ETV Bharat / bharat

Lakhimpur Kheri Case : লখিমপুর খেরি তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগ সুপ্রিম কোর্টের - বিচারপতি রাকেশ কুমার জৈন

15 নভেম্বর উত্তরপ্রদেশ ছাড়া অন্য কোনও রাজ্যের হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির দ্বারা তদন্তের কাজকর্ম দেখার কথা জানিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত ৷

লখিমপুর খেরি (Lakhimpur Kheri)
লখিমপুর খেরি (Lakhimpur Kheri)
author img

By

Published : Nov 17, 2021, 4:12 PM IST

নয়াদিল্লি, 17 নভেম্বর : শেষমেশ লখিমপুর খেরির হিংসাত্মক ঘটনার তদন্তের নজরদারিতে বিচারপতি নিয়োগ করল সুপ্রিম কোর্ট ৷ আজ ভারতের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ জানায়, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের (Punjab and Haryana High Court) প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈন (Rakesh Kumar Jain) এই ঘটনার তদন্তের তদারকি করবেন ৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice N V Ramana), বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) ও বিচারপতি হিমা কোহলির (Justice Hima Kohli) বেঞ্চ নির্দেশ দেয়, "এই মামলার তদন্ত সম্পূর্ণরূপে পক্ষপাতহীন করতে আমরা রাকেশ কুমার জৈনকে (পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি) নিয়োগ করছি ৷" এছাড়া উত্তরপ্রদেশ সরকারকে আদালত 3 জন আইপিএসকে সিটের (SIT) অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে ৷ এঁদের মধ্যে একজন মহিলা আইপিএস পদ্মজা চৌহান (Padmaja Chauhan) ৷ তিনি বর্তমানে উত্তরপ্রদেশের আইজি (Inspector General, IG) ৷ বিচারপতি জৈনের অধীনে এঁরা 3 অক্টোবর লখিমপুরে খেরিতে হওয়া হিংসাত্মক ঘটনার তদন্ত করবেন ৷ এই মামলার চার্জশিট দাখিল করার পর এর বিস্তারিত রায় আপলোড করা হবে, জানিয়েছে সর্বোচ্চ আদালত ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি

15 নভেম্বর, সুপ্রিম কোর্ট যোগী-সরকারকে জানিয়েছিল যে, লখিমপুর খেরির প্রতিদিনের তদন্ত কাজ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করা হবে ৷ এদিন আদালত উত্তরপ্রদেশ সরকারকে এই মামলায় যুক্ত তদন্তকারী দলে উচ্চপদস্থ আধিকারিক নিয়োগের পরামর্শও দেয় ৷ উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী হরিশ সালভে (Harish Salve) সিট-এর তদন্ত পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালতকেই অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগর কথা জানিয়েছিল ৷

3 অক্টোবর লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী অজয় মিশ্র টেনির (Ashish Misra) ছেলে আশিস মিশ্রের (BJP MP Ajay Kumar Misra) বিরুদ্ধে ৷ এই ঘটনায় 4 জন কৃষক মারা যান ৷ গাড়ি চালানোর ঘটনা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছিল ওই এলাকা ৷ তাতে একজন সাংবাদিক-সহ আরও 3 জন মারা যান ৷ সেদিন মোট 8 জন প্রাণ হারিয়েছিলেন ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে বিচারপতি নিয়োগে যোগী সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, 17 নভেম্বর : শেষমেশ লখিমপুর খেরির হিংসাত্মক ঘটনার তদন্তের নজরদারিতে বিচারপতি নিয়োগ করল সুপ্রিম কোর্ট ৷ আজ ভারতের প্রধান বিচারপতি এনভি রামানার নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ জানায়, পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের (Punjab and Haryana High Court) প্রাক্তন বিচারপতি রাকেশ কুমার জৈন (Rakesh Kumar Jain) এই ঘটনার তদন্তের তদারকি করবেন ৷

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা (Chief Justice N V Ramana), বিচারপতি সূর্য কান্ত (Justice Surya Kant) ও বিচারপতি হিমা কোহলির (Justice Hima Kohli) বেঞ্চ নির্দেশ দেয়, "এই মামলার তদন্ত সম্পূর্ণরূপে পক্ষপাতহীন করতে আমরা রাকেশ কুমার জৈনকে (পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি) নিয়োগ করছি ৷" এছাড়া উত্তরপ্রদেশ সরকারকে আদালত 3 জন আইপিএসকে সিটের (SIT) অন্তর্ভুক্ত করার কথা জানিয়েছে ৷ এঁদের মধ্যে একজন মহিলা আইপিএস পদ্মজা চৌহান (Padmaja Chauhan) ৷ তিনি বর্তমানে উত্তরপ্রদেশের আইজি (Inspector General, IG) ৷ বিচারপতি জৈনের অধীনে এঁরা 3 অক্টোবর লখিমপুরে খেরিতে হওয়া হিংসাত্মক ঘটনার তদন্ত করবেন ৷ এই মামলার চার্জশিট দাখিল করার পর এর বিস্তারিত রায় আপলোড করা হবে, জানিয়েছে সর্বোচ্চ আদালত ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি

15 নভেম্বর, সুপ্রিম কোর্ট যোগী-সরকারকে জানিয়েছিল যে, লখিমপুর খেরির প্রতিদিনের তদন্ত কাজ খতিয়ে দেখতে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে নিয়োগ করা হবে ৷ এদিন আদালত উত্তরপ্রদেশ সরকারকে এই মামলায় যুক্ত তদন্তকারী দলে উচ্চপদস্থ আধিকারিক নিয়োগের পরামর্শও দেয় ৷ উত্তরপ্রদেশ সরকারের আইনজীবী হরিশ সালভে (Harish Salve) সিট-এর তদন্ত পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালতকেই অবসরপ্রাপ্ত বিচারপতি নিয়োগর কথা জানিয়েছিল ৷

3 অক্টোবর লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) বিক্ষোভরত কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্র মন্ত্রী অজয় মিশ্র টেনির (Ashish Misra) ছেলে আশিস মিশ্রের (BJP MP Ajay Kumar Misra) বিরুদ্ধে ৷ এই ঘটনায় 4 জন কৃষক মারা যান ৷ গাড়ি চালানোর ঘটনা ঘিরে ফের উত্তপ্ত হয়ে উঠেছিল ওই এলাকা ৷ তাতে একজন সাংবাদিক-সহ আরও 3 জন মারা যান ৷ সেদিন মোট 8 জন প্রাণ হারিয়েছিলেন ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে বিচারপতি নিয়োগে যোগী সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.