নয়াদিল্লি, 24 নভেম্বর : বিজেপি ছেড়ে কি তবে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy on TMC joining) ? দিল্লিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Subramanian Swamy meets Mamata Banerjee) সঙ্গে তাঁর বৈঠকের পরই উঠছে এই প্রশ্ন ৷ বুধবার দিল্লিতেই একান্ত আলাপচারিতায় মুখোমুখি হন এই দুই রাজনীতিক ৷ তাঁদের বৈঠকের পরই সাংবাদিকরা স্বামীর কাছে জানতে চান, তিনি তৃণমূলে যোগ দিচ্ছেন কি না ? এর উত্তরে স্বামী যা বলেছেন, তাতে ধোঁয়াশা বেড়েছে বই কমেনি ৷ স্বামী বলেন, ‘‘আমি আগে থেকেই ওঁর (মমতা বন্দ্যোপাধ্য়ায়ের) সঙ্গে রয়েছি ৷ তাই আমার আর নতুন করে দলে (তৃণমূল কংগ্রেসে) যোগ দেওয়ার কিছু নেই ৷’’
আরও পড়ুন : Mamata invites Modi in BGBS : বাংলার শিল্প সম্মেলনে মোদিকে আমন্ত্রণ মমতার
এদিন দিল্লিতে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের (TMC MP Abhishek Banerjee) সরকারি বাসভবনে বিকেল সাড়ে তিনটে নাগাদ এই বৈঠকের আয়োজন করা হয় ৷ প্রসঙ্গত, মঙ্গলবারই কলকাতায় পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Subramanian Swamy met Governor Jagdeep Dhankhar) সঙ্গে দেখা করেছিলেন স্বামী ৷
বিতর্কিত মন্তব্যের কারণে বরাবরই সংবাদ শিরোনামে থেকেছেন সুব্রহ্মণ্যম স্বামী ৷ যার জন্য গেরুয়া শিবিরকেও বিপাকে পড়তে হয়েছে ৷ গত মাসেই বিজেপির জাতীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয় ৷ এবার সেই কমিটি থেকে বাদ পড়েছেন স্বামী ৷ তৃণমূল কংগ্রেস সম্পর্কে আগে বহুবার বহু প্রশংসা শোনা গিয়েছে তাঁর মুখে ৷ গত অক্টোবর মাসে রোমে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ৷ কিন্তু, কেন্দ্রের অনুমতি না-মেলায় তাঁর সেই সফর বাতিল হয়ে যায় ৷ সেবারও মমতার পক্ষ নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছিলেন সুব্রহ্মণম ৷
-
Of the all the politicians I have met or worked with, Mamata Banerjee ranks with JP, Morarji Desai, Rajiv Gandhi, Chandrashekhar, and P V Narasimha Rao who meant what they said and said what they meant. In Indian politics that is a rare quality
— Subramanian Swamy (@Swamy39) November 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Of the all the politicians I have met or worked with, Mamata Banerjee ranks with JP, Morarji Desai, Rajiv Gandhi, Chandrashekhar, and P V Narasimha Rao who meant what they said and said what they meant. In Indian politics that is a rare quality
— Subramanian Swamy (@Swamy39) November 24, 2021Of the all the politicians I have met or worked with, Mamata Banerjee ranks with JP, Morarji Desai, Rajiv Gandhi, Chandrashekhar, and P V Narasimha Rao who meant what they said and said what they meant. In Indian politics that is a rare quality
— Subramanian Swamy (@Swamy39) November 24, 2021
আরও পড়ুন : Mamata to visit Delhi: গুচ্ছ কর্মসূচি নিয়ে আজ বিকেলে দিল্লিতে মমতা
এই প্রেক্ষাপটে দিল্লিতে মমতার সঙ্গে সুব্রহ্মণম স্বামীর এই বৈঠকে জল্পনা যে বাড়বে, সেটাই স্বাভাবিক ৷ তবে এখনই স্বামী তৃণমূলে যোগদান করতে চলেছেন, এমন কোনও বার্তা কোনও তরফেই মেলেনি ৷