ETV Bharat / bharat

2002 Riots in Gujarat গুজরাত দাঙ্গার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার 11 আবেদন বন্ধ করল সুপ্রিম কোর্ট - সিবিআই

2002 সালের গুজরাত দাঙ্গার (2002 Riots in Gujarat) তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার আবেদন জানিয়ে যে 11টি পিটিশন দায়ের করা হয়েছিল সেই মামলাগুলির প্রক্রিয়া বন্ধ করে দিল সুপ্রিম কোর্ট ৷

Supreme Court closes all Gujarat riots proceedings, pleas against UP over Babri demolition
গুজরাত দাঙ্গার তদন্ত সিবিআইয়ের হাতে দেওয়ার 11 আবেদন বন্ধ করল সুপ্রিম কোর্ট
author img

By

Published : Aug 30, 2022, 1:33 PM IST

Updated : Aug 30, 2022, 1:54 PM IST

নয়াদিল্লি, 30 অগস্ট: 2002 সালের গুজরাত দাঙ্গা (2002 Riots in Gujarat) সংক্রান্ত যাবতীয় মামলার প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ গুজরাত দাঙ্গা মামলার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে করা 11টি পিটিশন 2002/2003 সাল থেকে বকেয়া রয়েছে ৷ সেই পিটিশনগুলি নিয়ে মামলার প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Babri demolition)৷

বেশ কয়েকটি আবেদন সুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে ৷ শীর্ষ আদালত বলেছে যে, মামলাগুলি এখন সময়ের সঙ্গে সঙ্গে অকার্যকর হয়ে পড়েছে ৷ 9টি মামলার মধ্যে 8টির বিচার শেষ হয়েছে এবং একটি মামলার চূড়ান্ত সওয়াল-জবাব গুজরাতের নারোদা গাঁও আদালতে চলছে ৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বলেছে, প্রধান পিটিশনে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয়েছিল ৷ সেই আর্জি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট ৷ সেখানে জাতীয় মানবাধিকার কমিশনের একটি পিটিশনও ছিল ৷ প্রধান বিচারপতি, বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি জেবি পরদিওয়ালার বেঞ্চ আরও বলেছে যে, এই বিষয়গুলির কথা মাথায় রেখে আদালত একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল ৷ ঘটনার তদন্ত ও 9টি গুরুত্বপূর্ণ ট্রায়ালের বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল সেই সিটকে ৷ সিটের পক্ষের আইনজীবী মুকুল রোহতগি আদালতে বলেন, এই 9টি মামলার মধ্যে 8টি মামলার ট্রায়াল শেষ হয়ে গিয়েছে ৷ একমাত্র নারোদা গাঁও মামলার ট্রায়াল বাকি রয়েছে ৷ তবে সেটিরও সওয়াল-জবাব শেষ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি ৷

আরও পড়ুন: বিলকিস বানোর 11 ধর্ষকের মুক্তি, গুজরাত ও কেন্দ্র সরকারের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত জানিয়েছে, পিটিশনাররাও এটা মেনে নিয়েছেন যে এই আবেদনের মামলাগুলি অকার্যকর হয়ে গিয়েছে ৷ বেঞ্চ জানিয়েছে, "সব মামলা যেহেতু এখন অকার্যকর সেই কারণে আদালত মনে করছে যে এই পিটিশনগুলি আর চালানোর কোনও প্রয়োজন নেই ৷ এগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে ৷"

নয়াদিল্লি, 30 অগস্ট: 2002 সালের গুজরাত দাঙ্গা (2002 Riots in Gujarat) সংক্রান্ত যাবতীয় মামলার প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ গুজরাত দাঙ্গা মামলার তদন্ত সিবিআই-এর হাতে তুলে দেওয়ার আবেদন জানিয়ে করা 11টি পিটিশন 2002/2003 সাল থেকে বকেয়া রয়েছে ৷ সেই পিটিশনগুলি নিয়ে মামলার প্রক্রিয়া বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত (Babri demolition)৷

বেশ কয়েকটি আবেদন সুপ্রিম কোর্টে বকেয়া রয়েছে ৷ শীর্ষ আদালত বলেছে যে, মামলাগুলি এখন সময়ের সঙ্গে সঙ্গে অকার্যকর হয়ে পড়েছে ৷ 9টি মামলার মধ্যে 8টির বিচার শেষ হয়েছে এবং একটি মামলার চূড়ান্ত সওয়াল-জবাব গুজরাতের নারোদা গাঁও আদালতে চলছে ৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইউইউ ললিতের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বলেছে, প্রধান পিটিশনে এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার আর্জি জানানো হয়েছিল ৷ সেই আর্জি খারিজ করে দিয়েছিল হাইকোর্ট ৷ সেখানে জাতীয় মানবাধিকার কমিশনের একটি পিটিশনও ছিল ৷ প্রধান বিচারপতি, বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি জেবি পরদিওয়ালার বেঞ্চ আরও বলেছে যে, এই বিষয়গুলির কথা মাথায় রেখে আদালত একটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছিল ৷ ঘটনার তদন্ত ও 9টি গুরুত্বপূর্ণ ট্রায়ালের বিষয়ে তথ্য সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছিল সেই সিটকে ৷ সিটের পক্ষের আইনজীবী মুকুল রোহতগি আদালতে বলেন, এই 9টি মামলার মধ্যে 8টি মামলার ট্রায়াল শেষ হয়ে গিয়েছে ৷ একমাত্র নারোদা গাঁও মামলার ট্রায়াল বাকি রয়েছে ৷ তবে সেটিরও সওয়াল-জবাব শেষ পর্যায়ে রয়েছে বলে উল্লেখ করেন তিনি ৷

আরও পড়ুন: বিলকিস বানোর 11 ধর্ষকের মুক্তি, গুজরাত ও কেন্দ্র সরকারের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

শীর্ষ আদালত জানিয়েছে, পিটিশনাররাও এটা মেনে নিয়েছেন যে এই আবেদনের মামলাগুলি অকার্যকর হয়ে গিয়েছে ৷ বেঞ্চ জানিয়েছে, "সব মামলা যেহেতু এখন অকার্যকর সেই কারণে আদালত মনে করছে যে এই পিটিশনগুলি আর চালানোর কোনও প্রয়োজন নেই ৷ এগুলিকে বন্ধ করে দেওয়া হচ্ছে ৷"

Last Updated : Aug 30, 2022, 1:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.