ETV Bharat / bharat

Supreme Court over Abhishek Plea: হাইকোর্টের নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ, সাময়িক স্বস্তি অভিষেকের - কুন্তল ঘোষ

কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে জিজ্ঞাসাবাদের পরামর্শ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ সেই রায়ের উপর স্থগিতাদেশ জারি হল সুপ্রিম কোর্টে ৷

Supreme Court to hear Abhishek Banerjee plea on 24 April and gave Stay on Calcutta High Court order
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 17, 2023, 12:28 PM IST

Updated : Apr 17, 2023, 1:10 PM IST

নয়াদিল্লি ও কলকাতা, 17 এপ্রিল: শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে আপাতত স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের চিঠির প্রসঙ্গে তাঁকে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি বা সিবিআই ৷ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলাটির শুনানি হবে আগামী 24 এপ্রিল ৷ তত দিন পর্যন্ত এই মামলায় কলকাতা হাইকোর্টের রায় ও পর্যবেক্ষণের উপর স্থগিতাদেশ কার্যকর থাকবে ৷ উল্লেখ্য, কুন্তলের চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের পরামর্শ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর সেই রায়ের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেই টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷

উল্লেখ্য, জেলবন্দি অবস্থাতেই সম্প্রতি আদালতকে একটি চিঠি লেখেন কুন্তল ঘোষ ৷ সেই চিঠিতে তিনি দাবি করেন, জেরার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁর উপর চাপ দেওয়া হচ্ছে ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একজন আধিকারিকের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করেন তিনি ৷ কুন্তলের দাবি, তাঁকে বলা হয়েছে, যদি তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম বলেন, তাহলে তাঁকে রাজসাক্ষী করে দেওয়া হবে ! অন্য়দিকে, গত 29 মার্চ কলকাতায় আয়োজিত একটি জনসভার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দাবি করেন, বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতার করে জেলবন্দি করে রাখা হয়েছিল ৷ সেই সময় তাঁদেরও নাকি চাপ দেওয়া হত ! যাতে তাঁরা সংশ্লিষ্ট অপরাধে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম বলেন ! তাঁকে জড়িয়ে দেন !

আরও পড়ুন: বিচারপতির আসনের অপব্যবহার করে রাজনীতি, কুণালের নিশানায় কি বিচারপতি গঙ্গোপাধ্যায় !

এই প্রেক্ষাপটে কুন্তল ঘোষের চিঠির বিষয়টি আদালতের নজরে আনে তদন্তকারী সংস্থা ৷ সেই মামলাটি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ঘটনার পর্যবেক্ষণে অভিষেকের নাম তোলেন ৷ তাঁর পরামর্শ, এই গুরুতর অভিযোগটি খতিয়ে দেখা দরকার কেন্দ্রীয় তদন্তকারীদের ৷ প্রয়োজনে তাঁরা এই বিষয়ে কুন্তলের পাশাপাশি অভিষেককেও জিজ্ঞাসাবাদ করতে পারেন ৷ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এই রায় ও পর্যবেক্ষণ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা রুজু করেন অভিষেক ৷ সোমবার সেই মামলা শুনানির জন্য গ্রহণ করে শীর্ষ আদালত ৷ একইসঙ্গে, মামলার শুনানির দিন, অর্থাৎ আগামী 24 এপ্রিল পর্যন্ত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশও জারি করা হয় ৷ অর্থাৎ, এখনই এই ঘটনায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করা যাবে না ৷

নয়াদিল্লি ও কলকাতা, 17 এপ্রিল: শীর্ষ আদালতের দ্বারস্থ হয়ে আপাতত স্বস্তি পেলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের চিঠির প্রসঙ্গে তাঁকে এখনই জিজ্ঞাসাবাদ করতে পারবে না ইডি বা সিবিআই ৷ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলাটির শুনানি হবে আগামী 24 এপ্রিল ৷ তত দিন পর্যন্ত এই মামলায় কলকাতা হাইকোর্টের রায় ও পর্যবেক্ষণের উপর স্থগিতাদেশ কার্যকর থাকবে ৷ উল্লেখ্য, কুন্তলের চিঠি প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুন্তল ঘোষকে জিজ্ঞাসাবাদের পরামর্শ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ তাঁর সেই রায়ের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিতেই টুইট করেছেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ ৷

উল্লেখ্য, জেলবন্দি অবস্থাতেই সম্প্রতি আদালতকে একটি চিঠি লেখেন কুন্তল ঘোষ ৷ সেই চিঠিতে তিনি দাবি করেন, জেরার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁর উপর চাপ দেওয়া হচ্ছে ৷ এই প্রসঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একজন আধিকারিকের নাম নির্দিষ্টভাবে উল্লেখ করেন তিনি ৷ কুন্তলের দাবি, তাঁকে বলা হয়েছে, যদি তিনি নিয়োগ দুর্নীতি কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম বলেন, তাহলে তাঁকে রাজসাক্ষী করে দেওয়া হবে ! অন্য়দিকে, গত 29 মার্চ কলকাতায় আয়োজিত একটি জনসভার মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় দাবি করেন, বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসের নেতাদের গ্রেফতার করে জেলবন্দি করে রাখা হয়েছিল ৷ সেই সময় তাঁদেরও নাকি চাপ দেওয়া হত ! যাতে তাঁরা সংশ্লিষ্ট অপরাধে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নাম বলেন ! তাঁকে জড়িয়ে দেন !

আরও পড়ুন: বিচারপতির আসনের অপব্যবহার করে রাজনীতি, কুণালের নিশানায় কি বিচারপতি গঙ্গোপাধ্যায় !

এই প্রেক্ষাপটে কুন্তল ঘোষের চিঠির বিষয়টি আদালতের নজরে আনে তদন্তকারী সংস্থা ৷ সেই মামলাটি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ৷ বিচারপতি গঙ্গোপাধ্যায় এই ঘটনার পর্যবেক্ষণে অভিষেকের নাম তোলেন ৷ তাঁর পরামর্শ, এই গুরুতর অভিযোগটি খতিয়ে দেখা দরকার কেন্দ্রীয় তদন্তকারীদের ৷ প্রয়োজনে তাঁরা এই বিষয়ে কুন্তলের পাশাপাশি অভিষেককেও জিজ্ঞাসাবাদ করতে পারেন ৷ বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এই রায় ও পর্যবেক্ষণ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা রুজু করেন অভিষেক ৷ সোমবার সেই মামলা শুনানির জন্য গ্রহণ করে শীর্ষ আদালত ৷ একইসঙ্গে, মামলার শুনানির দিন, অর্থাৎ আগামী 24 এপ্রিল পর্যন্ত হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশও জারি করা হয় ৷ অর্থাৎ, এখনই এই ঘটনায় অভিষেককে জিজ্ঞাসাবাদ করা যাবে না ৷

Last Updated : Apr 17, 2023, 1:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.