ETV Bharat / bharat

Supreme Court : বাজি মামলায় সবপক্ষের বক্তব্য শুনতে চায় সুপ্রিম কোর্ট - Covid Pandemic

করোনা মহামারির সময় বায়ুদূষণ আটকাতে আতসবাজির ব্য়বহারে নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা হাইকোর্ট ৷ সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে ৷

supreme court-to-hear-plea-against-calcutta hc-order-banning-firecrackers-in-west-bengal
Supreme Court : শব্দবাজি নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, আজ শুনানি
author img

By

Published : Nov 1, 2021, 12:49 PM IST

Updated : Nov 1, 2021, 2:19 PM IST

নয়াদিল্লি, 1 নভেম্বর : বাজি নিয়ে কোনও রায় দেওয়ার আগে পশ্চিমবঙ্গ সরকার এবং ওই রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বক্তব্যও শুনতে হবে ৷ সোমবার এই কথা জানাল সুপ্রিম কোর্ট ৷

কয়েকদিন আগে কালীপুজো, দীপাবলি ও এই বছরের অন্য উৎসবগুলিতে সবরকমের বাজি নিষিদ্ধ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ তার বিরুদ্ধেই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে ৷ সোমবার সকালে এক দফা এই নিয়ে শুনানি হয় ৷ তার পর শুনানি স্থগিত হয়ে যায় ৷ আবার দুপুর 3 টের সময় শুনানি ৷

আরও পড়ুন : Firecrackers Ban: কালীপুজোয় শব্দবাজি নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ তৈরি হয়েছে ৷ বিশেষ করে আতসবাজি যাঁরা তৈরি করেন, সেই ব্যবসায়ীরা হাইকোর্টের এই রায়ে খুশি নয় ৷

তাই এই নিয়ে সুপ্রিম কোর্টে পালটা মামলা হয়েছে ৷ আজ শুনানি হয় শীর্ষ আদালতের দুই বিচারপতি এএম খানউইলকর ও অজয় রাস্তোগীর বিশেষ বেঞ্চে ৷ মামলাকারীদের প্রশ্ন, সুপ্রিম কোর্ট যখন পরিবেশ বান্ধব বাজির উপর ছাড়পত্র দিয়েছে, তখন কলকাতা হাইকোর্ট কেন সেই পথে হাঁটল না ? কেন পশ্চিমবঙ্গে সব ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হল ?

আরও পড়ুন : Kolkata Police : নজরদারি শহরজুড়ে, বাজি পোড়ানো বা বিক্রিতে কড়া ব্যবস্থা পুলিশের

এই মামলাটি করা হয়েছে পশ্চিমবঙ্গের বাজি ব্যবসায়ী সমিতি ও অন্য একটি গোষ্ঠীর পক্ষ থেকে ৷ তারা শীর্ষ আদালতের কাছে আবেদনে সেই সাত লক্ষ পরিবারের কথা তুলে ধরেছে, যারা সরাসরি বাজি তৈরি বা বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত ৷ পাশাপাশি আবেদনে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে বাজি তৈরি করা হয় ৷ তার পরও হাইকোর্ট বিষয়টিকে গুরুত্ব দেয়নি ৷

আরও পড়ুন : Babul Supriyo : উত্তরাখণ্ডে মৃত আসানসোলের পর্যটক, জম্মুর মতো ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রীকে টুইট বাবুলের

তাই এই রায়ের বিরুদ্ধে এক তরফা অন্তর্বর্তী স্থগিতাদেশ চাওয়া হয়েছে আবেদনকারীদের তরফে ৷ তাঁরা শীর্ষ আদালতের কাছে জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞা বলবৎ হলে বাজি ব্যবসার সঙ্গে জড়িত ক্ষতিগ্রস্ত হবেন ৷ একই সঙ্গে এই ব্যবসাও পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যেতে পারে ৷

এদিন মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, সবপক্ষকে ই-মেলের মাধ্যমে জানানো হয়েছে মামলার বিষয়ে ৷ শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, আগেই সবপক্ষকে জানানো হলেও কেউ শুনানিতে উপস্থিত হয়নি ৷ তাই দুপুর তিনটে পর্যন্ত রাজ্য সরকার ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সময় দিয়েছে ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : যে কেউ আসতে পারেন, কোনও প্রভাব পড়বে না; মমতাকে চ্যালেঞ্জ গোয়ার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, 1 নভেম্বর : বাজি নিয়ে কোনও রায় দেওয়ার আগে পশ্চিমবঙ্গ সরকার এবং ওই রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বক্তব্যও শুনতে হবে ৷ সোমবার এই কথা জানাল সুপ্রিম কোর্ট ৷

কয়েকদিন আগে কালীপুজো, দীপাবলি ও এই বছরের অন্য উৎসবগুলিতে সবরকমের বাজি নিষিদ্ধ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ তার বিরুদ্ধেই মামলা হয়েছে সুপ্রিম কোর্টে ৷ সোমবার সকালে এক দফা এই নিয়ে শুনানি হয় ৷ তার পর শুনানি স্থগিত হয়ে যায় ৷ আবার দুপুর 3 টের সময় শুনানি ৷

আরও পড়ুন : Firecrackers Ban: কালীপুজোয় শব্দবাজি নিষিদ্ধ করার দাবিতে মামলা দায়ের হাইকোর্টে

এখানে উল্লেখ করা প্রয়োজন যে কলকাতা হাইকোর্টের রায় নিয়ে বিভিন্ন মহলে অসন্তোষ তৈরি হয়েছে ৷ বিশেষ করে আতসবাজি যাঁরা তৈরি করেন, সেই ব্যবসায়ীরা হাইকোর্টের এই রায়ে খুশি নয় ৷

তাই এই নিয়ে সুপ্রিম কোর্টে পালটা মামলা হয়েছে ৷ আজ শুনানি হয় শীর্ষ আদালতের দুই বিচারপতি এএম খানউইলকর ও অজয় রাস্তোগীর বিশেষ বেঞ্চে ৷ মামলাকারীদের প্রশ্ন, সুপ্রিম কোর্ট যখন পরিবেশ বান্ধব বাজির উপর ছাড়পত্র দিয়েছে, তখন কলকাতা হাইকোর্ট কেন সেই পথে হাঁটল না ? কেন পশ্চিমবঙ্গে সব ধরনের বাজির উপর নিষেধাজ্ঞা জারি করা হল ?

আরও পড়ুন : Kolkata Police : নজরদারি শহরজুড়ে, বাজি পোড়ানো বা বিক্রিতে কড়া ব্যবস্থা পুলিশের

এই মামলাটি করা হয়েছে পশ্চিমবঙ্গের বাজি ব্যবসায়ী সমিতি ও অন্য একটি গোষ্ঠীর পক্ষ থেকে ৷ তারা শীর্ষ আদালতের কাছে আবেদনে সেই সাত লক্ষ পরিবারের কথা তুলে ধরেছে, যারা সরাসরি বাজি তৈরি বা বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত ৷ পাশাপাশি আবেদনে জানানো হয়েছে, সুপ্রিম কোর্ট ও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী পশ্চিমবঙ্গে বাজি তৈরি করা হয় ৷ তার পরও হাইকোর্ট বিষয়টিকে গুরুত্ব দেয়নি ৷

আরও পড়ুন : Babul Supriyo : উত্তরাখণ্ডে মৃত আসানসোলের পর্যটক, জম্মুর মতো ক্ষতিপূরণ চেয়ে প্রধানমন্ত্রীকে টুইট বাবুলের

তাই এই রায়ের বিরুদ্ধে এক তরফা অন্তর্বর্তী স্থগিতাদেশ চাওয়া হয়েছে আবেদনকারীদের তরফে ৷ তাঁরা শীর্ষ আদালতের কাছে জানিয়েছেন যে এই নিষেধাজ্ঞা বলবৎ হলে বাজি ব্যবসার সঙ্গে জড়িত ক্ষতিগ্রস্ত হবেন ৷ একই সঙ্গে এই ব্যবসাও পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যেতে পারে ৷

এদিন মামলাকারীদের আইনজীবী আদালতে জানান, সবপক্ষকে ই-মেলের মাধ্যমে জানানো হয়েছে মামলার বিষয়ে ৷ শুনানিতে সুপ্রিম কোর্ট জানায়, আগেই সবপক্ষকে জানানো হলেও কেউ শুনানিতে উপস্থিত হয়নি ৷ তাই দুপুর তিনটে পর্যন্ত রাজ্য সরকার ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সময় দিয়েছে ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে যোগ দিতে বলা হয়েছে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : যে কেউ আসতে পারেন, কোনও প্রভাব পড়বে না; মমতাকে চ্যালেঞ্জ গোয়ার মুখ্যমন্ত্রীর

Last Updated : Nov 1, 2021, 2:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.