ETV Bharat / bharat

অ্যালোপ্যাথিক নিয়ে রামদেবের মন্তব্যের আসল ভিডিয়ো চাইল সুপ্রিম কোর্ট

রামদেবের অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে মন্তব্যের পুরো ভিডিয়ো জমা দিতে বলল সুপ্রিম কোর্ট ৷ এক যোগ ব্যায়ামের অনুষ্ঠানে তিনি চিকিৎসক এবং অ্যালোপ্যাথিক চিকিৎসার সমালোচনা করেছিলেন ৷ যা নিয়ে তাঁর বিরুদ্ধে পটনা এবং রায়পুরে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে অভিযোগ দায়ের হয় ৷ সেই মামলা দিল্লিতে স্থানান্তরিত করতে আবেদন করেছিলেন যোগগুরু ৷ আজ তারই শুনানি ছিল ৷

supreme court-asks-baba ramdev-to-place-original-record-of-his-statement-on-allopathy
অ্যালোপ্যাথিক নিয়ে রামদেবের মন্তব্যের আসল ভিডিয়ো চাইল সুপ্রিম কোর্ট
author img

By

Published : Jun 30, 2021, 4:16 PM IST

নয়াদিল্লি, 30 জুন : অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে বাবা রামদেবের বক্তব্যের আসল রেকর্ড জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ করোনা অতিমারির মধ্যে অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যোগগুরু বাবা রামদেব ৷ যে বক্তব্যের জেরে চিকিৎসক থেকে আমজনতা সকলেই রামদেবের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷ সেই নিয়ে রামদেবের বিরুদ্ধে বিহার ও ছত্তিশগড়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে একাধিক অভিযোগ দায়ের হয় ৷ সেই মামলাগুলির উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ পাশাপাশি মামলাগুলি দিল্লিতে স্থানান্তরের আবেদনও জানিয়েছিলেন যোগগুরু ৷ সেই শুনানিতেই আজ রামদেবের অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে মন্তব্যের সম্পূর্ণ ভিডিয়ো চেয়েছে সুপ্রিম কোর্ট ৷

প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার শুনানিতে রামদেবের আইনজীবী মুকুল রোহতগিকে উদ্দেশ্য করে বলে, ‘‘আসল বিষয়টা কী, যেটা উনি বলেছিলেন ? আপনি আদালতে পুরোটা পেশ করেননি ৷ এর পরেই তিন বিচারপতির উদ্দেশ্যে রামদেবের আইনজীবী জানান, তিনি দ্রুত আসল ভিডিয়ো ট্রান্সস্ক্রিপ্ট-সহ আদালতে পেশ করবেন ৷ এর পরেই মামলার পরবর্তী শুনানি 5 জুলাই পর্যন্ত পিছিয়ে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : রামদেবের নামে সমন ইস্যু করল দিল্লি হাইকোর্ট

প্রসঙ্গত, করোনা চিকিৎসায় অ্যালোপ্যাথিক ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ ৷ যা নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পটনা ও রায়পুর বিভাগের তরফে রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ আজ আদালতে রামদেবের হয়ে সাফাইয়ে মুকুল রোহতগি বিচারপতিদের উদ্দেশ্য বলেন, রামদেব একজন নামী ব্যক্তিত্ব এবং একই সঙ্গে যোগ এবং আয়ুর্বেদ শাস্ত্রের বিশেষজ্ঞ ৷ ওই অনুষ্ঠান চলাকালীন তাঁর ফোনে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছিল ৷ সেটিই তিনি সেখানে পড়ছিলেন ৷ রামদেব এনিয়ে জানিয়েছেন, তিনি কখনই চিকিৎসক বা অ্যালোপ্যাথিক ওষুধের বিরুদ্ধে নন ৷

আরও পড়ুন : ভোল বদলে অ্যালোপ্যাথি চিকিৎসকদের 'পৃথিবীতে ঈশ্বরের দূত' বললেন রামদেব

নয়াদিল্লি, 30 জুন : অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে বাবা রামদেবের বক্তব্যের আসল রেকর্ড জমা দিতে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ৷ করোনা অতিমারির মধ্যে অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন যোগগুরু বাবা রামদেব ৷ যে বক্তব্যের জেরে চিকিৎসক থেকে আমজনতা সকলেই রামদেবের উপর ক্ষোভ প্রকাশ করেছিলেন ৷ সেই নিয়ে রামদেবের বিরুদ্ধে বিহার ও ছত্তিশগড়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে একাধিক অভিযোগ দায়ের হয় ৷ সেই মামলাগুলির উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন ৷ পাশাপাশি মামলাগুলি দিল্লিতে স্থানান্তরের আবেদনও জানিয়েছিলেন যোগগুরু ৷ সেই শুনানিতেই আজ রামদেবের অ্যালোপ্যাথিক ওষুধ নিয়ে মন্তব্যের সম্পূর্ণ ভিডিয়ো চেয়েছে সুপ্রিম কোর্ট ৷

প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলার শুনানিতে রামদেবের আইনজীবী মুকুল রোহতগিকে উদ্দেশ্য করে বলে, ‘‘আসল বিষয়টা কী, যেটা উনি বলেছিলেন ? আপনি আদালতে পুরোটা পেশ করেননি ৷ এর পরেই তিন বিচারপতির উদ্দেশ্যে রামদেবের আইনজীবী জানান, তিনি দ্রুত আসল ভিডিয়ো ট্রান্সস্ক্রিপ্ট-সহ আদালতে পেশ করবেন ৷ এর পরেই মামলার পরবর্তী শুনানি 5 জুলাই পর্যন্ত পিছিয়ে দেয় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ ৷

আরও পড়ুন : রামদেবের নামে সমন ইস্যু করল দিল্লি হাইকোর্ট

প্রসঙ্গত, করোনা চিকিৎসায় অ্যালোপ্যাথিক ওষুধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বলে অভিযোগ ৷ যা নিয়ে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পটনা ও রায়পুর বিভাগের তরফে রামদেবের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় ৷ আজ আদালতে রামদেবের হয়ে সাফাইয়ে মুকুল রোহতগি বিচারপতিদের উদ্দেশ্য বলেন, রামদেব একজন নামী ব্যক্তিত্ব এবং একই সঙ্গে যোগ এবং আয়ুর্বেদ শাস্ত্রের বিশেষজ্ঞ ৷ ওই অনুষ্ঠান চলাকালীন তাঁর ফোনে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ এসেছিল ৷ সেটিই তিনি সেখানে পড়ছিলেন ৷ রামদেব এনিয়ে জানিয়েছেন, তিনি কখনই চিকিৎসক বা অ্যালোপ্যাথিক ওষুধের বিরুদ্ধে নন ৷

আরও পড়ুন : ভোল বদলে অ্যালোপ্যাথি চিকিৎসকদের 'পৃথিবীতে ঈশ্বরের দূত' বললেন রামদেব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.