নয়াদিল্লি, 6 অগস্ট: উপ-রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংসদ শিশির অধিকারীকে চিঠি লিখলেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ মনে করিয়ে দিলেন যে, ঘাসফুল এই নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ৷ আজ সকাল 10টা থেকে সংসদে উপ-রাষ্ট্রপতি নির্বাচন শুরু হয়েছে ৷ এনডিএ প্রার্থী জগদীপ ধনকড় এবং বিরোধী দলগুলির প্রার্থী বর্ষীয়ান কংগ্রেস নেত্রী মার্গারেট আলভা ৷ জগদীপ ধনকড় এর আগে পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন ৷ এনডিএ জোট তাঁকে উপ-রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করার পর তিনি সেই পদে ইস্তফা দেন ৷
বিরোধী শিবির মার্গারেট আলভাকে উপ-রাষ্ট্রপতি পদ-প্রার্থী হিসেবে ঘোষণার পরেই তৃণমূল কংগ্রেস জানিয়ে দেয়, তারা এই নির্বাচনে অংশ নেবে না ৷ সেই মর্মেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় (TMC MP and Parliamentary Party leader in Lok Sabha Sudip Bandyopadhyay writes to Sisir Adhikari informing him to abstain from voting for Vice President election as decided and announced by the party) ৷
4 অগস্ট দলের লোকসভা নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা ওই চিঠিতে লেখা হয়েছে, "6 অগস্ট, 2022, শনিবার উপ-রাষ্ট্রপতি নির্বাচনে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস ৷ তাই সংসদের উভয় কক্ষে- লোকসভা এবং রাজ্যসভায় আমাদের সাংসদেরা এই ভোটপর্বে অংশ নিচ্ছেন না ৷ বিষয়টি আপনার জ্ঞাতার্থে জানানো হল ৷" প্রসঙ্গত, 18 জুলাই রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে দিল্লি গিয়েছিলেন শিশির ৷ এই নির্বাচনে তৃণমূল-সহ বিরোধী শিবিরের পক্ষ থেকে রাষ্ট্রপতি প্রার্থী হয়েছিলেন যশবন্ত সিনহা ৷
-
TMC MP and Parliamentary Party leader in Lok Sabha Sudip Bandyopadhyay writes to Sisir Adhikari, who is still an MP from TMC, informing him to abstain from voting for Vice President election as decided and announced by the party. pic.twitter.com/Z9EwqAJNeu
— ANI (@ANI) August 6, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">TMC MP and Parliamentary Party leader in Lok Sabha Sudip Bandyopadhyay writes to Sisir Adhikari, who is still an MP from TMC, informing him to abstain from voting for Vice President election as decided and announced by the party. pic.twitter.com/Z9EwqAJNeu
— ANI (@ANI) August 6, 2022TMC MP and Parliamentary Party leader in Lok Sabha Sudip Bandyopadhyay writes to Sisir Adhikari, who is still an MP from TMC, informing him to abstain from voting for Vice President election as decided and announced by the party. pic.twitter.com/Z9EwqAJNeu
— ANI (@ANI) August 6, 2022
আরও পড়ুন: এটা 'ইগো'র লড়াইয়ের সময় নয় ! তৃণমূলের সিদ্ধান্তে বার্তা মার্গারেট আলভার
2009 সাল থেকে পর পর তিনবার পূর্ব মেদিনীপুরের কাঁথি (Contai) লোকসভা কেন্দ্র থেকে জিতেছেন শিশির অধিকারী (Sisir Adhikari) ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ হয়ে ইউপিএ (UPA) আমলে মন্ত্রীও হয়েছেন প্রবীণ তৃণমূল কংগ্রেস সাংসদ ৷ মোদি (Narendra Modi) জমানায় সরকারের বিরুদ্ধে দলের হয়ে বিভিন্ন ইস্যুতে সরব হয়েছেন ৷
তবে ছেলের দল পরিবর্তনে বিতর্কের কেন্দ্র হয়ে ওঠে অধিকারী পরিবার ৷ প্রসঙ্গত, 2020-র ডিসেম্বরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভারতীয় জনতা পার্টিতে যোগদানের পর থেকে অধিকারী পরিবারের রাজনৈতিক অবস্থান নিয়ে জলঘোলা শুরু হয় ৷ শুভেন্দুর ছোটভাই সৌমেন্দু সরাসরি বিজেপিতে যোগ দেন ৷ তমলুকের সাংসদ এখনও তৃণমূলে ৷ শিশির অধিকারী বিজেপিতে না গেলেও একুশের বিধানসভা নির্বাচনী প্রচারে হেভিওয়েট পদ্ম-নেতা অমিত শাহ (Amit Shah) ও নরেন্দ্র মোদির সভায় উপস্থিত ছিলেন ৷ নন্দীগ্রামে শুভেন্দুকে জেতানোর আবেদনও করেছিলেন একটি ভিডিয়োর মাধ্যমে ৷
তাই উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ উপরাষ্ট্রপতি প্রার্থী জগদীপ ধনকড়কে যেন কোনও ভাবে ভোট না দেন প্রবীণ তৃণমূল সাংসদ, সে কথাই চিঠি লিখে জানাল ঘাসফুল ৷
আরও পড়ুন: ‘অন্যের খারাপদিনে মজা দেখব এমন মানুষ আমি নই, আমি শিশির অধিকারী’