ETV Bharat / bharat

SC Notice to EC: দলের নাম-প্রতীকে ধর্মের উল্লেখের বিরুদ্ধে পিটিশন, কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের

দলের নাম ও প্রতীকে ধর্মের উল্লেখের বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা দায়ের (PIL against political parties করা হয়েছিল, সেই মামলায় নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (SC Notice to EC)৷

Supreme Court notice to EC on PIL against political parties using religious names and symbols
দলের নাম ও প্রতীকে ধর্মের উল্লেখের বিরুদ্ধে পিটিশন, কমিশনকে নোটিশ সুপ্রিম কোর্টের
author img

By

Published : Sep 5, 2022, 12:02 PM IST

Updated : Sep 5, 2022, 1:11 PM IST

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: দলের নাম ও প্রতীকে ধর্মের উল্লেখ থাকা নিয়ে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল (PIL against political parties)৷ সেই মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (SC Notice to EC)৷

যে সব রাজনৈতিক দল তাদের নাম ও প্রতীকে ধর্মের উল্লেখ রেখেছে, তাদের নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানিয়ে পিটিশন দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ জনৈক সৈয়দ ওয়াজিম রিজভির দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হয় বিচারপতি এমআর শাহ ও বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চে ৷ ধর্মের নাম করে ভোটারদের প্রলোভন দেওয়া নিষিদ্ধ - সংবিধানের 29এ, 123(3) ও 123(3এ) ধারায় এ কথা উল্লেখ রয়েছে বলে দাবি করে সেই ধারা বলবতের আর্জি জানানো হয়েছে পিটিশনে ৷

মামলাকারীর আইনজীবী গৌরব ভাটিয়া তাঁর সওয়ালে উল্লেখ করেন যে, দুটি দল তাদের নামে 'মুসলিম' শব্দটি রেখেছে ৷ কয়েকটি দল তাদের অফিসিয়াল পতাকায় চাঁদ বা তারার ছবি রেখেছে ৷ পিটিশনে আরও বেশকয়েকটি রাজনৈতিক দলের নাম করা হয়েছে, যারা তাদের নাম ও পতাকায় ধর্মের উল্লেখ রেখেছে ৷ এ প্রসঙ্গে এসআর বোম্মাই বনাম কেন্দ্রীয় সরকারের একটি মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের রায়ের কথা তুলে ধরেন তিনি ৷ সেই রায়ে শীর্ষ আদালতের মন্তব্য তুলে ধরে তিনি বলেন, "এই আদালতেই বলা হয়েছিল যে, ধর্মনিরপেক্ষতা হল একটি মৌলিক বিষয় ৷"

আরও পড়ুন: নির্বাচনী ইস্তেহারে বিনামূল্যে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, মামলার তালিকা তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

এই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি শাহ প্রশ্ন করেন, "দলগুলি কি নির্বাচনে লড়ছে...যেমন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ নির্বাচনে লড়ে না, হিন্দু একতা দলও লড়ে না ৷" আইনজীবীর দাবি ছিল, "যদি একজন প্রার্থী ধর্মের নাম নিয়ে ভোট চান, তাহলে তিনি আরপি অ্যাক্ট ও ধর্মনিরপেক্ষতাকে লঙ্ঘন করছেন ৷"

দু পক্ষের সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্টের বেঞ্চ এই নিয়ে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশনকে ৷ 18 অক্টোবরের মধ্যে সেই নোটিশের উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

নয়াদিল্লি, 5 সেপ্টেম্বর: দলের নাম ও প্রতীকে ধর্মের উল্লেখ থাকা নিয়ে রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল (PIL against political parties)৷ সেই মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট (SC Notice to EC)৷

যে সব রাজনৈতিক দল তাদের নাম ও প্রতীকে ধর্মের উল্লেখ রেখেছে, তাদের নিষিদ্ধ ঘোষণা করার আবেদন জানিয়ে পিটিশন দাখিল হয়েছিল সুপ্রিম কোর্টে ৷ জনৈক সৈয়দ ওয়াজিম রিজভির দায়ের করা জনস্বার্থ মামলার শুনানি হয় বিচারপতি এমআর শাহ ও বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চে ৷ ধর্মের নাম করে ভোটারদের প্রলোভন দেওয়া নিষিদ্ধ - সংবিধানের 29এ, 123(3) ও 123(3এ) ধারায় এ কথা উল্লেখ রয়েছে বলে দাবি করে সেই ধারা বলবতের আর্জি জানানো হয়েছে পিটিশনে ৷

মামলাকারীর আইনজীবী গৌরব ভাটিয়া তাঁর সওয়ালে উল্লেখ করেন যে, দুটি দল তাদের নামে 'মুসলিম' শব্দটি রেখেছে ৷ কয়েকটি দল তাদের অফিসিয়াল পতাকায় চাঁদ বা তারার ছবি রেখেছে ৷ পিটিশনে আরও বেশকয়েকটি রাজনৈতিক দলের নাম করা হয়েছে, যারা তাদের নাম ও পতাকায় ধর্মের উল্লেখ রেখেছে ৷ এ প্রসঙ্গে এসআর বোম্মাই বনাম কেন্দ্রীয় সরকারের একটি মামলায় সুপ্রিম কোর্টের বেঞ্চের রায়ের কথা তুলে ধরেন তিনি ৷ সেই রায়ে শীর্ষ আদালতের মন্তব্য তুলে ধরে তিনি বলেন, "এই আদালতেই বলা হয়েছিল যে, ধর্মনিরপেক্ষতা হল একটি মৌলিক বিষয় ৷"

আরও পড়ুন: নির্বাচনী ইস্তেহারে বিনামূল্যে পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি, মামলার তালিকা তৈরির নির্দেশ সুপ্রিম কোর্টের

এই সওয়ালের প্রেক্ষিতে বিচারপতি শাহ প্রশ্ন করেন, "দলগুলি কি নির্বাচনে লড়ছে...যেমন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ নির্বাচনে লড়ে না, হিন্দু একতা দলও লড়ে না ৷" আইনজীবীর দাবি ছিল, "যদি একজন প্রার্থী ধর্মের নাম নিয়ে ভোট চান, তাহলে তিনি আরপি অ্যাক্ট ও ধর্মনিরপেক্ষতাকে লঙ্ঘন করছেন ৷"

দু পক্ষের সওয়াল জবাব শোনার পর সুপ্রিম কোর্টের বেঞ্চ এই নিয়ে নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশনকে ৷ 18 অক্টোবরের মধ্যে সেই নোটিশের উত্তর দিতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 5, 2022, 1:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.