য রেকর্ডের সফট কপি রাখার সুপারিশ সুপ্রিম কোর্টের
  3. সুপ্রিম কোর্টকে ছোট করে দেখা উচিত নয়, বললেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.