নয়াদিল্লি, 2 জানুয়ারি : করোনার থাবায় (Covid surge in India) আবারও বিধিনিষেধ চাপল দেশের বিচার ব্যবস্থায় ৷ দেশজুড়ে ওমিক্রন (Omicron Variant) আক্রান্তের সংখ্যা ঊর্ধ্বমুখী হতেই ফের ভার্চুয়াল শুনানিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল শীর্ষ আদালত (Virtual Hearing in Supreme Court of India) ৷ রবিবার এই প্রসঙ্গে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ তাতে বলা হয়েছে, সোমবার (3 জানুয়ারি, 2022) থেকে আদালতে সশরীরে কোনও শুনানি হবে না ৷ বদলে শুনানি চলবে ভার্চুয়াল প্রক্রিয়ায় ৷ আপাতত আগামী দু’সপ্তাহ এই নির্দেশ বলবৎ থাকবে ৷
প্রসঙ্গত, এর আগেও অতিমারির দাপটে আদালত বন্ধ রাখতে হয়েছিল ৷ পরবর্তীতে ভার্চুয়াল শুনানির মাধ্যমে মামলা মোকদ্দমার কাজ শুরু করা হয় ৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব স্তিমিত হওয়ার পর গত বছরের 7 অক্টোবর থেকে ফের সশরীরে শুনানি শুরু হয় শীর্ষ আদালতে ৷ তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে না হতেই সামনে আসে ওমিক্রন আতঙ্ক ৷ করোনা এই ভ্য়ারিয়্যান্ট যে তার পূর্বসূরিদের থেকে অনেক দ্রুত ছড়িয়ে পড়ে, সেকথা আগেই জানিয়েছিলেন বিশেষজ্ঞরা ৷ তারপরও রোখা যায়নি সংক্রমণ ৷ এই মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে ৷ আর তার জেরেই প্রাথমিকভাবে দু’সপ্তাহের জন্য ভার্চুয়াল শুনানিতে ফিরে যাচ্ছে শীর্ষ আদালত ৷
আরও পড়ুন : School Shut Down : মেলা চললেও কেন স্কুল-কলেজে কোপ, ক্ষোভ শিক্ষকমহলে
আদালতের জারি করা এদিনের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বারের সদস্য, সংশ্লিষ্ট সমস্ত পক্ষ এবং ব্যক্তিদের অবগত করার জন্য জানানো হচ্ছে, ওমিক্রন ভ্যারিয়েন্টের (কোভিড-19) বাড়বাড়ন্তের কথা মাথায় রেখেই 2021 সালের 7 অক্টোবর জারি করা হাজিরা সংক্রান্ত নির্দেশিকা অনুযায়ী বর্তমানে আদালতে সশরীরে শুনানি স্থগিত রাখা হচ্ছে ৷ এই স্থগিতাদেশ 3 জানুয়ারি 2022 থেকে বলবৎ হবে ৷ কার্যকর থাকবে পরবর্তী দু’সপ্তাহের জন্য ৷ ততদিন শুধুমাত্র ভার্চুয়াল মাধ্যমেই শুনানির প্রক্রিয়া চলবে ৷’’