ETV Bharat / bharat

SC on Polygamy-Nikah Halala: বহুবিবাহ ও নিকাহ হালালার বিরুদ্ধে আবেদন শুনতে সাংবিধানিক বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের

বহুবিবাহ ও নিকাহ হালালার (SC on Polygamy-Nikah Halala) বিরুদ্ধে আবেদন শুনতে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ গঠন করল সুপ্রিম কোর্ট (Supreme Court)৷ যে বেঞ্চে এই মামলার শুনানি চলছিল তার দু জন বিচারপতি অবসর গ্রহণ করেছেন ৷

Supreme Court to form constitution bench to hear pleas against polygamy, nikah halala
বহুবিবাহ ও নিকাহ হালালার বিরুদ্ধে আবেদন শুনতে সাংবিধানিক বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের
author img

By

Published : Nov 24, 2022, 5:23 PM IST

নয়াদিল্লি, 24 নভেম্বর: মুসলিমদের মধ্যে প্রচলিত বহুবিবাহ ও নিকাহ-হালালা (SC on Polygamy-Nikah Halala) নিষিদ্ধ করার দাবিতে করা আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ৷ এই আবেদনগুলির বিচারের জন্য বৃহস্পতিবার পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ (Constitution bench) গঠন করেছে শীর্ষ আদালত (Supreme Court)৷

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ বলেছে যে, এই আবেদনগুলি বিচারের জন্য একটি নতুন বেঞ্চ গঠন করা হবে । আজ আইনজীবী অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷ তিনি নিকাহ হালালা এবং বহুবিবাহ নিষিদ্ধ করার আবেদনের কথা উল্লেখ করে বলেন, এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত গুপ্ত, সূর্য কান্ত, এমএম সুন্দরেশ এবং সুধাংশু ধুলিয়াকে নিয়ে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চে ৷ কিন্তু বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি হেমন্ত গুপ্ত অবসর নিয়েছেন ৷ ফলে এই সংক্রান্ত মামলার শুনানির জন্য একটি নতুন বেঞ্চ গঠন করা প্রয়োজন ৷

মুসলিমদের মধ্যে প্রচলিত বহুবিবাহ ও নিকাহ-হালালাকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণার দাবিতে করা আবেদনের শুনানি করছিল আদালত । 30 অগস্ট সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি), জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) এবং সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন (এনসিডব্লিউ)-কে এই জনস্বার্থ মামলার পার্টি করে তাঁদের থেকে প্রতিক্রিয়া জানতে চায় ৷

আরও পড়ুন: নিকাহ কবুলের আসর থেকে উঠে গিয়ে রক্তদান পাত্রের

এরপর বিচারপতি বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি গুপ্তা যথাক্রমে চলতি বছরের 23 সেপ্টেম্বর এবং 16 অক্টোবর অবসর গ্রহণ করেন এবং বহুবিবাহ ও 'নিকাহ-হালালা' প্রথার বিরুদ্ধে আটটির মতো পিটিশনের শুনানির জন্য বেঞ্চের পুনর্গঠনের প্রয়োজন হয়ে পড়ে ৷

মুসলিম আইন অনুযায়ী বহুবিবাহ প্রথা একজন মুসলিম পুরুষকে চারটি স্ত্রী রাখার অনুমতি দেয় ৷ আর একজন ডিভোর্সি মুসলিম মহিলা পুনরায় তাঁর প্রথম স্বামীর সঙ্গে বিয়ে করে সংসার করতে চাইলে, তাঁকে আগে দ্বিতীয় এক ব্যক্তিকে বিয়ে করে তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে হয় বা তালাক দিতে হয় ৷ তবেই তিনি প্রথম স্বামীর সঙ্গে ফের বিয়ে করতে পারবেন ৷ এই পদ্ধতিকেই বলে 'নিকাহ-হালালা' ৷

নয়াদিল্লি, 24 নভেম্বর: মুসলিমদের মধ্যে প্রচলিত বহুবিবাহ ও নিকাহ-হালালা (SC on Polygamy-Nikah Halala) নিষিদ্ধ করার দাবিতে করা আবেদনের শুনানি হবে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চে ৷ এই আবেদনগুলির বিচারের জন্য বৃহস্পতিবার পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ (Constitution bench) গঠন করেছে শীর্ষ আদালত (Supreme Court)৷

দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে একটি বেঞ্চ বলেছে যে, এই আবেদনগুলি বিচারের জন্য একটি নতুন বেঞ্চ গঠন করা হবে । আজ আইনজীবী অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷ তিনি নিকাহ হালালা এবং বহুবিবাহ নিষিদ্ধ করার আবেদনের কথা উল্লেখ করে বলেন, এই সংক্রান্ত মামলার শুনানি চলছিল বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত গুপ্ত, সূর্য কান্ত, এমএম সুন্দরেশ এবং সুধাংশু ধুলিয়াকে নিয়ে গঠিত পাঁচ বিচারপতির বেঞ্চে ৷ কিন্তু বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি হেমন্ত গুপ্ত অবসর নিয়েছেন ৷ ফলে এই সংক্রান্ত মামলার শুনানির জন্য একটি নতুন বেঞ্চ গঠন করা প্রয়োজন ৷

মুসলিমদের মধ্যে প্রচলিত বহুবিবাহ ও নিকাহ-হালালাকে বেআইনি ও অসাংবিধানিক ঘোষণার দাবিতে করা আবেদনের শুনানি করছিল আদালত । 30 অগস্ট সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি), জাতীয় মহিলা কমিশন (এনসিডব্লিউ) এবং সংখ্যালঘুদের জন্য জাতীয় কমিশন (এনসিডব্লিউ)-কে এই জনস্বার্থ মামলার পার্টি করে তাঁদের থেকে প্রতিক্রিয়া জানতে চায় ৷

আরও পড়ুন: নিকাহ কবুলের আসর থেকে উঠে গিয়ে রক্তদান পাত্রের

এরপর বিচারপতি বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি গুপ্তা যথাক্রমে চলতি বছরের 23 সেপ্টেম্বর এবং 16 অক্টোবর অবসর গ্রহণ করেন এবং বহুবিবাহ ও 'নিকাহ-হালালা' প্রথার বিরুদ্ধে আটটির মতো পিটিশনের শুনানির জন্য বেঞ্চের পুনর্গঠনের প্রয়োজন হয়ে পড়ে ৷

মুসলিম আইন অনুযায়ী বহুবিবাহ প্রথা একজন মুসলিম পুরুষকে চারটি স্ত্রী রাখার অনুমতি দেয় ৷ আর একজন ডিভোর্সি মুসলিম মহিলা পুনরায় তাঁর প্রথম স্বামীর সঙ্গে বিয়ে করে সংসার করতে চাইলে, তাঁকে আগে দ্বিতীয় এক ব্যক্তিকে বিয়ে করে তাঁর সঙ্গে বিবাহবিচ্ছেদ করতে হয় বা তালাক দিতে হয় ৷ তবেই তিনি প্রথম স্বামীর সঙ্গে ফের বিয়ে করতে পারবেন ৷ এই পদ্ধতিকেই বলে 'নিকাহ-হালালা' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.