নয়াদিল্লি, 26 মে: শারীরিক অবস্থা ভালো না থাকায় সুপ্রিম কোর্ট শুক্রবার দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল ৷ আর্থিক তহবিল তছরূপ মামলায় তাঁকে গ্রেফাতর করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টেরেট ৷ প্রসঙ্গত, দুর্নীতি দমন আইনে সিবিআই একটি মামলা রুজু করেছিল ৷ সেই মামলাতেই আর্থিক তহবিল তছরূপের ঘটনায় গত বছরের 30 মে সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করে ইডি ৷
বৃহস্পতিবার কেজরিওয়াল সরকারের এই প্রাক্তন মন্ত্রীকে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে ভরতি করা হয় ৷ তিনি এখন আইসিইউ-তে চিকিৎসাধীন ৷ গ্রেফতারের বিচারবিভাগীয় হেফাজতে থাকাকালীন তাঁকে তিহাড় জেলে রাখা হয়েছিল ৷ সেখানে তিনি সম্প্রতি শৌচালয়ে পড়ে যান ৷ তার পরই তাঁর অসুস্থতা বাড়তে থাকে ৷ সেই কারণেই বৃহস্পতিবার তাঁকে হাসপাতালে ভরতি করা হয় ৷
তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে জরুরি ভিত্তিতে জামিন মামলার শুনানির জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আইনজীবী তথা রাজ্যসভার সাংসদ কংগ্রেসের অভিষেক মনুসিংভি ৷ সেই আবেদনের ভিত্তিতে গত 18 মে শীর্ষ আদালত ইডির বক্তব্য জানতে চায় ৷ সেই সময় সিংভি আদালতে জানিয়েছিলেন যে সত্যেন্দ্র জৈনের শারীরিক নানা সমস্যা রয়েছে ৷ তার জেরে তাঁর 35 কিলোগ্রাম ওজনও কমে গিয়েছে ৷
এর আগেও জামিনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন সত্যেন্দ্র জৈন ৷ গত 6 এপ্রিল দিল্লি হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ কারণ, মামলার সাক্ষীরা জানিয়েছিলেন যে সত্যেন্দ্রই ওই আর্থিক তহবিল তছরূপের মূল ষড়যন্ত্রকারী ৷ পুরো ঘটনার সঙ্গে তিনি ওতোপ্রতোভাবে জড়িত ৷ তাই তাঁকে জামিন দিলে প্রমাণ লোপাটের চেষ্টা হতে পারে, এই কারণ দেখিয়ে হাইকোর্ট তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় ওই দিন ৷
এর আগে নিম্ন আদালতেও গত বছরের 17 নভেম্বর সত্যেন্দ্র জৈনের জামিনের আবেদন খারিজ হয়েছিল ৷ ইডির দেওয়া তথ্যের ভিত্তিতেই সেই আবেদন খারিজ হয়ে যায় ৷ তবে এবার শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সুপ্রিম কোর্ট তাঁকে অন্তর্বর্তী জামিন দিল ৷
আরও পড়ুন: তিহাড়ের শৌচালয়ে পড়ে হাসপাতালে ভরতি সত্যেন্দ্র জৈন, রাখা হয়েছে অক্সিজেন সাপোর্টে