দেরাদুন, 5 এপ্রিল : জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে প্রাণ গেল এক যুবকের ৷ পাখির জন্য বরাদ্দ বুলেট ছিটকে মৃত্য়ু হল উত্তরাখণ্ডের বাসিন্দা সন্তোষ পাওয়ারের ৷ ঘটনার পরই বিষ খেয়ে আত্মঘাতী হলেন সন্তোষের আরও তিন বন্ধু ৷
স্থানীয় ঘনশালী থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক কুলদীপ শাহ জানিয়েছেন, গ্রাম লাগোয়া জঙ্গলে পাখি শিকার করতে গিয়েছিল সাতজনের একটি দল ৷ প্রত্য়েকেরই বয়স 18 থেকে 23 বছরের মধ্যে ৷ সাতজনই তেহরি জেলার ভিলঙ্গনার কুন্দি গ্রামের বাসিন্দা ৷ সেই সময়েই ঘটে যায় দুর্ঘটনা ৷ এক যুবকের হাতে ধরে থাকা রাইফেল থেকে হঠাৎই গুলি ছিটকে বেরোয় ৷ তাতেই প্রাণ যায় 19 বছরের সন্তোষ পাওয়ারের ৷
আরও পড়ুন : অনলাইন গেম খেলতে বারণ করায় বহুতল থেকে ঝাঁপ কিশোরের
ঘটনায় হতভম্ব হয়ে যান দলের বাকি সদস্যরা ৷ পুলিশ সূত্রে খবর, যে যুবকের হাতে রাইফেলটি ধরা ছিল, তাঁর নাম রাজীব সিং (22) ৷ খুব সম্ভবত, জঙ্গলের ভিতর দিয়ে হাঁটার সময় পা হড়কে যায় তাঁর ৷ তাতেই হাতে থাকা বন্দুকের ট্রিগারে আঙুল পড়ে যায় তাঁর ৷ গুলি বেরিয়ে তা ঢুকে যায় সন্তোষের শরীরে ৷ ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তাঁর ৷
এমন মর্মান্তিক ঘটনায় শুধু সন্তোষের পরিবারের সদস্যরাই নন, ভেঙে পড়েন সন্তোষের সঙ্গে থাকা বাকি ছয় যুবকও ৷ ইতিমধ্যেই তাঁদের মধ্যে তিনজন বিষ খেয়ে আত্মহত্যা করেন ৷ গোটা ঘটনায় শোকস্তব্ধ স্থানীয় বাসিন্দারা ৷