ETV Bharat / bharat

Student Death after Teacher Punished: দীর্ঘক্ষণ রোদে দাঁড় করিয়ে 'শাস্তি', মৃত্যু দশম শ্রেণির ছাত্রীর - Student Died

ছুটি চাওয়ায় ছাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ ৷ তার জেরেই বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে মৃত্যু হল এক দশম শ্রেণির পড়ুয়ার ৷ ঠিক কী হয়েছিল শনিবার ?

Etv Bharat
প্রতীকী ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2023, 9:13 PM IST

জৌনপুর, 10 সেপ্টেম্বর: স্কুল চলাকালীন ছুটি চেয়েছিল এক ছাত্রী ৷ সেটাই ছিল তার 'অপরাধ' ৷ তার জন্য শিক্ষক তাকে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখেন ৷ এরপর বাড়ি ফেরার পথে মৃত্যু হয় ওই ছাত্রীর ৷ এই ঘটনার পর ছাত্রীর পরিবারের সদস্যরা মৃতদেহ রাস্তার উপর রেখে অবরোধ শুরু করেন ৷ শনিবার এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মীরগঞ্জ থানা এলাকায় ৷ খবর পেয়ে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয় ৷ পাশাপাশি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় ৷

মীরগঞ্জ থানার বাঁধওয়া বাজারের কাঞ্চন গার্লস স্কুলে শতাধিক ছাত্রী রয়েছে ৷ বাঁধওয়া বাজারের বাসিন্দা হীরালাল সরোজের মেয়ে এই স্কুলের দশম শ্রেণিতে পড়ত ৷ হীরালাল পুলিশকে জানিয়েছেন, ছুটি চাওয়ায় স্কুল ম্যানেজার ও প্রধান শিক্ষক তাঁর মেয়েকে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখা হয় ৷ সেই জন্যেই তার মেয়ের মৃত্যু হয়েছে ৷

এদিকে ছাত্রীর মৃত্যুর পর পরিবারের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ খবর পেয়ে অতিরিক্ত জেলাশাসক ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ এরপর পরিবারের সদস্যদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন ও রাস্তা যানজটমুক্ত হয় ৷

ওই শহরের সিও আতর সিং জানান, মীরগঞ্জ থানা এলাকার বাঁধওয়া বাজারের বাসিন্দা হীরালাল সরোজ অভিযোগ করেছেন যে তাঁর মেয়ে কাঞ্চন গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল ৷ শনিবার দুপুরে স্কুল থেকে ছুটি চাইলে শিক্ষক তাকে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড় করিয়ে দেন ৷ এরপর ফেরার পথে বাড়ি থেকে 100 মিটার দূরে একজায়গায় শুয়ে পড়ে ওই কিশোরী ৷ স্থানীয়রা তাকে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : 'বোরিং' শিক্ষিকার ছবি পোস্ট, বেত মেরে ছাত্রীকে শিক্ষা !

জৌনপুর, 10 সেপ্টেম্বর: স্কুল চলাকালীন ছুটি চেয়েছিল এক ছাত্রী ৷ সেটাই ছিল তার 'অপরাধ' ৷ তার জন্য শিক্ষক তাকে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখেন ৷ এরপর বাড়ি ফেরার পথে মৃত্যু হয় ওই ছাত্রীর ৷ এই ঘটনার পর ছাত্রীর পরিবারের সদস্যরা মৃতদেহ রাস্তার উপর রেখে অবরোধ শুরু করেন ৷ শনিবার এমনই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর জেলার মীরগঞ্জ থানা এলাকায় ৷ খবর পেয়ে পুলিশ এসে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে অবরোধ তুলে দেয় ৷ পাশাপাশি দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয় ৷

মীরগঞ্জ থানার বাঁধওয়া বাজারের কাঞ্চন গার্লস স্কুলে শতাধিক ছাত্রী রয়েছে ৷ বাঁধওয়া বাজারের বাসিন্দা হীরালাল সরোজের মেয়ে এই স্কুলের দশম শ্রেণিতে পড়ত ৷ হীরালাল পুলিশকে জানিয়েছেন, ছুটি চাওয়ায় স্কুল ম্যানেজার ও প্রধান শিক্ষক তাঁর মেয়েকে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখা হয় ৷ সেই জন্যেই তার মেয়ের মৃত্যু হয়েছে ৷

এদিকে ছাত্রীর মৃত্যুর পর পরিবারের সদস্যরা ঘণ্টার পর ঘণ্টা অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ খবর পেয়ে অতিরিক্ত জেলাশাসক ও পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় ৷ এরপর পরিবারের সদস্যদের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন ও রাস্তা যানজটমুক্ত হয় ৷

ওই শহরের সিও আতর সিং জানান, মীরগঞ্জ থানা এলাকার বাঁধওয়া বাজারের বাসিন্দা হীরালাল সরোজ অভিযোগ করেছেন যে তাঁর মেয়ে কাঞ্চন গার্লস স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল ৷ শনিবার দুপুরে স্কুল থেকে ছুটি চাইলে শিক্ষক তাকে ঘণ্টার পর ঘণ্টা রোদে দাঁড় করিয়ে দেন ৷ এরপর ফেরার পথে বাড়ি থেকে 100 মিটার দূরে একজায়গায় শুয়ে পড়ে ওই কিশোরী ৷ স্থানীয়রা তাকে কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷

আরও পড়ুন : 'বোরিং' শিক্ষিকার ছবি পোস্ট, বেত মেরে ছাত্রীকে শিক্ষা !

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.