ETV Bharat / bharat

Supreme Court: কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি আরটিআই’র অধীনে? দিল্লি হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের - RTI

কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে কি তথ্য জানার অধিকারের আইন প্রযোজ্য কি না, তা নিয়ে দিল্লি হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ 2018 সালে দিল্লি হাইকোর্টের দেওয়া একটি রায়ের বিরুদ্ধে হওয়া মামলায় এই নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত ৷

Supreme Court-directs-Delhi-High Court-to-decide-if-intelligence-security-organisations-exempt-under-rti
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কি আরটিআই’র অধীনে? দিল্লি হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে নির্দেশ সুপ্রিম কোর্টের
author img

By

Published : Oct 17, 2021, 9:44 PM IST

নয়াদিল্লি, 17 অক্টোবর : ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে কি তথ্য জানার অধিকারের আইন প্রযোজ্য ? এ নিয়ে দিল্লি হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আজ বিচারপতি এম আর শাহ এবং এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে ৷ প্রসঙ্গত, 2018 সালে দিল্লি হাইকোর্ট তথ্য জানার অধিকার আইন একটি রায় দিয়েছিল ৷ যেখানে সরকারি নিরাপত্ত সংস্থাকে 15 দিনের মধ্যে তাঁর কর্মীকে তথ্য প্রদানের নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গিয়েছিল কেন্দ্র ৷ যেখানে বলা হয়েছিল, তথ্য জানার অধিকার ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷

আজ সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্টের আগের রায়কে স্থগিত রেখেছে ৷ তবে, সেই সঙ্গে দিল্লি হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে তথ্য জানার অধিকারের আইন প্রযোজ্য কি না ? তা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে ৷ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তার রায়ে জানিয়েছে, ‘‘এটি একটি বিভাগের তরফে করা নির্দিষ্ট একটি মামলা ৷ যেখানে বলা হয়েছে, তথ্য জানার অধিকারের আইন ওই বিভাগ অথবা সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷ সেই বিষয়টিকে সরিয়ে রেখে এবং সে নিয়ে কোনও সিদ্ধান্ত না নিয়ে এবং আরটিআই আইনের প্রযোজ্যতা নির্ধারণ না করে, আরটিআই আইনের অধীনে চাওয়া নথিপত্র দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ যা ঘোড়ার আগে ঠেলা গাড়িকে রেখে দেওয়ার সমান ৷’’

আরও পড়ুন : Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল

এর পরই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে, ‘‘আমরা হাইকোর্টকে নির্দেশ দিচ্ছি, প্রথমে সম্মানের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হোক যে, তথ্য জানার অধিকারের আইন ওই সংস্থা অথবা বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য হয় কি না ৷ তার পর স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নিক ৷ এই সম্পূর্ণ প্রক্রিয়াটি 8 সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে ৷’’ প্রসঙ্গত, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার এক বরিষ্ঠ কর্মীর আবেদনে, তথ্য জানার অধিকার আইন প্রয়োগ করে ওই সংস্থাকে 15 দিনের মধ্যে ওই কর্মীকে প্রয়োজনীয় নথি দেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র ৷

আরও পড়ুন : Bangladesh Violence : বাংলাদেশে পুজোমণ্ডপে হামলার নিন্দায় সরব বিপ্লব দেব

নয়াদিল্লি, 17 অক্টোবর : ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে কি তথ্য জানার অধিকারের আইন প্রযোজ্য ? এ নিয়ে দিল্লি হাইকোর্টকে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ আজ বিচারপতি এম আর শাহ এবং এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে ৷ প্রসঙ্গত, 2018 সালে দিল্লি হাইকোর্ট তথ্য জানার অধিকার আইন একটি রায় দিয়েছিল ৷ যেখানে সরকারি নিরাপত্ত সংস্থাকে 15 দিনের মধ্যে তাঁর কর্মীকে তথ্য প্রদানের নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট গিয়েছিল কেন্দ্র ৷ যেখানে বলা হয়েছিল, তথ্য জানার অধিকার ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷

আজ সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট, দিল্লি হাইকোর্টের আগের রায়কে স্থগিত রেখেছে ৷ তবে, সেই সঙ্গে দিল্লি হাইকোর্টকে নির্দেশ দিয়েছে, ইন্টেলিজেন্স এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার ক্ষেত্রে তথ্য জানার অধিকারের আইন প্রযোজ্য কি না ? তা বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে ৷ সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ তার রায়ে জানিয়েছে, ‘‘এটি একটি বিভাগের তরফে করা নির্দিষ্ট একটি মামলা ৷ যেখানে বলা হয়েছে, তথ্য জানার অধিকারের আইন ওই বিভাগ অথবা সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য নয় ৷ সেই বিষয়টিকে সরিয়ে রেখে এবং সে নিয়ে কোনও সিদ্ধান্ত না নিয়ে এবং আরটিআই আইনের প্রযোজ্যতা নির্ধারণ না করে, আরটিআই আইনের অধীনে চাওয়া নথিপত্র দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ যা ঘোড়ার আগে ঠেলা গাড়িকে রেখে দেওয়ার সমান ৷’’

আরও পড়ুন : Babul Supriyo : মঙ্গলবার থেকে আর আসানসোলের বিজেপি সাংসদ নন, ইস্তফা দিচ্ছেন বাবুল

এর পরই সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয় যে, ‘‘আমরা হাইকোর্টকে নির্দেশ দিচ্ছি, প্রথমে সম্মানের সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হোক যে, তথ্য জানার অধিকারের আইন ওই সংস্থা অথবা বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য হয় কি না ৷ তার পর স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নিক ৷ এই সম্পূর্ণ প্রক্রিয়াটি 8 সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে ৷’’ প্রসঙ্গত, কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থার এক বরিষ্ঠ কর্মীর আবেদনে, তথ্য জানার অধিকার আইন প্রয়োগ করে ওই সংস্থাকে 15 দিনের মধ্যে ওই কর্মীকে প্রয়োজনীয় নথি দেওয়ার নির্দেশ দিয়েছিল দিল্লি হাইকোর্ট ৷ সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল কেন্দ্র ৷

আরও পড়ুন : Bangladesh Violence : বাংলাদেশে পুজোমণ্ডপে হামলার নিন্দায় সরব বিপ্লব দেব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.