ETV Bharat / bharat

Return from Ukraine : দিল্লিতে রাজ্য সরকারের প্রতিনিধিদের দেখা পাননি, নিজের উদ্যোগে বাড়ি ফিরলেন হাওড়ার সায়ন - Saysn Pan says his story in Ukraine

ইউক্রেন থেকে রোমানিয়া সীমান্ত ৷ সেখান থেকে ভারতীয় দূতাবাসের বিমানে দিল্লি বিমানবন্দর ৷ তারপর নিজের পয়সায় হাওড়ায় বাড়ি ফিরলেন পড়ুয়া সায়ন পান (Student Returns from Ukraine) ৷

Saysn Pan says his story in Ukraine
ইউক্রেন থেকে হাওড়ার বাড়িতে ফিরলেন সায়ন
author img

By

Published : Mar 6, 2022, 8:55 AM IST

Updated : Mar 6, 2022, 10:21 AM IST

হাওড়া, 6 মার্চ : পড়াশোনার জন্য ছেলে গিয়েছিল ইউক্রেনের পশ্চিমে ভিনিটসিয়াতে । এর মধ্যে ইউক্রেনে আক্রমণ করেছে রাশিয়া । তাই চরম উৎকণ্ঠায় কাটছিল প্রতিটা মুহূর্ত । অনেক ভোগান্তি পেরিয়ে শনিবার সকালে দেশ তথা হাওড়ায় নিজের বাড়িতে ফিরবেন সায়ন পান ৷ তবে চরম সংকটের মধ্যেও ইউক্রেন এবং রোমানিয়ার বাসিন্দারা তাঁদের পাশে ছিলেন ৷ শোনালেন তাঁর ফেরার কাহিনি (Student Sayan Pan returns home in Howrah from Ukraine Vinnytsia) । তবে পশ্চিমবঙ্গের ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিনি ৷

তিনি জানালেন 22 ফেব্রুয়ারি তাঁদের কাছে খবর আসে দু'দিন পর যুদ্ধ শুরু হতে পারে । 24 ফেব্রুয়ারি পুতিন ইউক্রেন আক্রমণের নির্দেশ দেয় ৷ অ্যাপার্টমেন্টের 30 কিলোমিটারের মধ্যে ঘটল বিস্ফোরণ । স্বভাবত, ভয় পেয়েছিলেন সায়ন এবং তাঁর সঙ্গীরা । রাস্তাঘাটে মানুষের মুখে চাপা আতঙ্কের ছাপ । যে কোনও মুহূর্তে ইন্টারনেট সংযোগ ছিন্ন হতে পারে ৷ তাই জরুরি পরিষেবা পেতে আগেভাগে এটিম, খাবারের দোকান, জল জোগাড় করতে বহু মানুষ লাইন দিয়েছিল । ওই লাইনে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করেন ছাত্ররা ।

এই সময় বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়াদের জানানো হয়, সাইরেন বাজলে অ্যাপার্টমেন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বাঙ্কারে আশ্রয় নিতে । সন্ধেয় 7টা থেকে 10টা অবধি বাঙ্কারেই কাটাতে হয়েছে । একইভাবে পরের দিন রাতও বাঙ্কারেই ছিলেন পড়ুয়ারা । এরপর কিভ-এ পরিস্থিতি আর খারাপের দিকে যাওয়ায় 26 তারিখ ভারতীয় দূতাবাস থেকে পড়ুয়াদের রোমানিয়া সীমান্তে যাওয়ার নির্দেশ আসে । বিশ্ববিদ্যালয়ের বাসে পরের দিন অর্থাৎ 27 ফেব্রুয়ারি সকালে সীমান্তের কাছে পৌঁছান তাঁরা । সেখানে চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থা ।

ইউক্রেন থেকে ফিরে হাওড়ায় বাড়িতে বসে নিজের অভিজ্ঞতা জানালেন সায়ন পান

আরও পড়ুন : Student Returns from Ukraine : যুদ্ধের বিভীষিকাকে সাক্ষী নিয়েই ইউক্রেন থেকে বসিরহাটে ফিরলেন অর্পণ মণ্ডল

10 কিলোমিটার রাস্তা হেঁটে সীমান্তেই -10 ডিগ্রি ঠান্ডার মধ্যে রাত কাটাতে হয় তাঁদের । পরদিন কোনওক্রমে সীমান্ত পেরিয়ে রোমানিয়াতে প্রবেশ করে দেহে যেন প্রাণ ফিরল পড়ুয়াদের । রোমানিয়ার সীমান্তে উপস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকরা তাঁদের জন্য বাসের ব্যবস্থা করেন । তাঁদের সমস্ত ব্যবস্থাও করে ভারতীয় দূতাবাস । সেখানে দু'দিন ছিলেন পড়ুয়ারা ।

3 তারিখ তাঁদের সীমান্ত থেকে বাসে বিমানবন্দরে আনা হয় । সেখানে 50 জনকে নিয়ে বিমানে রওনা দেন তাঁরা । ভারতীয় দূতাবাস থেকে প্রভূত সাহায্য পেয়েছেন তাঁরা, জানান সায়ন । বিমানে দিল্লি বিমানবন্দরে পৌঁছান সায়ন এবং তাঁর সঙ্গীরা । তবে বিমানবন্দরে কেরালা-সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা তাদের নিজের রাজ্যের ছাত্রদের নিতে এসেছিল ৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনও প্রতিনিধিকে দেখতে পাননি সায়ন ৷

যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এই রাজ্যের যাঁরা ফিরছেন তাঁদের বঙ্গভবনে রাখা হবে । কাউকে না পেয়ে নিজের পকেটের পয়সা খরচ করে আজ সকালে রাজ্যে ফেরেন বেগড়ির সায়ন পান । ইউক্রেনের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ছেলের চিন্তায় রীতিমতো উদ্বিগ্ন ছিলেন তাঁর মা ও বাবা । ছেলে বাড়ি ফেরাতে স্বভাবতই খুশি তার বাবা ও মা ।

আরও পড়ুন : Student Returns from Ukraine : রণক্ষেত্র ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন পূর্ব বর্ধমানের আকিব

উল্লেখ্য, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য রাজ্যে আপৎকালীন কন্ট্রোল রুম চালু করেছে রাজ্য সরকার । একজন অভিজ্ঞ আইএএস অফিসারের নেতৃত্বে রাজ্যের ডাব্লুবিসিএস অফিসারদের রাখা হয়েছে ওই কন্ট্রোল রুমে । সকাল 9টা থেকে রাত 9টা অবধি দু'টি শিফটে এই কন্ট্রোল রুম চালু থাকবে বলে জানা গিয়েছে । 22143526, 1070 নম্বরে ফোন করে সরাসরি সহায়তা নিতে পারবেন, জানিয়েছে রাজ্য প্রশাসন ।

হাওড়া, 6 মার্চ : পড়াশোনার জন্য ছেলে গিয়েছিল ইউক্রেনের পশ্চিমে ভিনিটসিয়াতে । এর মধ্যে ইউক্রেনে আক্রমণ করেছে রাশিয়া । তাই চরম উৎকণ্ঠায় কাটছিল প্রতিটা মুহূর্ত । অনেক ভোগান্তি পেরিয়ে শনিবার সকালে দেশ তথা হাওড়ায় নিজের বাড়িতে ফিরবেন সায়ন পান ৷ তবে চরম সংকটের মধ্যেও ইউক্রেন এবং রোমানিয়ার বাসিন্দারা তাঁদের পাশে ছিলেন ৷ শোনালেন তাঁর ফেরার কাহিনি (Student Sayan Pan returns home in Howrah from Ukraine Vinnytsia) । তবে পশ্চিমবঙ্গের ইউক্রেন ফেরত পড়ুয়াদের নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিনি ৷

তিনি জানালেন 22 ফেব্রুয়ারি তাঁদের কাছে খবর আসে দু'দিন পর যুদ্ধ শুরু হতে পারে । 24 ফেব্রুয়ারি পুতিন ইউক্রেন আক্রমণের নির্দেশ দেয় ৷ অ্যাপার্টমেন্টের 30 কিলোমিটারের মধ্যে ঘটল বিস্ফোরণ । স্বভাবত, ভয় পেয়েছিলেন সায়ন এবং তাঁর সঙ্গীরা । রাস্তাঘাটে মানুষের মুখে চাপা আতঙ্কের ছাপ । যে কোনও মুহূর্তে ইন্টারনেট সংযোগ ছিন্ন হতে পারে ৷ তাই জরুরি পরিষেবা পেতে আগেভাগে এটিম, খাবারের দোকান, জল জোগাড় করতে বহু মানুষ লাইন দিয়েছিল । ওই লাইনে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় জিনিস মজুত করেন ছাত্ররা ।

এই সময় বিশ্ববিদ্যালয় থেকে পড়ুয়াদের জানানো হয়, সাইরেন বাজলে অ্যাপার্টমেন্ট থেকে বিশ্ববিদ্যালয়ের বাঙ্কারে আশ্রয় নিতে । সন্ধেয় 7টা থেকে 10টা অবধি বাঙ্কারেই কাটাতে হয়েছে । একইভাবে পরের দিন রাতও বাঙ্কারেই ছিলেন পড়ুয়ারা । এরপর কিভ-এ পরিস্থিতি আর খারাপের দিকে যাওয়ায় 26 তারিখ ভারতীয় দূতাবাস থেকে পড়ুয়াদের রোমানিয়া সীমান্তে যাওয়ার নির্দেশ আসে । বিশ্ববিদ্যালয়ের বাসে পরের দিন অর্থাৎ 27 ফেব্রুয়ারি সকালে সীমান্তের কাছে পৌঁছান তাঁরা । সেখানে চূড়ান্ত বিশৃঙ্খল অবস্থা ।

ইউক্রেন থেকে ফিরে হাওড়ায় বাড়িতে বসে নিজের অভিজ্ঞতা জানালেন সায়ন পান

আরও পড়ুন : Student Returns from Ukraine : যুদ্ধের বিভীষিকাকে সাক্ষী নিয়েই ইউক্রেন থেকে বসিরহাটে ফিরলেন অর্পণ মণ্ডল

10 কিলোমিটার রাস্তা হেঁটে সীমান্তেই -10 ডিগ্রি ঠান্ডার মধ্যে রাত কাটাতে হয় তাঁদের । পরদিন কোনওক্রমে সীমান্ত পেরিয়ে রোমানিয়াতে প্রবেশ করে দেহে যেন প্রাণ ফিরল পড়ুয়াদের । রোমানিয়ার সীমান্তে উপস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকরা তাঁদের জন্য বাসের ব্যবস্থা করেন । তাঁদের সমস্ত ব্যবস্থাও করে ভারতীয় দূতাবাস । সেখানে দু'দিন ছিলেন পড়ুয়ারা ।

3 তারিখ তাঁদের সীমান্ত থেকে বাসে বিমানবন্দরে আনা হয় । সেখানে 50 জনকে নিয়ে বিমানে রওনা দেন তাঁরা । ভারতীয় দূতাবাস থেকে প্রভূত সাহায্য পেয়েছেন তাঁরা, জানান সায়ন । বিমানে দিল্লি বিমানবন্দরে পৌঁছান সায়ন এবং তাঁর সঙ্গীরা । তবে বিমানবন্দরে কেরালা-সহ বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা তাদের নিজের রাজ্যের ছাত্রদের নিতে এসেছিল ৷ কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনও প্রতিনিধিকে দেখতে পাননি সায়ন ৷

যদিও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, এই রাজ্যের যাঁরা ফিরছেন তাঁদের বঙ্গভবনে রাখা হবে । কাউকে না পেয়ে নিজের পকেটের পয়সা খরচ করে আজ সকালে রাজ্যে ফেরেন বেগড়ির সায়ন পান । ইউক্রেনের এই অগ্নিগর্ভ পরিস্থিতিতে ছেলের চিন্তায় রীতিমতো উদ্বিগ্ন ছিলেন তাঁর মা ও বাবা । ছেলে বাড়ি ফেরাতে স্বভাবতই খুশি তার বাবা ও মা ।

আরও পড়ুন : Student Returns from Ukraine : রণক্ষেত্র ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন পূর্ব বর্ধমানের আকিব

উল্লেখ্য, ইউক্রেনে আটকে থাকা ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য রাজ্যে আপৎকালীন কন্ট্রোল রুম চালু করেছে রাজ্য সরকার । একজন অভিজ্ঞ আইএএস অফিসারের নেতৃত্বে রাজ্যের ডাব্লুবিসিএস অফিসারদের রাখা হয়েছে ওই কন্ট্রোল রুমে । সকাল 9টা থেকে রাত 9টা অবধি দু'টি শিফটে এই কন্ট্রোল রুম চালু থাকবে বলে জানা গিয়েছে । 22143526, 1070 নম্বরে ফোন করে সরাসরি সহায়তা নিতে পারবেন, জানিয়েছে রাজ্য প্রশাসন ।

Last Updated : Mar 6, 2022, 10:21 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.