ETV Bharat / bharat

Shiv Sena: আসল শিবসেনা কারা, নির্বাচন কমিশনকেই সিদ্ধান্তের ভার সুপ্রিম কোর্টের - Maharashtra Political Crisis

মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) সরিয়ে একনাথ শিন্ডে (Eknath Shinde) মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই শুরু হয়েছে শিবসেনার কর্তৃত্ব নিয়ে লড়াই ৷ এই নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিলেন উদ্ধব ৷ মঙ্গলবার তাঁর আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত ৷

supreme-court-allows-eci-to-decide-which-faction-between-uddhav-thackeray-and-eknath-shinde
Shiv Sena: আসল শিবসেনা কারা, নির্বাচন কমিশনকেই সিদ্ধান্তের ভার সুপ্রিম কোর্টের
author img

By

Published : Sep 27, 2022, 6:15 PM IST

Updated : Sep 27, 2022, 7:55 PM IST

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর : আসল শিবসেনা (Shiv Sena) কারা ! কাদের কাছে থাকবে শিবসেনার তির-ধনুক প্রতীক ! এই প্রশ্নগুলির উত্তর ঠিক করে দেবে জাতীয় নির্বাচন কমিশন (ECI) ৷ মঙ্গলবার এই কথাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ শীর্ষ আদালতের এই নির্দেশের জেরে অস্বস্তিতে পড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷ কারণ, তাঁর আবেদন খারিজ করে দিতে গিয়েই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

গত জুন মাসে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) তৈরি হয় ৷ শিবসেনা বিধায়ক তথা মন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বে বিদ্রোহ শুরু করেন দলেরই একাংশ ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে ৷ তার পর বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে ৷

তার পর সংকট তৈরি হয় শিবসেনার অন্দরে ৷ দ্বন্দ্ব চলতে থাকে কারা আসল শিবসেনা, তা নিয়ে৷ শিন্ডে শিবির নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় ৷ শিবসেনার প্রতীকের অধিকার দাবি করে তারা ৷ পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উদ্ধব ঠাকরে শিবির ৷ নির্বাচনের কমিশনের তরফে যাতে এই বিষয়ে পদক্ষেপ না করা হয়, সেই নিয়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন উদ্ধব ঠাকরে ৷

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ ফলে আসল শিবসেনা কে, তা নির্ধারণে বাধা রইল না নির্বাচন কমিশনের ৷

উদ্ধব শিবিরের হয়ে মামলা লড়েন বর্ষীয়ান দুই আইনজীবী কপিল সিবল ও অভিষেক মনু সিংভি ৷ তাঁরা দাবি করেন, শিন্ডে দল ছেড়ে দিয়েছিলেন ৷ তার পর শিবসেনার সুনাম ব্যবহার করার জন্য শিন্ডে দলের সঙ্গে মিশে যেতে পারেন না ৷ অন্যদিকে শিন্ডে শিবিরের আইনজীবী দাবি করেন যে শিবসেনার দেড় লক্ষ সদস্য শিন্ডেদেরই সমর্থন জানিয়েছেন ৷ তাঁরা এই নিয়ে নির্বাচন কমিশনকেও লিখিত মতামত দিয়েছেন ৷

মহারাষ্ট্রের রাজ্যপালের পক্ষ থেকে আইনজীবী হিসেবে ছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷ তিনি দাবি করেন, এই ধরনের পার্টি বিভক্ত হয়ে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে ৷ প্রতিবার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ৷ এবারও তাদের সেই কাজ করতে দেওয়া উচিত ৷

সবপক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট উদ্ধব শিবিরের আবেদন খারিজ করে দেয় ৷ আর আসল শিবসেনা কারা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেয় ৷ এখন দেখার নির্বাচন কমিশন এই নিয়ে কী সিদ্ধান্ত নেয় !

আরও পড়ুন : শিবাজি পার্কে উদ্ধবের শিবসেনাকে দশেরা পালনের অনুমতি আদালতের

নয়াদিল্লি, 27 সেপ্টেম্বর : আসল শিবসেনা (Shiv Sena) কারা ! কাদের কাছে থাকবে শিবসেনার তির-ধনুক প্রতীক ! এই প্রশ্নগুলির উত্তর ঠিক করে দেবে জাতীয় নির্বাচন কমিশন (ECI) ৷ মঙ্গলবার এই কথাই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ শীর্ষ আদালতের এই নির্দেশের জেরে অস্বস্তিতে পড়লেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ৷ কারণ, তাঁর আবেদন খারিজ করে দিতে গিয়েই এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

গত জুন মাসে মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট (Maharashtra Political Crisis) তৈরি হয় ৷ শিবসেনা বিধায়ক তথা মন্ত্রী একনাথ শিন্ডের (Eknath Shinde) নেতৃত্বে বিদ্রোহ শুরু করেন দলেরই একাংশ ৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় পদত্যাগ করেন উদ্ধব ঠাকরে ৷ তার পর বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ শিন্ডে ৷

তার পর সংকট তৈরি হয় শিবসেনার অন্দরে ৷ দ্বন্দ্ব চলতে থাকে কারা আসল শিবসেনা, তা নিয়ে৷ শিন্ডে শিবির নির্বাচন কমিশনের দ্বারস্থ হয় ৷ শিবসেনার প্রতীকের অধিকার দাবি করে তারা ৷ পালটা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় উদ্ধব ঠাকরে শিবির ৷ নির্বাচনের কমিশনের তরফে যাতে এই বিষয়ে পদক্ষেপ না করা হয়, সেই নিয়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন উদ্ধব ঠাকরে ৷

মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ সেই আবেদন খারিজ করে দিয়েছে ৷ ফলে আসল শিবসেনা কে, তা নির্ধারণে বাধা রইল না নির্বাচন কমিশনের ৷

উদ্ধব শিবিরের হয়ে মামলা লড়েন বর্ষীয়ান দুই আইনজীবী কপিল সিবল ও অভিষেক মনু সিংভি ৷ তাঁরা দাবি করেন, শিন্ডে দল ছেড়ে দিয়েছিলেন ৷ তার পর শিবসেনার সুনাম ব্যবহার করার জন্য শিন্ডে দলের সঙ্গে মিশে যেতে পারেন না ৷ অন্যদিকে শিন্ডে শিবিরের আইনজীবী দাবি করেন যে শিবসেনার দেড় লক্ষ সদস্য শিন্ডেদেরই সমর্থন জানিয়েছেন ৷ তাঁরা এই নিয়ে নির্বাচন কমিশনকেও লিখিত মতামত দিয়েছেন ৷

মহারাষ্ট্রের রাজ্যপালের পক্ষ থেকে আইনজীবী হিসেবে ছিলেন সলিসিটার জেনারেল তুষার মেহতা ৷ তিনি দাবি করেন, এই ধরনের পার্টি বিভক্ত হয়ে যাওয়ার ঘটনা আগেও ঘটেছে ৷ প্রতিবার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ৷ এবারও তাদের সেই কাজ করতে দেওয়া উচিত ৷

সবপক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট উদ্ধব শিবিরের আবেদন খারিজ করে দেয় ৷ আর আসল শিবসেনা কারা, তা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেয় ৷ এখন দেখার নির্বাচন কমিশন এই নিয়ে কী সিদ্ধান্ত নেয় !

আরও পড়ুন : শিবাজি পার্কে উদ্ধবের শিবসেনাকে দশেরা পালনের অনুমতি আদালতের

Last Updated : Sep 27, 2022, 7:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.