ETV Bharat / bharat

Stray Dog Killed: ইন্দোরে পথ কুকুরকে কুপিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার 2 যুবক - Stray Dog Killed

ইন্দোরে পথ কুকুরকে কুপিয়ে মারার অভিযোগ উঠল (Stray Dog Stabbed With Knife) ৷ ঘটনায় 2 যুবককে গ্রেফতার করা হয়েছে ৷ জানা গিয়েছে, তাঁদের উপরে চিৎকার করত বলেই নাকি কুকুরটিকে কুপিয়ে মেরেছে ওই 2 যুবক (Stray Dog Kills by Two Youth for Barking at Them) ৷

Stray Dog Allegedly Kills by Two Youth for Barking at Them in Madhya Pradesh
Stray Dog Allegedly Kills by Two Youth for Barking at Them in Madhya Pradesh
author img

By

Published : Nov 1, 2022, 4:51 PM IST

ইন্দোর, 1 নভেম্বর: একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে (Stray Dog Kills by Two Youth for Barking at Them) ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ইন্দোরের বনগঙ্গা এলাকায় ৷ জানা গিয়েছে, কুকুরটি গত কয়েকদিন ধরে ওই 2 দুই যুবককে দেখলে চিৎকার করছিল ৷ গত রবিবার রাতেও একইভাবে তাদের উপরে চিৎকার করছিল কুকুরটি ৷ আর সেই রাগেই তাঁরা কুকুরটিকে একটি ছুরি দিয়ে কোপ মারে (Stray Dog Stabbed With Knife) ৷ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় জানিয়েছে গত কয়েকদিন ধরেই কুকুরটি তাঁদের দেখলে চিৎকার করছিল ৷ রবিবার রাতেও নাকি সে ওই দুই যুবককে দেখে চিৎকার করছিল ৷ তখনই ছুরি নিয়ে কুকুরটির উপর হামলা চালায় তাঁরা (Stray Dog Killed)৷ কুকুরটিকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ৷ ঘটনাস্থলেই কুকুরটি মারা যায় বলে পুলিশকে জানিয়েছে অভিযুক্ত দুই যুবক ৷

আরও পড়ুন: সিউড়ি পশু হাসপাতালে রক্তদান করল দুই পথ কুকুর, গ্রহীতা আরও দুই

এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় বনগঙ্গা এলাকায় ৷ খবর পৌঁছায় 'পিপল ফর অ্যানিমাল' নামে একটি বেসরকারি পশুপ্রেমী সংস্থার কাছে ৷ ওই সংস্থার সভাপতি প্রিয়াংশু জৈন এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ এর পরেই বনগঙ্গা পুলিশ স্টেশনে পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন ও সেই সংক্রান্ত অন্যান্য ধারায় মামলা দায়ের হয় ৷ পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে ওই দুই যুবককে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, ধৃতদের একজনের বয়স 20 বছর এবং আরেকজনের বসয় 25 বছর ৷

ইন্দোর, 1 নভেম্বর: একটি পথ কুকুরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে (Stray Dog Kills by Two Youth for Barking at Them) ৷ ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশ (Madhya Pradesh) ইন্দোরের বনগঙ্গা এলাকায় ৷ জানা গিয়েছে, কুকুরটি গত কয়েকদিন ধরে ওই 2 দুই যুবককে দেখলে চিৎকার করছিল ৷ গত রবিবার রাতেও একইভাবে তাদের উপরে চিৎকার করছিল কুকুরটি ৷ আর সেই রাগেই তাঁরা কুকুরটিকে একটি ছুরি দিয়ে কোপ মারে (Stray Dog Stabbed With Knife) ৷ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷

পুলিশ সূত্রে খবর, ধৃতরা জেরায় জানিয়েছে গত কয়েকদিন ধরেই কুকুরটি তাঁদের দেখলে চিৎকার করছিল ৷ রবিবার রাতেও নাকি সে ওই দুই যুবককে দেখে চিৎকার করছিল ৷ তখনই ছুরি নিয়ে কুকুরটির উপর হামলা চালায় তাঁরা (Stray Dog Killed)৷ কুকুরটিকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ৷ ঘটনাস্থলেই কুকুরটি মারা যায় বলে পুলিশকে জানিয়েছে অভিযুক্ত দুই যুবক ৷

আরও পড়ুন: সিউড়ি পশু হাসপাতালে রক্তদান করল দুই পথ কুকুর, গ্রহীতা আরও দুই

এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় বনগঙ্গা এলাকায় ৷ খবর পৌঁছায় 'পিপল ফর অ্যানিমাল' নামে একটি বেসরকারি পশুপ্রেমী সংস্থার কাছে ৷ ওই সংস্থার সভাপতি প্রিয়াংশু জৈন এই ঘটনায় পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ এর পরেই বনগঙ্গা পুলিশ স্টেশনে পশুদের প্রতি নিষ্ঠুরতা প্রতিরোধ আইন ও সেই সংক্রান্ত অন্যান্য ধারায় মামলা দায়ের হয় ৷ পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে ওই দুই যুবককে গ্রেফতার করেছে ৷ জানা গিয়েছে, ধৃতদের একজনের বয়স 20 বছর এবং আরেকজনের বসয় 25 বছর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.