ETV Bharat / bharat

অক্সিজেন চাই, তাই চার মাসের জন্য স্টারলাইটকে প্ল্যান্ট চালু করার অনুমতি

তামা উৎপাদন নিয়ে স্থানীয়দের প্রতিবাদের জেরে বন্ধ হয়ে যায় তুতিকোরিনে স্টারলাইট প্ল্যান্ট ৷ সম্প্রতি বেদান্ত গ্রুপ অক্সিজেন উৎপাদনের স্বার্থে প্ল্যান্টটি ফের চালু করার আবেদন জানায় সুপ্রিম কোর্টে ৷ সেই রায় বেরবার আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী চার মাসের জন্য প্ল্যান্ট চালুর ছাড়পত্র দিল ৷

বিতর্কিত স্টারলাইট প্ল্যান্ট
বিতর্কিত স্টারলাইট প্ল্যান্ট
author img

By

Published : Apr 26, 2021, 4:40 PM IST

তুতিকোরিন, 26 এপ্রিল: অক্সিজেনের প্রয়োজন মেটাতে ফের চালু হবে স্টারলাইট প্ল্যান্ট ৷ আজ, তামিলনাড়ুতে সর্বদলীয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী তুতিকোরিনে এই প্ল্যান্ট চালু করার সিদ্ধান্তের কথা জানান ৷

রাজ্যের আটটি দল- এআইডিএমকে, ডিএমকে, বিজেপি, কংগ্রেস, পিএমকে, ডিএমডিকে আর বাকি বাম দলগুলিও এতে সম্মতি জানিয়েছে ৷

ডিএমকে নেত্রী তুতিকোরিনের সাংসদ কানিমোঝি বলেন, "অক্সিজেন উৎপাদনের কারণে চার মাসের জন্য প্ল্যান্টটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরে বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা করা হবে ৷"

স্টেরিলাইট প্ল্যান্ট বিতর্ক-

2018 সাল থেকে কপার উৎপাদন ঘিরে অঞ্চলবাসীর প্রতিবাদে বন্ধ হয়ে যায় এই প্ল্যান্ট ৷ সম্প্রতি অক্সিজেন উৎপাদনের স্বার্থে প্ল্যান্ট ফের চালু করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় বেদান্ত গ্রুপ ৷ সেই মামলার রায় এখনো বের হয়নি ৷

আজ আড়াই ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর তামিলনাড়ু সরকার জানায়, এই প্ল্যান্ট থেকে উৎপাদিত অক্সিজেন প্রথমে তামিলনাড়ুর প্রয়োজনে ব্যবহৃত হবে, এর পর উদ্বৃত্ত থাকলে তা অন্য রাজ্যকে দেওয়া হবে ৷

আরও পড়ুন: কোভিড মোকাবিলা নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা মোদির

এক সময় এই প্ল্যান্ট খোলার তীব্র বিরোধিতা করেছে ডিএমকে দল ৷ করোনা সংক্রমণের কারণে সামান্য সময়ের জন্য এই প্ল্যান্ট খোলার অনুমতি দিলেও তার উপর কড়া নজরদারি করা হবে ৷ তৈরি হবে একটি মনিটরিং কমিটি ৷ এই কমিটিতে থাকবেন এসপি, সাব-কালেক্টর, জেলার পলিউশন কন্ট্রোল বোর্ডের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, অক্সিজেন উৎপাদন বিষয়ে দু’জন বিশেষজ্ঞ আর তিনজন প্রতিনিধি থাকবেন পরিবেশ সংগঠন আর অ্যান্টি-স্টেরিলাইট গ্রুপের তরফ থেকে ৷ এদিন একথা জানালেন ডিএমকে নেত্রী কানিমোঝি ৷ এখান থেকে উৎপাদিত অক্সিজেন বিনামূল্যে তামিলনাড়ুর মানুষকে দেওয়া হবে ৷

রাজ্যের বিজেপি সভাপতি এল মুরুগানও একই কথা বলেন ৷

স্টেরিলাইট প্ল্যান্ট খোলার বিরুদ্ধে থাকা এমডিএমকে-র প্রধান ভাইকোও রাজি হয়েছেন এই অনুমোদনে ৷ তবে তিনি বলেন, "এই সংস্থা যেন কখনোই নিজে এই প্ল্যান্ট চালানোর ছাড়পত্র না পায় ৷"

তুতিকোরিন প্ল্যান্ট প্রতিদিন 1050 টন অক্সিজেন উৎপাদনে সক্ষম ৷

তুতিকোরিন, 26 এপ্রিল: অক্সিজেনের প্রয়োজন মেটাতে ফের চালু হবে স্টারলাইট প্ল্যান্ট ৷ আজ, তামিলনাড়ুতে সর্বদলীয় বৈঠকের পর মুখ্যমন্ত্রী ই কে পালানিস্বামী তুতিকোরিনে এই প্ল্যান্ট চালু করার সিদ্ধান্তের কথা জানান ৷

রাজ্যের আটটি দল- এআইডিএমকে, ডিএমকে, বিজেপি, কংগ্রেস, পিএমকে, ডিএমডিকে আর বাকি বাম দলগুলিও এতে সম্মতি জানিয়েছে ৷

ডিএমকে নেত্রী তুতিকোরিনের সাংসদ কানিমোঝি বলেন, "অক্সিজেন উৎপাদনের কারণে চার মাসের জন্য প্ল্যান্টটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ পরে বিষয়টি নিয়ে আরও পর্যালোচনা করা হবে ৷"

স্টেরিলাইট প্ল্যান্ট বিতর্ক-

2018 সাল থেকে কপার উৎপাদন ঘিরে অঞ্চলবাসীর প্রতিবাদে বন্ধ হয়ে যায় এই প্ল্যান্ট ৷ সম্প্রতি অক্সিজেন উৎপাদনের স্বার্থে প্ল্যান্ট ফের চালু করার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায় বেদান্ত গ্রুপ ৷ সেই মামলার রায় এখনো বের হয়নি ৷

আজ আড়াই ঘণ্টার দীর্ঘ বৈঠকের পর তামিলনাড়ু সরকার জানায়, এই প্ল্যান্ট থেকে উৎপাদিত অক্সিজেন প্রথমে তামিলনাড়ুর প্রয়োজনে ব্যবহৃত হবে, এর পর উদ্বৃত্ত থাকলে তা অন্য রাজ্যকে দেওয়া হবে ৷

আরও পড়ুন: কোভিড মোকাবিলা নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা মোদির

এক সময় এই প্ল্যান্ট খোলার তীব্র বিরোধিতা করেছে ডিএমকে দল ৷ করোনা সংক্রমণের কারণে সামান্য সময়ের জন্য এই প্ল্যান্ট খোলার অনুমতি দিলেও তার উপর কড়া নজরদারি করা হবে ৷ তৈরি হবে একটি মনিটরিং কমিটি ৷ এই কমিটিতে থাকবেন এসপি, সাব-কালেক্টর, জেলার পলিউশন কন্ট্রোল বোর্ডের এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, অক্সিজেন উৎপাদন বিষয়ে দু’জন বিশেষজ্ঞ আর তিনজন প্রতিনিধি থাকবেন পরিবেশ সংগঠন আর অ্যান্টি-স্টেরিলাইট গ্রুপের তরফ থেকে ৷ এদিন একথা জানালেন ডিএমকে নেত্রী কানিমোঝি ৷ এখান থেকে উৎপাদিত অক্সিজেন বিনামূল্যে তামিলনাড়ুর মানুষকে দেওয়া হবে ৷

রাজ্যের বিজেপি সভাপতি এল মুরুগানও একই কথা বলেন ৷

স্টেরিলাইট প্ল্যান্ট খোলার বিরুদ্ধে থাকা এমডিএমকে-র প্রধান ভাইকোও রাজি হয়েছেন এই অনুমোদনে ৷ তবে তিনি বলেন, "এই সংস্থা যেন কখনোই নিজে এই প্ল্যান্ট চালানোর ছাড়পত্র না পায় ৷"

তুতিকোরিন প্ল্যান্ট প্রতিদিন 1050 টন অক্সিজেন উৎপাদনে সক্ষম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.