ETV Bharat / bharat

Sukesh Chandrasekhar: রাখি উৎসবে দুঃস্থ মেয়েদের কোটি কোটি টাকার সাহায্য ! কেন্দ্রকে চিঠি লিখলেন বন্দি সুকেশ - দুঃস্থ মহিলাদের 30 কোটি টাকা

রাখি উৎসবের দিন এগিয়ে এসেছে ৷ তাই দিল্লির মান্ডোলি সংশোধনাগারে বন্দি সুকেশ চন্দ্রশেখর দুই কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি লিখলেন ৷ তিনি দেশের দুঃস্থ মেয়েদের জন্য কিছু করতে চান ৷

ETV Bharat
সুকেশ চন্দ্রশেখর
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 2:56 PM IST

নয়াদিল্লি, 29 অগস্ট: রাখি উৎসবে গরিব, দুঃস্থ মেয়েদের জন্য কয়েক কোটি টাকা দান করতে চান বন্দি সুকেশ চন্দ্রশেখর ৷ সূত্রের খবর, এই ইচ্ছের কথা জানিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠি লিখেছেন আর্থিক প্রতারণায় অভিযুক্ত বন্দি ৷ রাখি উপলক্ষ্যে দুঃস্থ মহিলাদের 30 কোটি টাকা দেবেন তিনি ৷

জানা গিয়েছে, তিন পাতার চিঠি লিখেছেন সুকেশ চন্দ্রশেখর ৷ গরিব, বিশেষভাবে সক্ষম, আদিবাসী মেয়েদের জন্য এই বিপুল অঙ্কের টাকা অনুদান দেবেন তিনি ৷ মন্ত্রীদের তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 'বেটি পড়াও বেটি বাঁচাও' প্রচার চালাচ্ছে ৷ এটা গর্বের বিষয় ৷ সুকেশ চিঠিতে লিখেছেন, "ভারতের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমি দেশের ছোট মেয়েদের জন্য কিছু করতে চাই ৷"

200 কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ৷ তিনি এখন দিল্লির মান্ডোলির সংশোধনাগারে বন্দি ৷ তিনি 30 কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে একটি ডিম্যান্ড ড্রাফ্টের মাধ্যমে পাঠাবেন ৷ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মাধ্যমে বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থার কাছে এই টাকা পৌঁছে যাবে, চান বন্দি সুকেশ ৷

এর আগে 2022 সালের মার্চ মাসে সুকেশ সংশোধনাগারের ডিজিকে একটি চিঠি লিখেছিলেন ৷ সেবার তিনি কারাগারে বন্দি এবং তাঁদের পরিবারের কল্যাণে আর্থিক সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৷ 5 কোটি 11 লক্ষ টাকা দিয়ে দীর্ঘদিন ধরে সংশোধনাগারে থাকা বন্দিদের জামিনের ব্যবস্থা করতে চেয়েছিলেন সুকেশ ৷

আরও পড়ুন: শীঘ্রই গ্রেফতার হবেন কেজরি, তিনিই আবগারি কেলেঙ্কারির মাথা; বিস্ফোরক দাবি সুকেশের

200 কোটি আর্থিক প্রতারণার অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর এবং তাঁর অভিনেত্রী স্ত্রী লীনা মারিয়া পল ৷ এই প্রতারণায় নাম জড়িয়েছে বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরাহ ফতেহির ৷ দুই অভিনেত্রীই এখন জামিনে মুক্ত ৷ জ্যাকলিন ও নোরাহকে কোটি কোটি টাকা মূল্যের উপহার দিতেন সুকেশ চন্দ্রশেখর ৷ পরে ইডির হাতে গ্রেফতার হন সুকেশ ও তাঁর স্ত্রী ৷

নয়াদিল্লি, 29 অগস্ট: রাখি উৎসবে গরিব, দুঃস্থ মেয়েদের জন্য কয়েক কোটি টাকা দান করতে চান বন্দি সুকেশ চন্দ্রশেখর ৷ সূত্রের খবর, এই ইচ্ছের কথা জানিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানিকে চিঠি লিখেছেন আর্থিক প্রতারণায় অভিযুক্ত বন্দি ৷ রাখি উপলক্ষ্যে দুঃস্থ মহিলাদের 30 কোটি টাকা দেবেন তিনি ৷

জানা গিয়েছে, তিন পাতার চিঠি লিখেছেন সুকেশ চন্দ্রশেখর ৷ গরিব, বিশেষভাবে সক্ষম, আদিবাসী মেয়েদের জন্য এই বিপুল অঙ্কের টাকা অনুদান দেবেন তিনি ৷ মন্ত্রীদের তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 'বেটি পড়াও বেটি বাঁচাও' প্রচার চালাচ্ছে ৷ এটা গর্বের বিষয় ৷ সুকেশ চিঠিতে লিখেছেন, "ভারতের একজন দায়িত্ববান নাগরিক হিসেবে আমি দেশের ছোট মেয়েদের জন্য কিছু করতে চাই ৷"

200 কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগ উঠেছে সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে ৷ তিনি এখন দিল্লির মান্ডোলির সংশোধনাগারে বন্দি ৷ তিনি 30 কোটি টাকা কেন্দ্রীয় সরকারকে একটি ডিম্যান্ড ড্রাফ্টের মাধ্যমে পাঠাবেন ৷ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রকের মাধ্যমে বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংস্থার কাছে এই টাকা পৌঁছে যাবে, চান বন্দি সুকেশ ৷

এর আগে 2022 সালের মার্চ মাসে সুকেশ সংশোধনাগারের ডিজিকে একটি চিঠি লিখেছিলেন ৷ সেবার তিনি কারাগারে বন্দি এবং তাঁদের পরিবারের কল্যাণে আর্থিক সাহায্য করার ইচ্ছা প্রকাশ করেছিলেন ৷ 5 কোটি 11 লক্ষ টাকা দিয়ে দীর্ঘদিন ধরে সংশোধনাগারে থাকা বন্দিদের জামিনের ব্যবস্থা করতে চেয়েছিলেন সুকেশ ৷

আরও পড়ুন: শীঘ্রই গ্রেফতার হবেন কেজরি, তিনিই আবগারি কেলেঙ্কারির মাথা; বিস্ফোরক দাবি সুকেশের

200 কোটি আর্থিক প্রতারণার অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর এবং তাঁর অভিনেত্রী স্ত্রী লীনা মারিয়া পল ৷ এই প্রতারণায় নাম জড়িয়েছে বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ, নোরাহ ফতেহির ৷ দুই অভিনেত্রীই এখন জামিনে মুক্ত ৷ জ্যাকলিন ও নোরাহকে কোটি কোটি টাকা মূল্যের উপহার দিতেন সুকেশ চন্দ্রশেখর ৷ পরে ইডির হাতে গ্রেফতার হন সুকেশ ও তাঁর স্ত্রী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.