নয়াদিল্লি, 24 জানুয়ারি: তীব্র ভূমিকম্পে কাঁপল দিল্লি ও তার সংলগ্ন অঞ্চল ৷ মঙ্গলবার দুপুরে এই ভূ-কম্পন অনুভূত হয় ৷ এই কম্পনে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি (earthquake felt in Delhi)৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে এদিন দুপুর 2টো 28 মিনিট নাগাদ এই কম্পন হয় ৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল 5.8 ৷ এর উৎসস্থল নেপাল বলে মনে করা হচ্ছে ৷
-
An earthquake with a magnitude of 5.8 on the Richter Scale hit Nepal at 2:28 pm today: National Center for Seismology (NCS) pic.twitter.com/bAyESuuQFJ
— ANI (@ANI) January 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">An earthquake with a magnitude of 5.8 on the Richter Scale hit Nepal at 2:28 pm today: National Center for Seismology (NCS) pic.twitter.com/bAyESuuQFJ
— ANI (@ANI) January 24, 2023An earthquake with a magnitude of 5.8 on the Richter Scale hit Nepal at 2:28 pm today: National Center for Seismology (NCS) pic.twitter.com/bAyESuuQFJ
— ANI (@ANI) January 24, 2023
জানা গিয়েছে, এই ভূমিকম্পের স্থায়িত্ব ছিল 15 সেকেন্ড ৷ নেপালে ভূপৃষ্ঠ থেকে 10 কিমি গভীরে ছিল এই ভূমিকম্পের কেন্দ্র ৷ এদিনের কম্পনের ফলে দিল্লিতে আতঙ্ক ছড়ায় ৷ ঘরবাড়ি, অফিস থেকে লোকজন বাইরে বেরিয়ে আসেন (Delhi Earthquake)৷ দিল্লি, এনসিআর-এর পাশাপাশি রাজস্থানেও এদিনের কম্পন টের পাওয়া গিয়েছে ৷ নেপালের যে স্থান এই ভূমিকম্পের উৎসস্থল বলে মনে করা হচ্ছে সেটি উত্তরাখণ্ডের পিথোরাগড় থেকে প্রায় 148 কিমি দূরে অবস্থিত বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ৷
আরও পড়ুন: আকাশ থেকে টাকার বৃষ্টি, ছড়ানো হচ্ছে মুঠো মুঠো নোট ! ভাইরাল ভিডিয়ো
নয়ডা, রাজস্থানের জয়পুর থেকেও এদিনের কম্পন টের পাওয়া গিয়েছে ৷ এদিন দিল্লির পৌরনিগমে যখন অধিবেশন চলছিল সেই সময় এই ভূমিকম্পের ঘটনায় সেখানেও আতঙ্ক ছড়ায় ৷ এদিনের কম্পন ভালোমতোই টের পেয়েছেন দিল্লির বাসিন্দারা ৷ অনেকেই জানিয়েছেন, তাঁরা বহুতলে অফিসের মধ্যেই এই কম্পন বুঝতে পেরেছেন ৷ যাঁরা রাস্তায় ছিলেন তাঁরাও জানিয়েছেন, হঠাৎ মাটি কাঁপতে শুরু করে ৷
তবে দিল্লি ও সংলগ্ন অংশে ভূকম্পন অনুভূত হওয়া নতুন কোনও ঘটনা নয় ৷ চলতি মাসে নতুন বছরের প্রথম দিনেই কেঁপেছিল দিল্লি ৷ 1 জানুয়ারির ওই কম্পনের তীব্রতা ছিল 3.8 ৷ সেই ভূমিকম্পের উৎসস্থলও ছিল নেপালে, মাটি থেকে 10 কিমি গভীরে ৷ এর আগে গত বছর 12 নভেম্বরও ভূমিকম্প অনুভূত হয়েছিল দিল্লিতে ৷ সেদিন ওই কম্পনের মাত্রা ছিল 5.4 ৷