ETV Bharat / bharat

5 অগস্ট পেগাসাস কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্টে - পেগাসাস স্পাইওয়্যারকাণ্ড মামলার শুনানি

5 অগস্ট, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পেগাসাস স্পাইওয়্যার ইস্যুতে মামলার শুনানি ৷ ইজরায়েলি স্পাই সফ্টওয়্যার পেগাসাস ব্যবহার করে ভারতের বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রী, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন কেন্দ্রীয় ও বেসরকারি সংস্থার উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানির দিন ধার্য করল সুপ্রিম কোর্ট ৷

Supreme Court to hear Pegasus Spyware Case on August 5
5 অগাস্ট পেগাসাস স্পাইওয়্যার-কাণ্ডের শুনানি সুপ্রিম কোর্ট
author img

By

Published : Aug 1, 2021, 12:17 PM IST

Updated : Aug 1, 2021, 12:54 PM IST

নয়াদিল্লি, 1 অগস্ট : আগামী 5 অগস্ট, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডে মামলার শুনানি ৷ ওইদিন সুপ্রিম কোর্টে প্রথমবারের জন্য মামলাটি শোনা হবে ৷ প্রসঙ্গত, ইজরায়েলি স্পাই সফ্টওয়্যার পেগাসাস ব্যবহার করে ভারতের বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রী, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন কেন্দ্রীয় ও বেসরকারি সংস্থার উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ সেই অভিযোগেই একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট ৷ যে মামলাগুলি গ্রহণ করার পর অবশেষে আগামী বৃহস্পতিবার পেগাসাস স্পাইওয়্যার নিয়ে শুনানি শুরু হতে চলেছে ৷

প্রসঙ্গত, পেগাসাস স্পাইওয়্যারকে সাধারণত সন্ত্রাসবাদীদের উপর নজরদারি চালানোর কাজে ব্যবহারের জন্য তৈরি করেছিল ইজরায়েল ৷ কিন্তু, এই সফ্টওয়্যারটি ভারতের বড় বড় বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার পদস্থ আধিকারিকদের ফোনে আড়িপাতার কাছে কেন্দ্র ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেশের গণতন্ত্রে আঘাত হানার অভিযোগ তুলেছে বিরোধী শিবির ৷ যা নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি করেছে কংগ্রেস-সহ বিরোধীরা ৷

আরও পড়ুন : Pegasus spyware : মোদি সরকারের ভূমিকা কী, পেগাসাস বিতর্কে তদন্তের দাবিতে শীর্ষ আদালতে দুই সাংবাদিক

এমনকি সংসদে চলা বাদল অধিবেশনেও পেগাসাস নিয়ে কেন্দ্রকে প্রতিনিয়ত বিঁধছে বিরোধীরা ৷ এ নিয়ে সংসদের দুই কক্ষের কেন্দ্রের কাছে জবাব চাওয়া হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে ৷ কিন্তু, কেন্দ্রীয় সরকারের তরফে পেগাসাসকে ব্যবহার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে কোনও মন্তব্য করা হয়নি ৷ যার ফলে রোজই উত্তাল হয়ে উঠছে সংসদ ভবন ৷ যে প্রসঙ্গকে ঘিরে সরকার এবং বিরোধী সাংসদদের বাকবিতণ্ডায় ঘনঘন মুলতুবি হচ্ছে অধিবেশন, বিঘ্নিত হচ্ছে সংসদী কাজকর্ম ৷ তবে, আশ্চর্যভাবে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ৷

আরও পড়ুন : Rahul Gandhi : ভারতের বিরুদ্ধে কেন ব্যবহার পেগাসাস, মোদি-শাহকে প্রশ্ন রাহুলের

কারণ, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে আড়িপাতা হলে তা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী বলেই মত বিশেষজ্ঞদের ৷ আর পেগাসাসের মতো স্পাইওয়্য়ার কেনার ক্ষেত্রে ইজরায়েলি নীতি অনুযায়ী, কেবলমাত্র কোনও দেশের সরকারই এই স্পাই সফ্টওয়্যার কিনতে পারবে ৷ আর সেই মতো দেখতে গেলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতি ছাড়া এই স্পাইওয়্যার কেনা সম্ভব নয় বলেই দাবি করেছে বিরোধীরা ৷ যার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উপর এর দায় বর্তায় বলেই মত রাজনীতির কারবারিদের ৷

নয়াদিল্লি, 1 অগস্ট : আগামী 5 অগস্ট, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে পেগাসাস স্পাইওয়্যার কাণ্ডে মামলার শুনানি ৷ ওইদিন সুপ্রিম কোর্টে প্রথমবারের জন্য মামলাটি শোনা হবে ৷ প্রসঙ্গত, ইজরায়েলি স্পাই সফ্টওয়্যার পেগাসাস ব্যবহার করে ভারতের বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রী, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন কেন্দ্রীয় ও বেসরকারি সংস্থার উপর গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে ৷ সেই অভিযোগেই একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্ট ৷ যে মামলাগুলি গ্রহণ করার পর অবশেষে আগামী বৃহস্পতিবার পেগাসাস স্পাইওয়্যার নিয়ে শুনানি শুরু হতে চলেছে ৷

প্রসঙ্গত, পেগাসাস স্পাইওয়্যারকে সাধারণত সন্ত্রাসবাদীদের উপর নজরদারি চালানোর কাজে ব্যবহারের জন্য তৈরি করেছিল ইজরায়েল ৷ কিন্তু, এই সফ্টওয়্যারটি ভারতের বড় বড় বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, সমাজকর্মী এবং বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার পদস্থ আধিকারিকদের ফোনে আড়িপাতার কাছে কেন্দ্র ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে ৷ এ নিয়ে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেশের গণতন্ত্রে আঘাত হানার অভিযোগ তুলেছে বিরোধী শিবির ৷ যা নিয়ে যৌথ সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি করেছে কংগ্রেস-সহ বিরোধীরা ৷

আরও পড়ুন : Pegasus spyware : মোদি সরকারের ভূমিকা কী, পেগাসাস বিতর্কে তদন্তের দাবিতে শীর্ষ আদালতে দুই সাংবাদিক

এমনকি সংসদে চলা বাদল অধিবেশনেও পেগাসাস নিয়ে কেন্দ্রকে প্রতিনিয়ত বিঁধছে বিরোধীরা ৷ এ নিয়ে সংসদের দুই কক্ষের কেন্দ্রের কাছে জবাব চাওয়া হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে ৷ কিন্তু, কেন্দ্রীয় সরকারের তরফে পেগাসাসকে ব্যবহার করে গুপ্তচরবৃত্তির অভিযোগে কোনও মন্তব্য করা হয়নি ৷ যার ফলে রোজই উত্তাল হয়ে উঠছে সংসদ ভবন ৷ যে প্রসঙ্গকে ঘিরে সরকার এবং বিরোধী সাংসদদের বাকবিতণ্ডায় ঘনঘন মুলতুবি হচ্ছে অধিবেশন, বিঘ্নিত হচ্ছে সংসদী কাজকর্ম ৷ তবে, আশ্চর্যভাবে মুখে কুলুপ এঁটেছেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী ৷

আরও পড়ুন : Rahul Gandhi : ভারতের বিরুদ্ধে কেন ব্যবহার পেগাসাস, মোদি-শাহকে প্রশ্ন রাহুলের

কারণ, পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে আড়িপাতা হলে তা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী বলেই মত বিশেষজ্ঞদের ৷ আর পেগাসাসের মতো স্পাইওয়্য়ার কেনার ক্ষেত্রে ইজরায়েলি নীতি অনুযায়ী, কেবলমাত্র কোনও দেশের সরকারই এই স্পাই সফ্টওয়্যার কিনতে পারবে ৷ আর সেই মতো দেখতে গেলে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মতি ছাড়া এই স্পাইওয়্যার কেনা সম্ভব নয় বলেই দাবি করেছে বিরোধীরা ৷ যার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’র উপর এর দায় বর্তায় বলেই মত রাজনীতির কারবারিদের ৷

Last Updated : Aug 1, 2021, 12:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.