ETV Bharat / bharat

Students unions call Bihar Bandh : রেলে নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন চক্রান্ত ! শুক্রে বিহার বনধের ডাক ছাত্রদের - বিহার বনধ

রেলে নিয়োগে দুর্নীতির (RRB NTPC protest) অভিযোগে ক্ষোভ বাড়ছে বিহারে ৷ সরকার কমিটি গঠন করলেও তাকে ষড়যন্ত্র হিসেবে দাবি করে শুক্রবার বিহার বনধের ডাক (Students unions call Bihar Bandh) দিয়েছে ছাত্র সংগঠনগুলি ৷

Aspirants protests in Bihar
রেলে নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন চক্রান্ত ! শুক্রে বিহার বনধের ডাক ছাত্রদের
author img

By

Published : Jan 27, 2022, 9:23 AM IST

পটনা, 27 জানুয়ারি: রেলওয়ে বোর্ডের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভের (RRB NTPC protest) আগুনে জ্বলছে বিহার ৷ ক্ষোভের আঁচে জ্বলেছে ভাবুয়া-পটনা ইন্টারসিটি এক্সপ্রেস ৷ অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করেছে সরকার ৷ তবে তাকে ভুয়ো বলে আখ্যা দিয়ে বিক্ষোভে অনড় ছাত্র ও যুবরা ৷ শুক্রবার বিহার বনধের ডাক (Students unions call Bihar Bandh) দিয়েছে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (All India Students Association- AISA) ও অন্যান্য যুব সংগঠন ৷

এআইএসএ-র (Bihar bandh) সাধারণ সম্পাদক তথা বিধায়ক সন্দীপ সৌরভ-সহ অন্যান্যরা বিবৃতি জারি করে জানিয়েছেন, মন্ত্রক যে কমিটি তৈরি করেছে, তা শুধুই একটা ষড়যন্ত্র ৷ উত্তরপ্রদেশ নির্বাচন পর্যন্ত বিষয়টিকে স্থগিত রাখার জন্যই এই ভুয়ো কমিটি তৈরি করা হয়েছে বলে দাবি তাঁদের ৷

বিবৃতিতে বলা হয়েছে, "চাকরিপ্রার্থীরা যে প্রশ্ন তুলেছেন, তাতে সন্দেহের কোনও অবকাশ নেই ৷ বেকারত্বের জ্বালায় ভোগা বিপুল সংখ্যক ছাত্র ও যুব এমন একটা সময়ে এই বিরাট আন্দোলন গড়ে তুলেছেন, যখন উত্তরপ্রদেশে নির্বাচন আসন্ন ৷ তারই চাপে এই প্রস্তাব দিয়েছে সরকার ও রেল ৷ এটা নির্বাচন পর্যন্ত বিষয়টিকে ধামা চাপা দিয়ে রাখার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় ৷"

আরও পড়ুন: Aspirants protests in Bihar : রেলের নিয়োগে বেনিয়মের অভিযোগ, প্রতিবাদে ট্রেনের কামরা জ্বলল গয়া স্টেশনে

2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের জুলাই মাস পর্যন্ত সাত দফায় অনুষ্ঠিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল (Railway Recruitment Board) পদে নিয়োগের পরীক্ষা ৷ গত 15 জানুয়ারি সেই পরীক্ষার ফলাফল প্রকাশের পর ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ ৷ আর সেই কারণেই গত কয়েকদিন ধরে উত্তপ্ত বিহারের বিভিন্ন জায়গা ৷ বুধবার সেই বিক্ষোভ চরম আকার নেয় ৷ সাধারণতন্ত্র দিবসের সকালে গয়া স্টেশনে ভাবুয়া-পটনা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা (Bhabua Road InterCity Express set on fire at Gaya station) ৷

পটনা, 27 জানুয়ারি: রেলওয়ে বোর্ডের নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভের (RRB NTPC protest) আগুনে জ্বলছে বিহার ৷ ক্ষোভের আঁচে জ্বলেছে ভাবুয়া-পটনা ইন্টারসিটি এক্সপ্রেস ৷ অগ্নিগর্ভ পরিস্থিতি সামাল দিতে অভিযোগ খতিয়ে দেখার জন্য কমিটি গঠন করেছে সরকার ৷ তবে তাকে ভুয়ো বলে আখ্যা দিয়ে বিক্ষোভে অনড় ছাত্র ও যুবরা ৷ শুক্রবার বিহার বনধের ডাক (Students unions call Bihar Bandh) দিয়েছে ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (All India Students Association- AISA) ও অন্যান্য যুব সংগঠন ৷

এআইএসএ-র (Bihar bandh) সাধারণ সম্পাদক তথা বিধায়ক সন্দীপ সৌরভ-সহ অন্যান্যরা বিবৃতি জারি করে জানিয়েছেন, মন্ত্রক যে কমিটি তৈরি করেছে, তা শুধুই একটা ষড়যন্ত্র ৷ উত্তরপ্রদেশ নির্বাচন পর্যন্ত বিষয়টিকে স্থগিত রাখার জন্যই এই ভুয়ো কমিটি তৈরি করা হয়েছে বলে দাবি তাঁদের ৷

বিবৃতিতে বলা হয়েছে, "চাকরিপ্রার্থীরা যে প্রশ্ন তুলেছেন, তাতে সন্দেহের কোনও অবকাশ নেই ৷ বেকারত্বের জ্বালায় ভোগা বিপুল সংখ্যক ছাত্র ও যুব এমন একটা সময়ে এই বিরাট আন্দোলন গড়ে তুলেছেন, যখন উত্তরপ্রদেশে নির্বাচন আসন্ন ৷ তারই চাপে এই প্রস্তাব দিয়েছে সরকার ও রেল ৷ এটা নির্বাচন পর্যন্ত বিষয়টিকে ধামা চাপা দিয়ে রাখার ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় ৷"

আরও পড়ুন: Aspirants protests in Bihar : রেলের নিয়োগে বেনিয়মের অভিযোগ, প্রতিবাদে ট্রেনের কামরা জ্বলল গয়া স্টেশনে

2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের জুলাই মাস পর্যন্ত সাত দফায় অনুষ্ঠিত হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল (Railway Recruitment Board) পদে নিয়োগের পরীক্ষা ৷ গত 15 জানুয়ারি সেই পরীক্ষার ফলাফল প্রকাশের পর ব্যাপক দুর্নীতি প্রকাশ্যে এসেছে বলে অভিযোগ ৷ আর সেই কারণেই গত কয়েকদিন ধরে উত্তপ্ত বিহারের বিভিন্ন জায়গা ৷ বুধবার সেই বিক্ষোভ চরম আকার নেয় ৷ সাধারণতন্ত্র দিবসের সকালে গয়া স্টেশনে ভাবুয়া-পটনা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা (Bhabua Road InterCity Express set on fire at Gaya station) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.