ETV Bharat / bharat

CM Nitish Kumar পটনায় নীতীশ কুমারের কনভয়ে পাথর হামলা, ভাঙা হল গাড়ির কাঁচ - নীতীশ কুমারের কনভয়ে দুষ্কৃতীদের পাথর হামলা

পটনার গৌরীচক থানার সোহগী গ্রামের (Sohgi Village) কাছে এদিন নীতীশ কুমারের (Nitish Kumar) কনভয় পৌঁছতেই সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ঘটনার সময় কেবল নিরাপত্তারক্ষীরাই গাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে ৷ তবে ঠিক কী কারণে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা ৷ অনুসন্ধানে নেমে সামনে আসছে অন্য একটি ঘটনা ৷

Etv Bharat
পটনায় নীতীশ কুমারের কনভয়ে পাথর হামলা
author img

By

Published : Aug 21, 2022, 10:00 PM IST

পটনা, 21 অগস্ট: মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) কনভয়ে পাথর হামলা ৷ ঘটনায় ভাঙল চার-চারটি গাড়ির কাঁচ ৷ সবমিলিয়ে রবিবাসরীয় বিকেলে উত্তপ্ত বিহারের রাজধানী পটনা (Stones Pelted At Bihar CM Nitish Kumar carcade in Patna) ৷ যদিও ঘটনার সময় নীতিশ কুমার গাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে ৷ পটনার গৌরীচক থানার সোহগী গ্রামের (Sohgi Village) কাছে এদিন নীতীশ কুমারের কনভয় পৌঁছতেই সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ঘটনার সময় কেবল নিরাপত্তারক্ষীরাই গাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে ৷ তবে ঠিক কী কারণে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, তার কারণ অনুসন্ধানে নেমে সামনে আসছে অন্য একটি ঘটনার কথা ৷

গত 7 আগস্ট থেকে নিখোঁজ যুবক সানি কুমারের মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত গৌরীচকের সোহগী গ্রাম ৷ রবিবার বিউড় থানা এলাকার একটি হাইড্রেন থেকে সানি কুমারের লাশ উদ্ধার করা হয়। যুবকের মৃত্যুর কারণে স্বাভাবিকভাবেই ক্ষোভের সঞ্চার হয় ৷ পুলিশ, প্রশাসন ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷ পটনা-গয়া রাজ্য সড়ক 1-এ রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা ৷ মুখ্যমন্ত্রীর কনভয় অবরুদ্ধ স্থানে পৌঁছতেই উন্মত্ত জনতা পাথর ছুড়তে থাকে। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ । চলে লাঠিও ৷

আরও পড়ুন: দিল্লি যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ, টুইটে দাবি রাকেশ টিকায়েতের

যুবকের মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করে দোষীদের উপযুক্ত শাস্তি চাইছেন সোহাগী গ্রামের বাসিন্দারা ৷ তারই ফলশ্রুতি এদিন মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনা ৷ উল্লেখ্য, বিজেপির ছেড়ে সম্প্রতি আরজেডির হাত ধরে বিহারে নতুন সরকার গঠন করেছেন নীতীশ কুমার ৷ নীতীশের নেতৃত্বে নয়া মন্ত্রিসভার সম্প্রসারণও হয়েছে পূর্বের রাজ্যটিতে ৷

পটনা, 21 অগস্ট: মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) কনভয়ে পাথর হামলা ৷ ঘটনায় ভাঙল চার-চারটি গাড়ির কাঁচ ৷ সবমিলিয়ে রবিবাসরীয় বিকেলে উত্তপ্ত বিহারের রাজধানী পটনা (Stones Pelted At Bihar CM Nitish Kumar carcade in Patna) ৷ যদিও ঘটনার সময় নীতিশ কুমার গাড়িতে ছিলেন না বলেই জানা গিয়েছে ৷ পটনার গৌরীচক থানার সোহগী গ্রামের (Sohgi Village) কাছে এদিন নীতীশ কুমারের কনভয় পৌঁছতেই সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা ৷ ঘটনার সময় কেবল নিরাপত্তারক্ষীরাই গাড়িতে ছিলেন বলে জানা গিয়েছে ৷ তবে ঠিক কী কারণে মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলা, তার কারণ অনুসন্ধানে নেমে সামনে আসছে অন্য একটি ঘটনার কথা ৷

গত 7 আগস্ট থেকে নিখোঁজ যুবক সানি কুমারের মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত গৌরীচকের সোহগী গ্রাম ৷ রবিবার বিউড় থানা এলাকার একটি হাইড্রেন থেকে সানি কুমারের লাশ উদ্ধার করা হয়। যুবকের মৃত্যুর কারণে স্বাভাবিকভাবেই ক্ষোভের সঞ্চার হয় ৷ পুলিশ, প্রশাসন ও সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷ পটনা-গয়া রাজ্য সড়ক 1-এ রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন তারা ৷ মুখ্যমন্ত্রীর কনভয় অবরুদ্ধ স্থানে পৌঁছতেই উন্মত্ত জনতা পাথর ছুড়তে থাকে। ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ । চলে লাঠিও ৷

আরও পড়ুন: দিল্লি যাওয়ার পথে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ, টুইটে দাবি রাকেশ টিকায়েতের

যুবকের মৃত্যুর সঠিক কারণ খুঁজে বের করে দোষীদের উপযুক্ত শাস্তি চাইছেন সোহাগী গ্রামের বাসিন্দারা ৷ তারই ফলশ্রুতি এদিন মুখ্যমন্ত্রীর কনভয়ে হামলার ঘটনা ৷ উল্লেখ্য, বিজেপির ছেড়ে সম্প্রতি আরজেডির হাত ধরে বিহারে নতুন সরকার গঠন করেছেন নীতীশ কুমার ৷ নীতীশের নেতৃত্বে নয়া মন্ত্রিসভার সম্প্রসারণও হয়েছে পূর্বের রাজ্যটিতে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.