নয়াদিল্লি, 3 নভেম্বর: নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবা (LeT)-এর সদস্য মহম্মদ আরিফ (Mohammad Arif) ওরফে আসফাকের (Ashfaq) ফাঁসির আদেশ (Death Penalty) বহাল রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court) ৷ 2000 সালে লালকেল্লায় হামলার (2000 Red Fort Attack) ঘটনায় আগেই দোষী সাব্যস্ত হয়েছে মহম্মদ আরিফ ৷ সেই মামলাতেই তাকে মৃত্যুদণ্ড দিয়েছিল আদালত ৷ কিন্তু, আরিফ সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় ৷ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আরিফের আবেদন খারিজ করে তার মৃত্যুদণ্ডের সাজা বহাল রাখে ৷ উল্লেখ্য, 2000 সালে দিল্লির লালকেল্লায় সন্ত্রাসবাদী হামলা চালানো হয় ৷ তাতে প্রাণ যায় মোট তিনজনের ৷ নিহতদের মধ্যে দু'জন সেনা জওয়ানও ছিলেন ৷
এদিন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিত (Chief Justice Uday Umesh Lalit) এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর (Justice Bela M Trivedi) ডিভিশন বেঞ্চে সংশ্লিষ্ট মামলাটি শুনানির জন্য ওঠে ৷ বেঞ্চের তরফে বলা হয়, "ইলেকট্রনিক রেকর্ড বিবেচনায় রাখার যে আবেদন করা হয়েছে, তা আমরা গ্রহণ করছি ৷ আসামীর অপরাধ ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে ৷ এই মামলায় আদালতের মতামতকে আমরা সমর্থন করছি এবং সাজা পুনর্বিবেচনা করার আর্জি প্রত্যাহার করছি ৷"
আরও পড়ুন: মথুরার হোটেলে আগুন, প্রাণ গেল 2 কর্মচারী
প্রসঙ্গত, 2000 সালের 22 ডিসেম্বর লালকেল্লায় সন্ত্রাসবাদী হামলা চালানো হয়েছিল ৷ সেদিন বেশ কয়েকজন জঙ্গি সেখানে ঢুকে পড়ে এবং এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে ৷ তাতেই বেঘোরে প্রাণ হারাতে হয় তিনজনকে ৷ হামলাকারীদের মধ্যে অন্যতম ছিল এই মহম্মদ আরিফ ওরফে আসফাক ৷ ঘটনার তিনদিন পর তাকে গ্রেফতার করা হয় ৷ এর সাত বছর পর 2007 সালের ডিসেম্বর মাসে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) আরিফকে ফাঁসির সাজা দেয় ৷ তারপর উচ্চ আদালতের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে আবেদন করে এই ঘাতক জঙ্গি ৷