ETV Bharat / bharat

Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে বিচারপতি নিয়োগে যোগী সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় সুপ্রিম কোর্টের - লখিমপুর খেরিতে অভিযুক্ত আশিস মিশ্র

8 নভেম্বর শুনানিতেই উত্তরপ্রদেশ সরকারের তদন্ত নিয়ে অসন্তুোষ প্রকাশ করেছিলেন 3 বিচারপতি ৷ অন্য কোনও রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে প্রতিদিনের তদন্তে নজরদারি চালানোর কথা জানিয়েছিল সুপ্রিম কোর্ট ৷

লখিমপুর কাণ্ডে সুপ্রিম কোর্ট
লখিমপুর কাণ্ডে সুপ্রিম কোর্ট
author img

By

Published : Nov 12, 2021, 2:55 PM IST

লখিমপুর, 12 নভেম্বর : উত্তরপ্রদেশ সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট ৷ যোগী রাজ্য ছাড়া অন্য কোনও রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি লখিমপুরে খেরি কাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত সিট-এর (Special Investigation Team, SIT) কাজকর্ম প্রতিদিন খতিয়ে দেখবেন ৷ একথা উত্তরপ্রদেশ সরকারকে এর আগের দিনের শুনানিতে জানিয়েছিল দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ ৷ এবার সে বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করছে, তা আদালতকে জানানোর তারিখ ধার্য করে দিল সুপ্রিম কোর্ট ৷

শুক্রবার এই মামলার শুনানিতে সরকার পক্ষে আইনজীবী হরিশ সালভে (Harish Salve) প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানার (N V Ramana) নেতৃত্বে গঠিত বেঞ্চকে অনুরোধ করে বলেন, "বিচারপতি কি আমায় সোমবার পর্যন্ত সময় দেবেন ? আমি প্রায় সবই করে ফেলেছি ৷"

বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli) ও বিচারপতি সূর্য কান্তের (Justice Surya Kant)-সহ প্রধান বিচারপতি এই বিষয়ে সম্মতি জানিয়ে বলেন, "সোমবার জানান ৷"

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : অবসরপ্রাপ্ত বিচারপতির তদারকিতে লখিমপুর-তদন্ত, জানাল সুপ্রিম কোর্ট

8 নভেম্বর ডিভিশন বেঞ্চ লখিমপুর খেরি কাণ্ডের তদন্তে অসন্তোষ প্রকাশ করে জানায়, এই তদন্ত নিরপেক্ষ, পক্ষপাতহীন, স্বচ্ছ (independence, impartiality and fairness) হওয়া উচিত ৷ তাই 3 সদস্যের বেঞ্চ অন্য কোনও রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে প্রতিদিন তদন্ত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছিল উত্তরপ্রদেশ সরকারকে ৷ এমনকি যোগী সরকারের গঠিত এক সদস্যের তদন্ত কমিশনের উপর আদালতের কোনও আস্থা না থাকার বিষয়টিও পরিষ্কার করে জানিয়ে দেন 3 বিচারপতি ৷

প্রসঙ্গত উল্লেখ্য, লখিমপুর খেরির (Lakhimpur Kheri District) তিকোনিয়া-বনবীরপুর রোডের (Tikonia-Banbirpur Road) হিংসার ঘটনার তদন্তে এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি (Retired Justice) প্রদীপকুমার শ্রীবাস্তবকে (Pradeep Kumar Srivastava) নিয়োগ করে রাজ্য সরকার ৷

8 নভেম্বর আদালত পর্যবেক্ষণে জানায়, প্রাথমিক ভাবে এটা বোঝা যাচ্ছে যে, নির্দিষ্ট একজন অভিযুক্তকে সুবিধে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷

3 অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্র-সহ (Ashish Mishra) 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আশিস মিশ্র স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (Minister of State for Home) অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence: লখিমপুরে গুলি মন্ত্রীর ছেলের রিভলবার থেকেই, উল্লেখ ফরেনসিক রিপোর্টে

ইতিমধ্যে 9 নভেম্বর তদন্তে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (Forensic Science Laboratory (FSL)) পরীক্ষায় প্রমাণিত হয়েছে আশিস মিশ্রের আগ্নেয়াস্ত্র (rifle), অঙ্কিত দাস এবং অঙ্কিতের দেহরক্ষীর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালনো হয়েছে ৷ কিন্তু ওই আগ্নেয়াস্ত্রগুলি থেকে 3 অক্টোবরের ঘটনার সময় বা অন্য কোনও দিন গুলি ছোড়া হয়েছিল কিনা তা স্পষ্ট করে জানা যায়নি ৷

যদিও 3 অক্টোবর হিংসাত্মক ঘটনার সময় উপস্থিত অনেকেই গুলি চালানোর জন্য আশিস মিশ্রের দিকে আঙুল তুলেছেন ৷ কিন্তু মৃত ব্যক্তিদের ময়নাতদন্তের রিপোর্টে গুলির আঘাতে মৃত্যুর কথা জানা যায়নি ৷

লখিমপুর, 12 নভেম্বর : উত্তরপ্রদেশ সরকারকে 15 নভেম্বর পর্যন্ত সময় দিল সুপ্রিম কোর্ট ৷ যোগী রাজ্য ছাড়া অন্য কোনও রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি লখিমপুরে খেরি কাণ্ডের তদন্তে রাজ্য সরকার গঠিত সিট-এর (Special Investigation Team, SIT) কাজকর্ম প্রতিদিন খতিয়ে দেখবেন ৷ একথা উত্তরপ্রদেশ সরকারকে এর আগের দিনের শুনানিতে জানিয়েছিল দেশের প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চ ৷ এবার সে বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করছে, তা আদালতকে জানানোর তারিখ ধার্য করে দিল সুপ্রিম কোর্ট ৷

শুক্রবার এই মামলার শুনানিতে সরকার পক্ষে আইনজীবী হরিশ সালভে (Harish Salve) প্রধান বিচারপতি (Chief Justice of India) এন ভি রামানার (N V Ramana) নেতৃত্বে গঠিত বেঞ্চকে অনুরোধ করে বলেন, "বিচারপতি কি আমায় সোমবার পর্যন্ত সময় দেবেন ? আমি প্রায় সবই করে ফেলেছি ৷"

বেঞ্চের অন্য দুই সদস্য বিচারপতি হিমা কোহলি (Justice Hima Kohli) ও বিচারপতি সূর্য কান্তের (Justice Surya Kant)-সহ প্রধান বিচারপতি এই বিষয়ে সম্মতি জানিয়ে বলেন, "সোমবার জানান ৷"

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : অবসরপ্রাপ্ত বিচারপতির তদারকিতে লখিমপুর-তদন্ত, জানাল সুপ্রিম কোর্ট

8 নভেম্বর ডিভিশন বেঞ্চ লখিমপুর খেরি কাণ্ডের তদন্তে অসন্তোষ প্রকাশ করে জানায়, এই তদন্ত নিরপেক্ষ, পক্ষপাতহীন, স্বচ্ছ (independence, impartiality and fairness) হওয়া উচিত ৷ তাই 3 সদস্যের বেঞ্চ অন্য কোনও রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়ে প্রতিদিন তদন্ত পর্যবেক্ষণের পরামর্শ দিয়েছিল উত্তরপ্রদেশ সরকারকে ৷ এমনকি যোগী সরকারের গঠিত এক সদস্যের তদন্ত কমিশনের উপর আদালতের কোনও আস্থা না থাকার বিষয়টিও পরিষ্কার করে জানিয়ে দেন 3 বিচারপতি ৷

প্রসঙ্গত উল্লেখ্য, লখিমপুর খেরির (Lakhimpur Kheri District) তিকোনিয়া-বনবীরপুর রোডের (Tikonia-Banbirpur Road) হিংসার ঘটনার তদন্তে এলাহাবাদ হাইকোর্টের (Allahabad High Court) অবসরপ্রাপ্ত বিচারপতি (Retired Justice) প্রদীপকুমার শ্রীবাস্তবকে (Pradeep Kumar Srivastava) নিয়োগ করে রাজ্য সরকার ৷

8 নভেম্বর আদালত পর্যবেক্ষণে জানায়, প্রাথমিক ভাবে এটা বোঝা যাচ্ছে যে, নির্দিষ্ট একজন অভিযুক্তকে সুবিধে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ৷

3 অক্টোবর লখিমপুর খেরিতে কৃষকদের উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত আশিস মিশ্র-সহ (Ashish Mishra) 13 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আশিস মিশ্র স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী (Minister of State for Home) অজয় মিশ্রের (Ajay Mishra) ছেলে ৷

আরও পড়ুন : Lakhimpur Kheri Violence: লখিমপুরে গুলি মন্ত্রীর ছেলের রিভলবার থেকেই, উল্লেখ ফরেনসিক রিপোর্টে

ইতিমধ্যে 9 নভেম্বর তদন্তে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির (Forensic Science Laboratory (FSL)) পরীক্ষায় প্রমাণিত হয়েছে আশিস মিশ্রের আগ্নেয়াস্ত্র (rifle), অঙ্কিত দাস এবং অঙ্কিতের দেহরক্ষীর সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালনো হয়েছে ৷ কিন্তু ওই আগ্নেয়াস্ত্রগুলি থেকে 3 অক্টোবরের ঘটনার সময় বা অন্য কোনও দিন গুলি ছোড়া হয়েছিল কিনা তা স্পষ্ট করে জানা যায়নি ৷

যদিও 3 অক্টোবর হিংসাত্মক ঘটনার সময় উপস্থিত অনেকেই গুলি চালানোর জন্য আশিস মিশ্রের দিকে আঙুল তুলেছেন ৷ কিন্তু মৃত ব্যক্তিদের ময়নাতদন্তের রিপোর্টে গুলির আঘাতে মৃত্যুর কথা জানা যায়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.