নয়াদিল্লি, 6 সেপ্টেম্বর: হিন্দু ও অপ্রাপ্তবয়স্ক শিশুদের প্রতারণার মাধ্যমে ধর্মান্তরের অভিযোগে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল সুপ্রিম কোর্ট ৷ যে মামলার আবেদনে বলা হয়েছিল, এটি নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রকে আইন প্রণয়নের নির্দেশ দিক শীর্ষ আদালত ৷ কিন্তু, এই জনস্বার্থ মামলাটি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷
এই জনস্বার্থ মামলাটি সংবিধানের 32 নম্বর ধারার অন্তর্গত ছিল ৷ যার শুনানির জন্য প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রকে নিয়ে বেঞ্চ গঠন করা হয় ৷ বেঞ্চ মামলাটি খারিজ করার সময় মন্তব্য করে, ‘‘সংবিধানের 32 নম্বর ধারায় দাখিল হওয়া এই আবেদনটিকে আমরা উৎসাহ দিতে পারি না ৷’’ বেঙ্গালুরুর বাসিন্দা জেরম আন্তোর দাখিল করা মামলাটিকে এর পর খারিজ করে সুপ্রিম কোর্ট ৷
সংক্ষিপ্ত এই শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘‘যদি কোনও নির্দিষ্ট ঘটনার বিরুদ্ধে এই আবেদন হত, তাহলে অবশ্যই আমরা তা শুনতাম ৷ কিন্তু, এটা কেমন ধরনের জনস্বার্থ মামলা ? জনস্বার্থ মামলা যেন একটা হাতিয়ার হয়ে গিয়েছে ৷ আর সবাই সেটাকে ব্যবহার করে মামলা দায়ের করছে ৷’’ শীর্ষ আদালত উল্লেখ করেছে, কিছু রাজ্য সরকার ইতিমধ্যেই বেআইনি ধর্মান্তর সংক্রান্ত আইন পাস করিয়েছে ৷
আরও পড়ুন: 370 ধারা বাতিল ‘সাংবিধানিকভাবে বৈধ’ এই দাবিতে করা মামলা খারিজ সুপ্রিম কোর্টে
তবে, মামলাকারীর আইনজীবী আদালতের সামনে প্রশ্ন রাখেন, অনেকক্ষেত্রে প্রতারণার মাধ্যমে হিন্দু এবং নাবালকদের ধর্মান্তকরণ হচ্ছে ৷ সেগুলিকে আটকাতা আমরা কী করতে পারি তাহলে ? যার জবাবে, প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, ‘‘এটা কোনও উপদেষ্টা ব্যবস্থা নয় ৷ কীভাবে শীর্ষ আদালত কেন্দ্র বা ভারতের আইন কমিশনকে নির্দেশ দিতে পারে এর বিরুদ্ধে আইন প্রণয়ন করতে ?’’
ওই আবেদন দাবি করা হয়েছিল, আদালত কেন্দ্রকে নির্দেশ দিক ভারতে ধর্মান্তর বিরোধী আইন প্রণয়ন করা হোক ৷ এমনকি ধর্মান্তরকে যাতে সাংস্কৃতিক সন্ত্রাসবাদ বলেও অভিহিত করা হয়, তাও ওই জনস্বার্থ মামলায় উল্লেখ করা হয়েছিল ৷