ETV Bharat / bharat

Supreme Court on BBC Documentary Row: তথ্যচিত্র বিতর্কে কেন্দ্রকে সুপ্রিম নোটিশ, 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব - সুপ্রিম কোর্ট

বিবিসির তৈরি তথ্যচিত্র 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন' (India: The Modi Question)-এর সম্প্রচার বন্ধ নিয়ে এবার কেন্দ্রীয় সরকারকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court seeks Report on BBC Documentary Row) ৷ কী বলা হয়েছে তাতে ?

Supreme Court sends notice to centre and seeks Report on BBC Documentary Row within three weeks
প্রতীকী ছবি
author img

By

Published : Feb 3, 2023, 5:18 PM IST

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: বিবিসি-র তথ্যচিত্র নিয়ে বিবাদের জেরে এবার কেন্দ্রকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court seeks Report on BBC Documentary Row) ৷ শুক্রবার পাঠানো এই নোটিশে আগামী তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত ৷

উল্লেখ্য, 2002 সালের গুজরাত দাঙ্গা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি ৷ যার নাম 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন' (India: The Modi Question) ৷ কেন্দ্রীয় সরকার এই তথ্যচিত্রের প্রদর্শন ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে ৷ কেন্দ্রের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে মামলা রুজু করা হয়েছে ৷ সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে আদালত ৷ এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এম এম সুন্দরেশের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য ওঠে ৷ মামলার পরবর্তী শুনানি হবে আগামী এপ্রিল মাসে ৷

আরও পড়ুন: বিবিসির তথ্যচিত্র সম্প্রচার নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, শুনানি আগামী সোমবার

এদিন মামলাকারীর আইনজীবী এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ জারি করার আবেদন জানান ৷ কিন্তু, আদালত সেই আবেদন মানেনি ৷ বিচারপতিদের বক্তব্য ছিল, একতরফা অভিযোগ বা বক্তব্য শুনে এই ঘটনায় কোনও পদক্ষেপ করা সম্ভব নয় ৷ তাই, আদালতকে কেন্দ্রের বক্তব্যও শুনতে হবে ৷ দুই বিচারপতির নির্দেশ, আগামী শুনানির দিন কেন্দ্রীয় সরকারকে এই তথ্যচিত্র সম্পর্কিত যাবতীয় তথ্যপ্রমাণ আদালতে পেশ করতে হবে ৷ বেঞ্চের তরফ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়, "সংশ্লিষ্ট পক্ষকে আমাদের নির্দেশ, আগামী শুনানি যেদিন হবে, সেদিন তারা সমস্ত আসল নথি আদালতে পেশ করবে ৷"

এই মামলায় সাংবাদিক এন রাম, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সি ইউ সিং ৷ তিনি আদালতকে জানান, তথ্যপ্রযুক্তি নিয়মে 48 ঘণ্টার মধ্যে জরুরি ভিত্তিতে প্রকাশনার উপর নিষেধাজ্ঞা কার্যকর করা যায় ৷ সি ইউ সিংয়ের আরও অভিযোগ, বিবিসির তৈরি তথ্যচিত্রের সম্প্রচার বন্ধ করতে গোপন নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেই নির্দেশিকা হাতিয়ার করেই একাধিক বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে ৷ যে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানোর বন্দোবস্ত করছেন, তাঁদের সরকারের কোপে পড়তে হচ্ছে ৷ এর প্রেক্ষিতে বিচারপতি খান্না বলেন, "কিন্তু, এটাও তো ঠিক যে বহু মানুষ ওই ভিডিয়োগুলি দেখতে পাচ্ছেন ৷"

এই একই ঘটনায় কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরোধিতা করে মামলা রুজু করেছেন আইনজীবী এম এল শর্মা ৷ শীর্ষ আদালত সেই মামলাতেও কেন্দ্রের কাছে নোটিশ পাঠিয়েছে ৷

নয়াদিল্লি, 3 ফেব্রুয়ারি: বিবিসি-র তথ্যচিত্র নিয়ে বিবাদের জেরে এবার কেন্দ্রকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (Supreme Court seeks Report on BBC Documentary Row) ৷ শুক্রবার পাঠানো এই নোটিশে আগামী তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রের কাছে রিপোর্ট তলব করেছে শীর্ষ আদালত ৷

উল্লেখ্য, 2002 সালের গুজরাত দাঙ্গা নিয়ে একটি তথ্যচিত্র তৈরি করেছে বিবিসি ৷ যার নাম 'ইন্ডিয়া: দ্য মোদি কোয়েশ্চন' (India: The Modi Question) ৷ কেন্দ্রীয় সরকার এই তথ্যচিত্রের প্রদর্শন ভারতে নিষিদ্ধ ঘোষণা করেছে ৷ কেন্দ্রের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়েই সুপ্রিম কোর্টে মামলা রুজু করা হয়েছে ৷ সেই মামলার প্রেক্ষিতে কেন্দ্রকে নোটিশ পাঠিয়েছে আদালত ৷ এদিন বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এম এম সুন্দরেশের বেঞ্চে এই মামলাটি শুনানির জন্য ওঠে ৷ মামলার পরবর্তী শুনানি হবে আগামী এপ্রিল মাসে ৷

আরও পড়ুন: বিবিসির তথ্যচিত্র সম্প্রচার নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, শুনানি আগামী সোমবার

এদিন মামলাকারীর আইনজীবী এই মামলায় অন্তর্বর্তী নির্দেশ জারি করার আবেদন জানান ৷ কিন্তু, আদালত সেই আবেদন মানেনি ৷ বিচারপতিদের বক্তব্য ছিল, একতরফা অভিযোগ বা বক্তব্য শুনে এই ঘটনায় কোনও পদক্ষেপ করা সম্ভব নয় ৷ তাই, আদালতকে কেন্দ্রের বক্তব্যও শুনতে হবে ৷ দুই বিচারপতির নির্দেশ, আগামী শুনানির দিন কেন্দ্রীয় সরকারকে এই তথ্যচিত্র সম্পর্কিত যাবতীয় তথ্যপ্রমাণ আদালতে পেশ করতে হবে ৷ বেঞ্চের তরফ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়, "সংশ্লিষ্ট পক্ষকে আমাদের নির্দেশ, আগামী শুনানি যেদিন হবে, সেদিন তারা সমস্ত আসল নথি আদালতে পেশ করবে ৷"

এই মামলায় সাংবাদিক এন রাম, আইনজীবী প্রশান্ত ভূষণ এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের হয়ে আদালতে উপস্থিত ছিলেন আইনজীবী সি ইউ সিং ৷ তিনি আদালতকে জানান, তথ্যপ্রযুক্তি নিয়মে 48 ঘণ্টার মধ্যে জরুরি ভিত্তিতে প্রকাশনার উপর নিষেধাজ্ঞা কার্যকর করা যায় ৷ সি ইউ সিংয়ের আরও অভিযোগ, বিবিসির তৈরি তথ্যচিত্রের সম্প্রচার বন্ধ করতে গোপন নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সেই নির্দেশিকা হাতিয়ার করেই একাধিক বিশ্ববিদ্য়ালয়ের পড়ুয়াদের বিরুদ্ধে পদক্ষেপ করা হচ্ছে ৷ যে পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে এই তথ্যচিত্র দেখানোর বন্দোবস্ত করছেন, তাঁদের সরকারের কোপে পড়তে হচ্ছে ৷ এর প্রেক্ষিতে বিচারপতি খান্না বলেন, "কিন্তু, এটাও তো ঠিক যে বহু মানুষ ওই ভিডিয়োগুলি দেখতে পাচ্ছেন ৷"

এই একই ঘটনায় কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের বিরোধিতা করে মামলা রুজু করেছেন আইনজীবী এম এল শর্মা ৷ শীর্ষ আদালত সেই মামলাতেও কেন্দ্রের কাছে নোটিশ পাঠিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.