নয়াদিল্লি, 6 অক্টোবর: সুপ্রিম কোর্টে জোরালো ধাক্কা খেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি আর অস্থায়ী উপাচার্য নিয়োগ করতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত ৷ শুধু তাই নয়, সম্প্রতি রাজ্যপাল বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে অন্তর্বর্তী উপাচার্যদের নিয়োগ করেছেন, তাঁরা কোনও সুযোগ সুবিঝে তো পাবেনই না, এমনকি বিশ্ববিদ্যালয়ের বিষয়ে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
রাজ্যপালের অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে শুক্রবার অসন্তোষ প্রকাশ করেছে শীর্ষ আদালতের বিচারপতি সূর্য কান্ত এবং দীপঙ্কর দত্তের সমন্বয়ে গঠিত বেঞ্চ ৷ এ দিন রাজ্য সরকারের দায়ের করা একটি আবেদনের উপর নোটিশ জারি করে এ বিষয়ে আচার্যের প্রতিক্রিয়া চেয়েছে আদালত ৷ পাশাপাশি অন্তর্বর্তী উপাচার্যরা মূলত যে কর্তৃপক্ষের দ্বারা অনুমোদিত, সেই বেতন-গ্রেড অনুযায়ীই তাঁদের বেতন ও ভাতা হবে বলে জানিয়েছে আদালত ৷ তাঁরা উপাচার্যের বেতন ও ভাতা পাবেন না ৷ আচার্য অর্থাৎ রাজ্যপাল যাতে আর এ ধরনের অনুমোদন/নিয়োগ করা থেকে বিরত থাকেন, সেই নির্দেশও দিয়েছে সুপ্রিম কোর্ট ৷
প্রথম দিন থেকে আদালতের পরামর্শ সত্ত্বেও কেন আচার্য একজন সাংবিধানিক কর্তৃপক্ষ হিসেবে রাজ্য বা মুখ্যমন্ত্রীর সঙ্গে বা অন্য কোনও সাংবিধানিক কর্তৃপক্ষের সঙ্গে বসেননি এবং সমস্যার সমাধান করেননি, এই প্রশ্নও করেছে আদালত ৷ পশ্চিমবঙ্গ সরকার বেঞ্চকে জানিয়েছে যে, নিয়মিত উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটিতে প্রস্তাবিত নাম দেওয়ার জন্য রাজ্যপাল বা ইউজিসি কেউই রাজ্য সরকারকে কিছু বলেনি ৷
আরও পড়ুন:: রাজ্যপাল পালিয়েছে, বিজেপি নামক জমিদারদের উৎখাত করবই: তৃণমূল
এ দিন শুনানির সময় পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধিত্বকারী আইনজীবী আস্থা শর্মার সঙ্গে শীর্ষ আইনজীবী এএম সিংভি জানান যে, এই আদালত নোটিশ জারি করার পরে এবং বিষয়টি বিচারাধীন থাকা অবস্থাতেও দুর্ভাগ্যক্রমে বিশ্ববিদ্যালয়গুলিতে বেশ কয়েকটি নিয়োগ করা হয়েছে ৷ এটি একেবারেই ঠিক নয় বলে জানিয়েছেন দুই আইনজীবী ৷
শীর্ষ আদালত সমস্ত দলকে সার্চ কমিটি গঠনের জন্য মনোনীতদের নাম পুনরায় জমা দিতে বলেছে । মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ রাজ্য উচ্চশিক্ষা পরিষদের মনোনীতদের যুক্ত করার জন্য রাজ্য সরকারের অনুরোধে, বেঞ্চ বলেছে মনোনীতদের নাম জমা দিন এবং বিভাগ উল্লেখ করুন এবং "আমরা আইনের ভিত্তিতে কীভাবে এই কমিটি গঠন করতে পারি তা দেখব"। বেঞ্চ এক সপ্তাহের মধ্যে আবেদনগুলি শেষ করার নির্দেশ দিয়েছে এবং 31 অক্টোবর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৷