ETV Bharat / bharat

কেন্দ্রকে ডোজপ্রতি 150 টাকায় কোভ্যাকসিন বিক্রি করা কঠিন : ভারত বায়োটেক

কেন্দ্রকে ডোজপ্রতি মাত্র 150 টাকায় কোভ্যাকসিন (Covaxin) বিক্রি করা খুবই কঠিন হয়ে পড়ছে ৷ টিকা প্রস্তুতের খরচই উঠছে না ৷ এ ভাবে বেশি টানা মুশকিল ৷ জানাল ভারত বায়োটেক (Bharat Biotech) ৷

supply-of-covaxin-to-govt-at-rs-150-slash-dose-not-sustainable-bharat-biotech
কেন্দ্রকে ডোজপ্রতি 150 টাকায় কোভ্যাকসিন বিক্রি করা কঠিন : ভারত বায়োটেক
author img

By

Published : Jun 15, 2021, 7:14 PM IST

নয়াদিল্লি, 15 জুন: দেশজুড়ে বিনামূল্যে টিকাকরণ কর্মসুচির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ আর কিছুদিন পর থেকেই হবে সেই টিকাকরণ ৷ এরই মধ্যে দেশীয় টিকা কোভ্য়াকসিনের (Covaxin) দাম অন্য দুটির থেকে বেশি হওয়ায় যখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তখনই এই নিয়ে নীরবতা ভাঙল টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ তারা জানিয়েছে, প্রতি ডোজের জন্য সরকার তাদের যে দাম দিচ্ছে, তা যথেষ্ট নয় ৷ এ ভাবে বেশিদিন তাদের পক্ষে চালানো সম্ভব হবে না বলে জানিয়েছে এই সংস্থা ৷

আরও পড়ুন: কলকাতায় 12-18 বয়সীদের জাইডাস ক্যাডিলার টিকার ট্রায়াল শুরু হচ্ছে

এ ব্যাপারে সবিস্তার বিবৃতি দিয়ে ভারত বায়োটেক জানিয়েছে, অন্য টিকার থেকে দাম ভিন্ন হলেও কোম্পানি প্রতি ডোজে 250 টাকারও কম পাচ্ছিল ৷ সরকার প্রচুর পরিমাণে টিকা কিনলেও ডোজপ্রতি 150 টাকা করে দেবে ৷ মাত্র 25 শতাংশ কোম্পানি বেসরকারি হাসপাতালগুলিকে বিক্রি করতে পারবে ৷ এতে তাদের খরচ উঠছে না ৷

আরও পড়ুন: কোভ্য়াকসিনের ট্রায়ালের জন্য মঙ্গলেই শুরু 6-12 বছরের স্বেচ্ছাসেবক নিয়োগ

বিবৃতিতে বক্তব্য, "ভারত সরকারের নির্দেশ অনুযায়ী, আজকের তারিখে আমাদের মোট উত্পাদিত কোভ্যাকসিনের 10 শতাংশেরও কম বেসরকারি হাসপাতালগুলি নিয়েছে ৷" ভারত বায়োটেক জানিয়েছে, টিকা প্রস্তুত করা, ক্লিনিক্যাল ট্রায়াল ও সেট আপ তৈরি করার জন্য তারা এখনও পর্যন্ত 500 কোটি টাকারও বেশি বিনিয়োগ করে ফেলেছে ৷ কিন্তু সেই তুলনায় সরকার অনেক কম দামে টিকা কিনছে ৷

আরও পড়ুন : কোভ্যাকসিনের বায়োলজিকস লাইসেন্স অ্যাপলিকেশন চাইল মার্কিন সংস্থা এফডিএ

কোম্পানির কথায়, "সরকার প্রতি ডোজ 150 টাকা দিয়ে টিকা কিনবে ৷ এটা প্রতিযোগিতামূলক দর নয়, দীর্ঘ দিন এই দামে বিক্রি করা যাবে না ৷" সরকারের কাছে কম দামে টিকা বিক্রি করে তাদের খরচ উঠছে না বলে বেসরকারি হাসপাতালগুলিতে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলেও জানিয়েছে ভারত বায়োটেক ৷

নয়াদিল্লি, 15 জুন: দেশজুড়ে বিনামূল্যে টিকাকরণ কর্মসুচির কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ আর কিছুদিন পর থেকেই হবে সেই টিকাকরণ ৷ এরই মধ্যে দেশীয় টিকা কোভ্য়াকসিনের (Covaxin) দাম অন্য দুটির থেকে বেশি হওয়ায় যখন বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, তখনই এই নিয়ে নীরবতা ভাঙল টিকা প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক (Bharat Biotech) ৷ তারা জানিয়েছে, প্রতি ডোজের জন্য সরকার তাদের যে দাম দিচ্ছে, তা যথেষ্ট নয় ৷ এ ভাবে বেশিদিন তাদের পক্ষে চালানো সম্ভব হবে না বলে জানিয়েছে এই সংস্থা ৷

আরও পড়ুন: কলকাতায় 12-18 বয়সীদের জাইডাস ক্যাডিলার টিকার ট্রায়াল শুরু হচ্ছে

এ ব্যাপারে সবিস্তার বিবৃতি দিয়ে ভারত বায়োটেক জানিয়েছে, অন্য টিকার থেকে দাম ভিন্ন হলেও কোম্পানি প্রতি ডোজে 250 টাকারও কম পাচ্ছিল ৷ সরকার প্রচুর পরিমাণে টিকা কিনলেও ডোজপ্রতি 150 টাকা করে দেবে ৷ মাত্র 25 শতাংশ কোম্পানি বেসরকারি হাসপাতালগুলিকে বিক্রি করতে পারবে ৷ এতে তাদের খরচ উঠছে না ৷

আরও পড়ুন: কোভ্য়াকসিনের ট্রায়ালের জন্য মঙ্গলেই শুরু 6-12 বছরের স্বেচ্ছাসেবক নিয়োগ

বিবৃতিতে বক্তব্য, "ভারত সরকারের নির্দেশ অনুযায়ী, আজকের তারিখে আমাদের মোট উত্পাদিত কোভ্যাকসিনের 10 শতাংশেরও কম বেসরকারি হাসপাতালগুলি নিয়েছে ৷" ভারত বায়োটেক জানিয়েছে, টিকা প্রস্তুত করা, ক্লিনিক্যাল ট্রায়াল ও সেট আপ তৈরি করার জন্য তারা এখনও পর্যন্ত 500 কোটি টাকারও বেশি বিনিয়োগ করে ফেলেছে ৷ কিন্তু সেই তুলনায় সরকার অনেক কম দামে টিকা কিনছে ৷

আরও পড়ুন : কোভ্যাকসিনের বায়োলজিকস লাইসেন্স অ্যাপলিকেশন চাইল মার্কিন সংস্থা এফডিএ

কোম্পানির কথায়, "সরকার প্রতি ডোজ 150 টাকা দিয়ে টিকা কিনবে ৷ এটা প্রতিযোগিতামূলক দর নয়, দীর্ঘ দিন এই দামে বিক্রি করা যাবে না ৷" সরকারের কাছে কম দামে টিকা বিক্রি করে তাদের খরচ উঠছে না বলে বেসরকারি হাসপাতালগুলিতে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলেও জানিয়েছে ভারত বায়োটেক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.