ETV Bharat / bharat

Marriage for Cheating: লুকিয়ে একাধিক বিয়ে, টাকার লোভে যুবকের জালিয়াতির অভিনব ঘটনা - অন্ধ্রপ্রদেশের যুবক

টাকা হাতাতে অভিনব পন্থা অন্ধ্রের যুবকের ৷ লুকিয়ে একের পর এক বিয়ে, আত্মহত্যায় প্ররোচনা স্ত্রীকে (story of Andhra man who molested his wife and provoke for suicide for money) ৷

ETV Bharat
Andhra Scam Story
author img

By

Published : Nov 25, 2022, 10:35 PM IST

হায়দরাবাদ, 25 নভেম্বর: মহিলাদের টাকা হাতাতে লুকিয়ে একের পর এক বিয়ে যুবকের ৷ ঘটনা জানতে পেরে পুলিশে অভিযোগ দায়ের দ্বিতীয় স্ত্রী'র ৷ জালিয়াতির এরকমই এক অভিনব ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম মহেন্দ্রবাবু ৷

জানা গিয়েছে, জালিয়াতির মাধ্যমে টাকা হাতাতে এক অভিনব পন্থা অবলম্বন করেছিল এই যুবক ৷ তাঁর পরিকল্পনা ছিল, লুকিয়ে একাধিক বিয়ে করা এবং স্ত্রী'র বিমায় নিজেকে নমিনি হিসেবে রাখা ৷ যাতে মহিলার মৃত্যু হলে সেই বিমার টাকা তার ঝুলিতে আসে ৷ শুধু তাই নয়, নিজের এই লক্ষ্য পূরণ করতে স্ত্রী'র উপর অত্যাচারও করত সে, যাতে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেন ওই মহিলা ৷ আর তাঁর মৃত্যুর পর টাকা যায় মহেন্দ্রবাবুর কাছে ৷ আবার ঋণ নেওয়ার নাম করেও জালিয়াতি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে (story of Andhra man who molested his wife and provoke for suicide) ৷

আরও পড়ুন: ফরিদাবাদের জঙ্গলে উদ্ধার সুটকেসবন্দি দেহখণ্ড কি শ্রদ্ধার ? উত্তর খুঁজছে পুলিশ

জানা গিয়েছে, অন্ধ্রের নন্দীআলা জেলার চক্রজুভেমুলা গ্রামের বাসিন্দা মহেন্দ্রবাবু প্রথমে বিয়ে করে মার্কাপূরমের এক মহিলাকে ৷ কিন্তু সেই কথা লুকিয়ে ওই যুবক আরও এক মহিলার সঙ্গে প্রেম ও বিয়ে করেন 4 বছর আগে ৷ জানা গিয়েছে, যুবকের মা বিষয়টি জানতেন ৷ মহেন্দ্রবাবু তার মা'কে বলেছিল, দ্বিতীয় স্ত্রী আত্মঘাতী হলে তাঁর বিমার টাকা সে পাবে ৷ এই জন্য সে দ্বিতীয় পক্ষের স্ত্রীর উপর অত্যাচারও শুরু করে, যাতে ওই মহিলা আত্মহত্যার পথ বেছে নেন ৷ কিন্তু মহিলা অত্যাচার সহ্য করতে না-পেরে হায়দরাবাদে চলে যান ৷

এর প্রায় 3 বছর পর কৃষ্ণা জেলার এক মহিলার সঙ্গে প্রথমে প্রেম ও পরে বিয়ে করেন ওই যুবক (Andhra man got three marriages) ৷ মহিলার থেকে 5 লাখ টাকাও ও তাঁর মায়ের কাছ থেকে আরও 5 লাখ টাকা ঋণ হিসেবেও নেন মহেন্দ্র নামে ওই যুবক ৷ কিন্তু তার দ্বিতীয় স্ত্রী কোনওভাবে বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ জানান ৷ তারপরেই গোটা ঘটনা সামনে আসে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ (Andhra Scam Story) ৷

হায়দরাবাদ, 25 নভেম্বর: মহিলাদের টাকা হাতাতে লুকিয়ে একের পর এক বিয়ে যুবকের ৷ ঘটনা জানতে পেরে পুলিশে অভিযোগ দায়ের দ্বিতীয় স্ত্রী'র ৷ জালিয়াতির এরকমই এক অভিনব ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশে ৷ অভিযুক্ত ব্যক্তির নাম মহেন্দ্রবাবু ৷

জানা গিয়েছে, জালিয়াতির মাধ্যমে টাকা হাতাতে এক অভিনব পন্থা অবলম্বন করেছিল এই যুবক ৷ তাঁর পরিকল্পনা ছিল, লুকিয়ে একাধিক বিয়ে করা এবং স্ত্রী'র বিমায় নিজেকে নমিনি হিসেবে রাখা ৷ যাতে মহিলার মৃত্যু হলে সেই বিমার টাকা তার ঝুলিতে আসে ৷ শুধু তাই নয়, নিজের এই লক্ষ্য পূরণ করতে স্ত্রী'র উপর অত্যাচারও করত সে, যাতে বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেন ওই মহিলা ৷ আর তাঁর মৃত্যুর পর টাকা যায় মহেন্দ্রবাবুর কাছে ৷ আবার ঋণ নেওয়ার নাম করেও জালিয়াতি করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে (story of Andhra man who molested his wife and provoke for suicide) ৷

আরও পড়ুন: ফরিদাবাদের জঙ্গলে উদ্ধার সুটকেসবন্দি দেহখণ্ড কি শ্রদ্ধার ? উত্তর খুঁজছে পুলিশ

জানা গিয়েছে, অন্ধ্রের নন্দীআলা জেলার চক্রজুভেমুলা গ্রামের বাসিন্দা মহেন্দ্রবাবু প্রথমে বিয়ে করে মার্কাপূরমের এক মহিলাকে ৷ কিন্তু সেই কথা লুকিয়ে ওই যুবক আরও এক মহিলার সঙ্গে প্রেম ও বিয়ে করেন 4 বছর আগে ৷ জানা গিয়েছে, যুবকের মা বিষয়টি জানতেন ৷ মহেন্দ্রবাবু তার মা'কে বলেছিল, দ্বিতীয় স্ত্রী আত্মঘাতী হলে তাঁর বিমার টাকা সে পাবে ৷ এই জন্য সে দ্বিতীয় পক্ষের স্ত্রীর উপর অত্যাচারও শুরু করে, যাতে ওই মহিলা আত্মহত্যার পথ বেছে নেন ৷ কিন্তু মহিলা অত্যাচার সহ্য করতে না-পেরে হায়দরাবাদে চলে যান ৷

এর প্রায় 3 বছর পর কৃষ্ণা জেলার এক মহিলার সঙ্গে প্রথমে প্রেম ও পরে বিয়ে করেন ওই যুবক (Andhra man got three marriages) ৷ মহিলার থেকে 5 লাখ টাকাও ও তাঁর মায়ের কাছ থেকে আরও 5 লাখ টাকা ঋণ হিসেবেও নেন মহেন্দ্র নামে ওই যুবক ৷ কিন্তু তার দ্বিতীয় স্ত্রী কোনওভাবে বিষয়টি জানতে পেরে পুলিশে অভিযোগ জানান ৷ তারপরেই গোটা ঘটনা সামনে আসে ৷ তদন্ত শুরু করেছে পুলিশ (Andhra Scam Story) ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.