ETV Bharat / bharat

Eenadu : সাক্ষীর প্রচার চালাচ্ছে অন্ধ্র সরকার, এনাডুর মামলায় সুপ্রিম কোর্ট ভর্ৎসিত অন্ধ্র হাইকোর্ট

অন্ধ্রের হাইকোর্টে মামলা দায়ের করেছিল আরেক তেলুগু দৈনিক এনাডু । হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টে অ্যাপিল করে এনাডু । সেই মামলার শুনানিতেই এবার অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় ।

author img

By

Published : Apr 10, 2023, 11:57 PM IST

Updated : Apr 11, 2023, 8:32 AM IST

Eenadu
সাক্ষীর প্রচার চালাচ্ছে অন্ধ্র সরকার

হায়দরাবাদ, 10 এপ্রিল: মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির মালিকানাধীন সংবাদপত্র সাক্ষীর প্রচার চালাচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার । এই মর্মে অন্ধ্রের হাইকোর্টে মামলা দায়ের করেছিল আরেক তেলুগু দৈনিক এনাডু । হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টে অ্যাপিল করে এনাডু । সেই মামলার শুনানিতেই এবার অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় ।

ঘটনাটি ঠিক কী ?

অন্ধ্রপ্রদেশ সরকার 2020 সালের সেপ্টেম্বরে সরকারি স্কিমগুলি প্রচার করতে এবং সরকারি সুযোগ-সুবিধা ঠিকমতো জনসাধারণের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক নিয়োগ করে । প্রতি 50টি পরিবারের জন্য একজন স্বেচ্ছাসেবকের হারে 2.56 লক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয় । 2022 সালের জুন মাসে, অন্ধ্রপ্রদেশ সরকার একটি জি.ও (Government Order বা সরকারি নীতি) প্রণয়ন করে জানিয়ে দেয়, 2.56 লক্ষ গ্রাম/ওয়ার্ড স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে 200 টাকা দেওয়া হবে । প্রতি মাসে তাঁদের সাম্মানিক 5000 টাকা ছাড়াও ওই টাকা দেওয়ার কারণ একটি দৈনিক প্রচারিত সংবাদপত্র কেনা । ওই বছরেরই ডিসেম্বরে আরেকটি অর্ডার জারি করে করা হয়েছিল, 1.45 লক্ষ গ্রাম/ওয়ার্ড কর্মীর প্রত্যেককে 200 টাকা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছিল ।

এনাডু কী বলছে ?

ওই নির্দেশিকায় কোথাও সরাসরি সাক্ষী কেনার কথা বলেনি অন্ধ্র সরকার । ঠিক একই কথা বলে মামলা খারিজ করে দেয় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট । অন্যদিকে এনাডু কর্তৃপক্ষের দাবি, পক্ষান্তরে এনাডু না-পড়ার অলিখিত নিয়ম জারি করেছে । যা সাক্ষী প্রচার করার দিকেই ইঙ্গিত দেয় ।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সম্বলিত বেঞ্চের সামনে সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতগি, উষোদয় পাবলিকেশনের আইনজীবী জানান, সাক্ষীর সাবস্ক্রিপশন চার্জ মাসিক 176.50 পয়সা । অন্যদিকে এনাডুর ক্ষেত্রে তা 207.50 টাকা । ফলে মাসিক 200 টাকা ধার্য্য করে সরকার যে সাক্ষীর প্রচার চালাচ্ছে তা স্পষ্ট ।

আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে এনাডু গোষ্ঠীর বিশেষ বই, প্রশংসায় হেমন্ত সোরেন

হায়দরাবাদ, 10 এপ্রিল: মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির মালিকানাধীন সংবাদপত্র সাক্ষীর প্রচার চালাচ্ছে অন্ধ্রপ্রদেশ সরকার । এই মর্মে অন্ধ্রের হাইকোর্টে মামলা দায়ের করেছিল আরেক তেলুগু দৈনিক এনাডু । হাইকোর্টে সেই মামলা খারিজ হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টে অ্যাপিল করে এনাডু । সেই মামলার শুনানিতেই এবার অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের রায়ে অসন্তোষ প্রকাশ করল দেশের সর্বোচ্চ ন্যায়ালয় ।

ঘটনাটি ঠিক কী ?

অন্ধ্রপ্রদেশ সরকার 2020 সালের সেপ্টেম্বরে সরকারি স্কিমগুলি প্রচার করতে এবং সরকারি সুযোগ-সুবিধা ঠিকমতো জনসাধারণের কাছে পৌঁছে দিতে স্বেচ্ছাসেবক নিয়োগ করে । প্রতি 50টি পরিবারের জন্য একজন স্বেচ্ছাসেবকের হারে 2.56 লক্ষ স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয় । 2022 সালের জুন মাসে, অন্ধ্রপ্রদেশ সরকার একটি জি.ও (Government Order বা সরকারি নীতি) প্রণয়ন করে জানিয়ে দেয়, 2.56 লক্ষ গ্রাম/ওয়ার্ড স্বেচ্ছাসেবকদের প্রত্যেককে 200 টাকা দেওয়া হবে । প্রতি মাসে তাঁদের সাম্মানিক 5000 টাকা ছাড়াও ওই টাকা দেওয়ার কারণ একটি দৈনিক প্রচারিত সংবাদপত্র কেনা । ওই বছরেরই ডিসেম্বরে আরেকটি অর্ডার জারি করে করা হয়েছিল, 1.45 লক্ষ গ্রাম/ওয়ার্ড কর্মীর প্রত্যেককে 200 টাকা প্রদানের অনুমোদন দেওয়া হয়েছিল ।

এনাডু কী বলছে ?

ওই নির্দেশিকায় কোথাও সরাসরি সাক্ষী কেনার কথা বলেনি অন্ধ্র সরকার । ঠিক একই কথা বলে মামলা খারিজ করে দেয় অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট । অন্যদিকে এনাডু কর্তৃপক্ষের দাবি, পক্ষান্তরে এনাডু না-পড়ার অলিখিত নিয়ম জারি করেছে । যা সাক্ষী প্রচার করার দিকেই ইঙ্গিত দেয় ।

প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় সম্বলিত বেঞ্চের সামনে সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহাতগি, উষোদয় পাবলিকেশনের আইনজীবী জানান, সাক্ষীর সাবস্ক্রিপশন চার্জ মাসিক 176.50 পয়সা । অন্যদিকে এনাডুর ক্ষেত্রে তা 207.50 টাকা । ফলে মাসিক 200 টাকা ধার্য্য করে সরকার যে সাক্ষীর প্রচার চালাচ্ছে তা স্পষ্ট ।

আরও পড়ুন: স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে এনাডু গোষ্ঠীর বিশেষ বই, প্রশংসায় হেমন্ত সোরেন

Last Updated : Apr 11, 2023, 8:32 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.