ETV Bharat / bharat

Gyanvapi Masjid Case : ‘শিবলিঙ্গকে সুরক্ষা, নমাজও চলুক’, জ্ঞানবাপী মসজিদ বিতর্কে জানাল সুপ্রিম কোর্ট

নমাজ যেভাবে চলছিল সেভাবেই চলবে ৷ পাশাপাশি বারাণসীর সিভিল কোর্টের নির্দেশ মেনে শিবলিঙ্গকেও সুরক্ষা দিতে হবে ৷ জ্ঞানবাপী মসজিদ বিতর্কে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court orders to Secure Shivling Area But Dont Stop Namaz) ৷

Gyanvapi Masjid Case
জ্ঞানবাপী মসজিদ বিতর্কে নির্দেশ সুপ্রিম কোর্টের
author img

By

Published : May 17, 2022, 6:05 PM IST

নয়াদিল্লি, 17 মে : শিবলিঙ্গকে সুরক্ষা দিতে হবে ৷ কিন্তু তাতে যেন মুসলিমদের নমাজ পাঠের অধিকারে কোনও বাধা দেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে ৷ নমাজ যেরকম চলছে, সেভাবেই চলবে ৷ জ্ঞানবাপী মসজিদ বিতর্কের শুনানিতে মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমার ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দেয় ৷ বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে (Supreme Court orders to Secure Shivling Area But Dont Stop Namaz in Gyanvapi Mosque case) ৷

কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে মোগল সম্রাট ঔরঙ্গজেব এই মসজিদ তৈরি করেছিলেন বলে দাবি করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন ৷ এরপর আদালত নির্দেশ দেয় ওই মসজিদে ভিডিয়ো সমীক্ষার ৷ সোমবারই সেই সমীক্ষার কাজ শেষ হয় ৷ হিন্দু পক্ষ সোমবার দাবি করেছে, মসজিদ চত্বরে একটি 3 ফুট উঁচু শিবলিঙ্গ পাওয়া গিয়েছে ৷ সেই রিপোর্ট আদালতেও জমা দেওয়া হয়েছে ৷ তারপরেই শুরু হয় যাবতীয় বিতর্ক ৷

  • Delhi | Today, Supreme Court said that the place where the shivling was found should be preserved by the DM and also allows people from the Muslim community to use it for performing prayers and religious observance in the mosque: Advocate Barun Kumar Sinha representing Hindu Sena pic.twitter.com/75rBUpKl6K

    — ANI (@ANI) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বারাণসীর সিভিল কোর্ট অর্ডার দেয়, যে অংশে ওই শিবলিঙ্গ পাওয়া গিয়েছে তা সিল করে দিতে হবে, কেউ যাতে সেখানে যেতে না পারে তা নিশ্চিত করতে হবে জেলাশাসককে ৷ অন্যদিকে, অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটির তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল এই সমীক্ষার কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়ার জন্য ৷ তবে মামলার শুনানি ছাড়া, তথ্য বিচার না করে এই স্থগিতাদেশ দিতে চায়নি সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন : শিবলিঙ্গ মেলার খবর, জ্ঞানবাপী মসজিদ চত্বর সিল করার নির্দেশ আদালতের

নয়াদিল্লি, 17 মে : শিবলিঙ্গকে সুরক্ষা দিতে হবে ৷ কিন্তু তাতে যেন মুসলিমদের নমাজ পাঠের অধিকারে কোনও বাধা দেওয়া না হয় তা নিশ্চিত করতে হবে ৷ নমাজ যেরকম চলছে, সেভাবেই চলবে ৷ জ্ঞানবাপী মসজিদ বিতর্কের শুনানিতে মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷ সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি পিএস নরসিমার ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দেয় ৷ বৃহস্পতিবার ফের এই মামলার শুনানি রয়েছে (Supreme Court orders to Secure Shivling Area But Dont Stop Namaz in Gyanvapi Mosque case) ৷

কাশী বিশ্বনাথ মন্দিরের একাংশ ধ্বংস করে মোগল সম্রাট ঔরঙ্গজেব এই মসজিদ তৈরি করেছিলেন বলে দাবি করেছে একটি হিন্দুত্ববাদী সংগঠন ৷ এরপর আদালত নির্দেশ দেয় ওই মসজিদে ভিডিয়ো সমীক্ষার ৷ সোমবারই সেই সমীক্ষার কাজ শেষ হয় ৷ হিন্দু পক্ষ সোমবার দাবি করেছে, মসজিদ চত্বরে একটি 3 ফুট উঁচু শিবলিঙ্গ পাওয়া গিয়েছে ৷ সেই রিপোর্ট আদালতেও জমা দেওয়া হয়েছে ৷ তারপরেই শুরু হয় যাবতীয় বিতর্ক ৷

  • Delhi | Today, Supreme Court said that the place where the shivling was found should be preserved by the DM and also allows people from the Muslim community to use it for performing prayers and religious observance in the mosque: Advocate Barun Kumar Sinha representing Hindu Sena pic.twitter.com/75rBUpKl6K

    — ANI (@ANI) May 17, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বারাণসীর সিভিল কোর্ট অর্ডার দেয়, যে অংশে ওই শিবলিঙ্গ পাওয়া গিয়েছে তা সিল করে দিতে হবে, কেউ যাতে সেখানে যেতে না পারে তা নিশ্চিত করতে হবে জেলাশাসককে ৷ অন্যদিকে, অঞ্জুমান ইনতেজামিয়া মসজিদ ম্যানেজমেন্ট কমিটির তরফে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছিল এই সমীক্ষার কাজ অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়ার জন্য ৷ তবে মামলার শুনানি ছাড়া, তথ্য বিচার না করে এই স্থগিতাদেশ দিতে চায়নি সুপ্রিম কোর্ট ৷

আরও পড়ুন : শিবলিঙ্গ মেলার খবর, জ্ঞানবাপী মসজিদ চত্বর সিল করার নির্দেশ আদালতের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.