ETV Bharat / bharat

Margadarsi Chit Fund: মার্গদর্শী চিট ফান্ড মামলায় তেলেঙ্গানা হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপে নারাজ সুপ্রিম কোর্ট

Supreme Court on Margadarsi Chit Fund case: সুপ্রিম কোর্ট অন্ধ্রপ্রদেশ সরকারের দায়ের করা দুটি এসএলপি খারিজ করে দিল । শীর্ষ আদালত এও স্পষ্ট করে দিয়েছে যে, মার্গদর্শী মামলা মোকাবিলা করার জন্য তেলেঙ্গানা হাইকোর্টের আইনি এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে পিটিশন করার প্রয়োজন নেই । আদালত অন্ধ্র সরকারের আবেদনটি খারিজ করে দিয়েছে ৷

Margadarsi Chit Fund
মার্গদর্শী চিট ফান্ড মামলা
author img

By

Published : Aug 4, 2023, 7:07 PM IST

নয়াদিল্লি, 4 অগস্ট: মার্গদর্শী চিট ফান্ড মামলায় রামোজি রাও এবং শৈলজা কিরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল অন্ধ্রপ্রদেশ সরকার । তেলেঙ্গানা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে আদালত । সুপ্রিম কোর্ট অন্ধ্র সরকারের দায়ের করা দুটি এসএলপি খারিজ করেছে । একইসঙ্গে এটিও স্পষ্ট করে দিয়েছে যে, মার্গদর্শী মামলা নিয়ে তেলেঙ্গানা হাইকোর্টের আইনি এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে পিটিশন করার কোনও প্রয়োজন নেই । এই নির্দেশ জারি করে আদালত আবেদনটি খারিজ করে দেয় । এই মামলা সম্পর্কিত সমস্ত সমস্যার নিষ্পত্তি তেলেঙ্গানা হাইকোর্টে করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

সুপ্রিম কোর্ট তেলেঙ্গানা হাইকোর্টের জারি করা অন্তর্বর্তী আদেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করে বলেছে যে, অন্ধ্রপ্রদেশ সিআইডি পুলিশ কর্তৃক মার্গদর্শী চিট ফান্ড কোম্পানির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি গ্রহণ করার আইনি এক্তিয়ার রয়েছে তেলেঙ্গানা হাইকোর্টের । শীর্ষ আদালত তেলেঙ্গানা হাইকোর্টের অন্তর্বর্তী আদেশকে চ্যালেঞ্জ করে অন্ধ্র সরকারের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে । মামলার সব চূড়ান্ত যুক্তি হাইকোর্টে উপস্থাপন করতে হবে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত বেঞ্চের মতে, "আইনি এক্তিয়ার হল মামলার প্রধান সমস্যা ৷ তাই আমরা ভেবেছি অন্তর্বর্তী আদেশকে চ্যালেঞ্জ করার জন্য দায়ের করা পিটিশনটি খারিজ করাই ভালো হবে ৷ আমরা ধরে নিই যে, হাইকোর্টের উচিত তার যোগ্যতার ভিত্তিতে আবেদনটি খতিয়ে দেখা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত ৷ যদি কোনও নির্দিষ্ট প্রেক্ষাপট দেখা দেয়, তাহলে আবেদনকারী (অন্ধ্রপ্রদেশ সরকার) এই আদালতে আসতে পারেন । সেই সময়ে এক্তিয়ারকে চ্যালেঞ্জ করার স্বাধীনতা তার থাকতে হবে ৷"

মার্গদর্শী কোম্পানির চেয়ারম্যান রামোজি রাও এবং এমডি শৈলজা কিরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নিষেধাজ্ঞা জারি করে তেলেঙ্গানা হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট । মামলাটি নেওয়ার সঙ্গে সঙ্গে বিচারপতি মহেশ্বরী বলেন, "এই বিষয় সম্পর্কিত কিছু মামলার এখনও নোটিশ আসেনি, সেই মামলাগুলিতে নোটিশ পাওয়ার পরে আমরা এই বিষয়ে আরও যুক্তি শুনব ।"

আরও পড়ুন: 'অসৎ উদ্দেশ্য নিয়ে হেনস্তা করা হচ্ছে', উপভোক্তাদের আশ্বস্ত করে বিবৃতি মার্গদর্শী চিট ফান্ডের

এর প্রতিক্রিয়ায়, অন্ধ্র সরকারের পক্ষে উপস্থিত শীর্ষ আইনজীবী মনিন্দর সিং বলেন যে, মামলায় সমস্ত উত্তরদাতাদের নোটিশ পাঠানো হবে । বিচারপতি জেকে মহেশ্বরী তখন বলেন, "আসুন আমরা স্থানান্তরের আবেদনটি মুলতুবি রাখি এবং অন্তর্বর্তী আদেশে বাকি দুটি পিটিশনের দিকে নজর দিই ।"

চিট অডিটর নিয়োগে ত্রুটি খুঁজে তেলেঙ্গানা হাইকোর্টের জারি করা অন্তর্বর্তী আদেশকে চ্যালেঞ্জ করে অন্ধ্রপ্রদেশ সরকারের দায়ের করা আবেদনটিও শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে। বিচারপতি মহেশ্বরীর কথায় মামলাটি খারিজ করা হয় ৷ তিনি বলেন "আমরা হাইকোর্টের অন্তর্বর্তী আদেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করছি ।"

নয়াদিল্লি, 4 অগস্ট: মার্গদর্শী চিট ফান্ড মামলায় রামোজি রাও এবং শৈলজা কিরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল অন্ধ্রপ্রদেশ সরকার । তেলেঙ্গানা হাইকোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে আদালত । সুপ্রিম কোর্ট অন্ধ্র সরকারের দায়ের করা দুটি এসএলপি খারিজ করেছে । একইসঙ্গে এটিও স্পষ্ট করে দিয়েছে যে, মার্গদর্শী মামলা নিয়ে তেলেঙ্গানা হাইকোর্টের আইনি এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে পিটিশন করার কোনও প্রয়োজন নেই । এই নির্দেশ জারি করে আদালত আবেদনটি খারিজ করে দেয় । এই মামলা সম্পর্কিত সমস্ত সমস্যার নিষ্পত্তি তেলেঙ্গানা হাইকোর্টে করার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

সুপ্রিম কোর্ট তেলেঙ্গানা হাইকোর্টের জারি করা অন্তর্বর্তী আদেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করে বলেছে যে, অন্ধ্রপ্রদেশ সিআইডি পুলিশ কর্তৃক মার্গদর্শী চিট ফান্ড কোম্পানির বিরুদ্ধে দায়ের করা মামলাগুলি গ্রহণ করার আইনি এক্তিয়ার রয়েছে তেলেঙ্গানা হাইকোর্টের । শীর্ষ আদালত তেলেঙ্গানা হাইকোর্টের অন্তর্বর্তী আদেশকে চ্যালেঞ্জ করে অন্ধ্র সরকারের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে । মামলার সব চূড়ান্ত যুক্তি হাইকোর্টে উপস্থাপন করতে হবে বলেও নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ।

বিচারপতি জেকে মহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের সমন্বয়ে গঠিত বেঞ্চের মতে, "আইনি এক্তিয়ার হল মামলার প্রধান সমস্যা ৷ তাই আমরা ভেবেছি অন্তর্বর্তী আদেশকে চ্যালেঞ্জ করার জন্য দায়ের করা পিটিশনটি খারিজ করাই ভালো হবে ৷ আমরা ধরে নিই যে, হাইকোর্টের উচিত তার যোগ্যতার ভিত্তিতে আবেদনটি খতিয়ে দেখা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া উচিত ৷ যদি কোনও নির্দিষ্ট প্রেক্ষাপট দেখা দেয়, তাহলে আবেদনকারী (অন্ধ্রপ্রদেশ সরকার) এই আদালতে আসতে পারেন । সেই সময়ে এক্তিয়ারকে চ্যালেঞ্জ করার স্বাধীনতা তার থাকতে হবে ৷"

মার্গদর্শী কোম্পানির চেয়ারম্যান রামোজি রাও এবং এমডি শৈলজা কিরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নিষেধাজ্ঞা জারি করে তেলেঙ্গানা হাইকোর্ট যে আদেশ দিয়েছিল, তাতে হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট । মামলাটি নেওয়ার সঙ্গে সঙ্গে বিচারপতি মহেশ্বরী বলেন, "এই বিষয় সম্পর্কিত কিছু মামলার এখনও নোটিশ আসেনি, সেই মামলাগুলিতে নোটিশ পাওয়ার পরে আমরা এই বিষয়ে আরও যুক্তি শুনব ।"

আরও পড়ুন: 'অসৎ উদ্দেশ্য নিয়ে হেনস্তা করা হচ্ছে', উপভোক্তাদের আশ্বস্ত করে বিবৃতি মার্গদর্শী চিট ফান্ডের

এর প্রতিক্রিয়ায়, অন্ধ্র সরকারের পক্ষে উপস্থিত শীর্ষ আইনজীবী মনিন্দর সিং বলেন যে, মামলায় সমস্ত উত্তরদাতাদের নোটিশ পাঠানো হবে । বিচারপতি জেকে মহেশ্বরী তখন বলেন, "আসুন আমরা স্থানান্তরের আবেদনটি মুলতুবি রাখি এবং অন্তর্বর্তী আদেশে বাকি দুটি পিটিশনের দিকে নজর দিই ।"

চিট অডিটর নিয়োগে ত্রুটি খুঁজে তেলেঙ্গানা হাইকোর্টের জারি করা অন্তর্বর্তী আদেশকে চ্যালেঞ্জ করে অন্ধ্রপ্রদেশ সরকারের দায়ের করা আবেদনটিও শীর্ষ আদালত খারিজ করে দিয়েছে। বিচারপতি মহেশ্বরীর কথায় মামলাটি খারিজ করা হয় ৷ তিনি বলেন "আমরা হাইকোর্টের অন্তর্বর্তী আদেশে হস্তক্ষেপ করতে অস্বীকার করছি ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.