ETV Bharat / bharat

Tragic Incident in Indore: গরবার অনুষ্ঠানে মৃত 11 বছরের নাবালিকার, গুলির উৎস খুঁজছে পুলিশ - Hit by a stray bullet

উৎসবের রাতে এক মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল ইন্দোর ৷ গুলিবিদ্ধ হয়ে জীবন গেল নাবালিকার ৷ গরবা নাচের (Garba Dance) অনুষ্ঠানে মায়ের কোলে বসে ছিল সে ৷

Stray bullet claims life of a girl child during Garba dance in Indore
Stray bullet claims life of a girl child during Garba dance in Indore
author img

By

Published : Oct 6, 2022, 9:57 AM IST

Updated : Oct 6, 2022, 12:19 PM IST

ইন্দোর(মধ্যপ্রদেশ), 6 অক্টোবর: মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) গরবার (Garba Dance) অনুষ্ঠানে নেমে এল শোকের ছায়া। জানা গিয়েছে অনুষ্ঠান চলাকালীন মঙ্গলবার রাত 10টা নাগাদ হঠাৎ গুলি এসে লাগে মায়ের কোলে বসে থাকা এগারো বছরের একটি নাবালিকার (Hit by a stray bullet) ৷ তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ বারো ঘণ্টার বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষমেশ হারতে হল তাকে ।

নাবালিকা মধ্যপ্রদেশের ইন্দোর জেলার হীরানগর এলাকার বাসিন্দা ৷ সে তার আত্মীয়দের সঙ্গে গরবা দেখতে গিয়েছিল । হঠাৎ একটি বুলেট এসে নাবালিকার মাথায় আঘাত লাগে ৷ শুরু হয় রক্তপাত । প্রথমটায় নাবালিকার বাবা-মা বুঝতে পারেননি কী হয়েছে । অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ ঘটনাটি বুঝতে পেরে নাবালিকাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । সেখানে বারো ঘণ্টারও বেশি সময় লড়াই করার পর শেষমেশ মৃত্যু হয় নাবালিকার ।

আরও পড়ুন: পড়ুয়া বোঝাই বাসে দুর্ঘটনা, কেরলে মৃত কমপক্ষে 9

পরে পুলিশকে গোটা ঘটনাটি জানানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অতিরিক্ত ডিসিপি রাজেশ রঘুবংশী (Additional DCP Rajesh Raghuvanshi) বলেন, "নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট আসার পরই বিষয়টি পরিষ্কার হবে । তবে গুলির আঘাতেই মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ।" কোথা থেকে গুলি এল তা জানার কাজ শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে ।

ইন্দোর(মধ্যপ্রদেশ), 6 অক্টোবর: মধ্যপ্রদেশের ইন্দোরে (Indore) গরবার (Garba Dance) অনুষ্ঠানে নেমে এল শোকের ছায়া। জানা গিয়েছে অনুষ্ঠান চলাকালীন মঙ্গলবার রাত 10টা নাগাদ হঠাৎ গুলি এসে লাগে মায়ের কোলে বসে থাকা এগারো বছরের একটি নাবালিকার (Hit by a stray bullet) ৷ তড়িঘড়ি করে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ বারো ঘণ্টার বেশি সময় ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করেও শেষমেশ হারতে হল তাকে ।

নাবালিকা মধ্যপ্রদেশের ইন্দোর জেলার হীরানগর এলাকার বাসিন্দা ৷ সে তার আত্মীয়দের সঙ্গে গরবা দেখতে গিয়েছিল । হঠাৎ একটি বুলেট এসে নাবালিকার মাথায় আঘাত লাগে ৷ শুরু হয় রক্তপাত । প্রথমটায় নাবালিকার বাবা-মা বুঝতে পারেননি কী হয়েছে । অল্প সময়ের মধ্যেই সম্পূর্ণ ঘটনাটি বুঝতে পেরে নাবালিকাকে একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় । সেখানে বারো ঘণ্টারও বেশি সময় লড়াই করার পর শেষমেশ মৃত্যু হয় নাবালিকার ।

আরও পড়ুন: পড়ুয়া বোঝাই বাসে দুর্ঘটনা, কেরলে মৃত কমপক্ষে 9

পরে পুলিশকে গোটা ঘটনাটি জানানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । অতিরিক্ত ডিসিপি রাজেশ রঘুবংশী (Additional DCP Rajesh Raghuvanshi) বলেন, "নাবালিকার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ রিপোর্ট আসার পরই বিষয়টি পরিষ্কার হবে । তবে গুলির আঘাতেই মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে ।" কোথা থেকে গুলি এল তা জানার কাজ শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজও শুরু হয়েছে ।

Last Updated : Oct 6, 2022, 12:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.