ETV Bharat / bharat

দেশের সব থানা, জেরা রুমে CCTV বাধ্যতামূলক, নির্দেশ সুপ্রিম কোর্টের - সুপ্রিম কোর্ট

এই রায়ের পর রাজ্যগুলি কী পদক্ষেপ করছে তা জানাতে বলেছে সুপ্রিম কোর্ট।

Supreme Court
Supreme Court
author img

By

Published : Dec 3, 2020, 10:38 AM IST

দিল্লি, 3 ডিসেম্বর : দেশের সমস্ত থানা, CBI, জাতীয় তদন্তকারী সংস্থা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-সহ তদন্তকারী সংস্থাগুলিকে অবশ্যই নাইট ভিশন এবং অডিও রেকর্ডিং-সহ CCTV ক্যামেরা বসাতে হবে । নির্দেশ সুপ্রিম কোর্টের । গতকাল এই যুগান্তকারী রায়ে শীর্ষ আদালত বলেছে, হেপাজতে বাড়াবাড়ি বন্ধ করার উদ্দেশেই এই আদেশ ।

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যগুলিকে সমস্ত থানায় বাধ্যতামূলকভাবে অডিও-সহ ক্যামেরা ইনস্টল করতে বলা হয়েছে । গতকাল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি আর এফ নরিম্যান নেতৃত্বাধীন বেঞ্চ । জিজ্ঞাসাবাদের কক্ষ, লকআপ, প্রবেশ এবং প্রস্থানপথেও সিকিউরিটি ক্যামেরা থাকা আবশ্যক, বলেছে শীর্ষ আদালত ।

বিচারপতিরা জানান, "এই এজেন্সিগুলির বেশিরভাগই তাদের অফিসে জিজ্ঞাসাবাদ চালায়। সুতরাং যে সকল অফিস ও থানায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে CCTV লাগানো বাধ্যতামূলক । এই ক্যামেরাগুলি অবশ্যই থানার প্রবেশ ও প্রস্থান স্থল, লক-আপ, করিডর, লবি, রিসেপশন, সাব-ইন্সপেক্টর ও ইন্সপেক্টরের কক্ষ এবং বাইরের ওয়াশরুমে ইনস্টল করতে হবে ।"

এই রায়ের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা ছয় সপ্তাহের মধ্যে রাজ্যগুলিকে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট । এই মামলার পরবর্তী শুনানি 27 জানুয়ারি ।

দিল্লি, 3 ডিসেম্বর : দেশের সমস্ত থানা, CBI, জাতীয় তদন্তকারী সংস্থা এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-সহ তদন্তকারী সংস্থাগুলিকে অবশ্যই নাইট ভিশন এবং অডিও রেকর্ডিং-সহ CCTV ক্যামেরা বসাতে হবে । নির্দেশ সুপ্রিম কোর্টের । গতকাল এই যুগান্তকারী রায়ে শীর্ষ আদালত বলেছে, হেপাজতে বাড়াবাড়ি বন্ধ করার উদ্দেশেই এই আদেশ ।

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যগুলিকে সমস্ত থানায় বাধ্যতামূলকভাবে অডিও-সহ ক্যামেরা ইনস্টল করতে বলা হয়েছে । গতকাল রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই নির্দেশ দিয়েছে বিচারপতি আর এফ নরিম্যান নেতৃত্বাধীন বেঞ্চ । জিজ্ঞাসাবাদের কক্ষ, লকআপ, প্রবেশ এবং প্রস্থানপথেও সিকিউরিটি ক্যামেরা থাকা আবশ্যক, বলেছে শীর্ষ আদালত ।

বিচারপতিরা জানান, "এই এজেন্সিগুলির বেশিরভাগই তাদের অফিসে জিজ্ঞাসাবাদ চালায়। সুতরাং যে সকল অফিস ও থানায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে CCTV লাগানো বাধ্যতামূলক । এই ক্যামেরাগুলি অবশ্যই থানার প্রবেশ ও প্রস্থান স্থল, লক-আপ, করিডর, লবি, রিসেপশন, সাব-ইন্সপেক্টর ও ইন্সপেক্টরের কক্ষ এবং বাইরের ওয়াশরুমে ইনস্টল করতে হবে ।"

এই রায়ের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা ছয় সপ্তাহের মধ্যে রাজ্যগুলিকে জানাতে বলেছে সুপ্রিম কোর্ট । এই মামলার পরবর্তী শুনানি 27 জানুয়ারি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.