লখনউ, 17 নভেম্বর: বুধবার উত্তরপ্রদেশের লখনউতে (Lucknow) একটি নামী স্কুলের নবম শ্রেণির ছাত্র (Class Nine Student) ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছে (Student Jumps in Front of Train) । ট্রেনের ধাক্কায় আহত ওই ছাত্র ৷ সঙ্গে সঙ্গে তাকে ভর্তি করা হয় লোহিয়া হাসপাতালে (Admitted to Lohia hospital) । সেখান থেকে গভীর রাতে তাকে কমান্ড হাসপাতালে (Command Hospital) নিয়ে যাওয়া হয়েছে । সেখানেই বর্তমানে তার চিকিৎসা চলছে । ছাত্রের অবস্থা আশংকাজনক বলে জানা গিয়েছে ।
![Student Jumps in Front of Train](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/up-luc-04-lko-chatra-7210744_16112022222515_1611f_1668617715_651.jpg)
ঘটনাস্থলের কাছে পুলিশ ছাত্রের স্কুল ব্যাগ ও একটি চিঠি পেয়েছে । চিঠিতে তার ক্লাস টিচার উদ্দেশ্য করে লেখা (Apology letter to class teacher) ৷ সেখানে ছাত্রটি তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে । গোমতীনগর ইন্সপেকটর জানান, সন্ধ্যায় পুলিশ খবর পায় যে রেললাইনের কাছে এক ছাত্র আহত অবস্থায় পড়ে রয়েছে । সঙ্গে সঙ্গে আহত ছাত্রকে নিয়ে এসে লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয় । পরে ছাত্রের পরিবারের লোকজন তাকে কমান্ড হাসপাতালে নিয়ে যায় ।
আরও পড়ুন: সেনা আধিকারিকের মেয়ের শ্লীলতাহানি, ঘটনাস্থল লখনউ
তিনি আরও জানান, ওই ছাত্রের ব্যাগ থেকে একটি চিঠির ফটোকপি পাওয়া গিয়েছে ৷ চিঠিটিতে ক্লাস টিচারকে উদ্দেশ্য করে ইংরেজিতে কিছু কথা লেখা ছিল । তাতে লেখা 'আমি যে ভুল করেছি তা বুঝতে পেরেছি, এজন্য আমি ক্ষমাপ্রার্থী ম্যাম । আমি কথা দিচ্ছি এটা আর হবে না।' কেন ছাত্রটি এসব লিখেছে । তা খতিয়ে দেখা হচ্ছে । ছাত্রের অন্যান্য সঙ্গীদের কাছ থেকেও এ বিষয়ে তথ্য নেওয়া হবে বলে খবর ।