নয়াদিল্লি, 27 এপ্রিল : করোনা সংকট আসলে জাতীয় বিপর্যয় ৷ এই সময় রাজনৈতিক লড়াই করা উচিত নয় ৷ মঙ্গলবার সুপ্রিম কোর্ট একটি মামলার শুনানির সময় এমনই মন্তব্য করেছে ৷
একই সঙ্গে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, এখন দেশের প্রতিটি নাগরিকের প্রাণরক্ষা করা আদালতের দায়িত্ব ৷ আদালতের এখন দেশের পাশে থাকা উচিত ৷ আদালত সূত্রে খবর, যে বেঞ্চে ওই মামলার শুনানি হয়, সেই বেঞ্চে রয়েছেন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ৷ তিনি শুনানি চলাকালীন মন্তব্য করেছেন, ‘‘এখন জাতীয় সংকট চলছে ৷ মানুষ মারা যাচ্ছে..... ৷ আমাদের স্থানীয় সম্প্রদায়কে আমাদের পাশে রাখতে হবে ৷’’
প্রসঙ্গত, মামলাটি করেছিল তামিলনাড়ু সরকার ৷ তাদের অভিযোগ ছিল যে ওই প্ল্যান্টের কর্তৃপক্ষ অয়েল-টু-মেটালস কংগ্লোমেরেট বেদান্ত লিমিটেডকে কেন্দ্রীয় সরকার সাহায্য করছে ৷ যদিও কেন্দ্রীয় সরকারের তরফে শুনানিতে বিষয়টি অস্বীকার করা হয় ৷
সেই মামলার শুনানিতেই এই পর্যবেক্ষণ জানিয়েছে সুপ্রিম কোর্ট ৷ একই সঙ্গে তামিলনাড়ুর স্টারলাইট সংস্থাকে অক্সিজেন প্ল্যান্ট চালু করার অনুমতি দিল সুপ্রিম কোর্ট ৷ করোনা সংক্রমণের জেরে বর্তমানে যে সংকটজনক পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রেক্ষিতেই আদালত এই নির্দেশ দিয়েছে বলে খবর ৷
আরও পড়ুন : করোনা সংকটে বিতর্কিত স্টারলাইট সংস্থাকে অক্সিজেন তৈরির অনুমতি সুপ্রিম কোর্টের
তামিলনাড়ুর স্টারলাইট কপার স্মেলটিং প্ল্যান্ট নামে এই সংস্থা বিতর্কিত হিসেবেই পরিচিত ৷ 2018 সালে এই সংস্থা বন্ধ হয়ে যায় ৷ সংস্থা দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছিল ৷ এই নিয়ে প্রতিবাদ হওয়ায় সংস্থাটি বন্ধ হয়ে যায় ৷