কলকাতা, 1 জানুয়ারি : আজ 1 জানুয়ারি, তৃণমূল কংগ্রেসের 24 তম প্রতিষ্ঠা দিবস (24th Foundation Day of TMC) ৷ আর এই দিনটিতে তৃণমূলের নেতা, কর্মী এবং সমর্থকদের শুভেচ্ছা জানালেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে বছরের আগামী দিনগুলিতে রাজ্য তথা দেশে হওয়া সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে লড়াই করার প্রতিজ্ঞা নিলেন তৃণমূল সুপ্রিমো (Stay United aganist Injustice Massage from TMC Supremo Mamata Banerjee) ৷
এ দিন সকালে পরপর দু’টি টুইট করেন মমতা ৷ যেখানে প্রথম টুইটে তাঁর দলের নেতা, কর্মী ও সমর্থকদের 24 তম বর্ষ উদযাপনের জন্য শুভেচ্ছা জানান ৷ তিনি লেখেন, ‘‘তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমি আমার সকল কর্মী, সমর্থক এবং মা-মাটি-মানুষ পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানাই ৷ 1998 সালের 1 জানুয়ারি আমাদের যাত্রা শুরু হয়েছিল ৷ সেই দিন থেকে আমরা জনগণের সেবায় এবং তাঁদের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে চলেছি ৷’’
এর পরেই দ্বিতীয় টুইটটি করেন বাংলার মুখ্যমন্ত্রী ৷ যেখানে 2022 সালে তাঁর এবং তাঁর দলের ইংরেজি নববর্ষের প্রতিজ্ঞা অর্থাৎ, নিউ ইয়ার রেজোলিউশনের কথা জানান মমতা ৷ লেখেন, ‘‘আমরা আরও একটা বছর পার করে এলাম ৷ আসুন আমরা প্রতিজ্ঞা করি, সকল অবিচারের বিরুদ্ধে লড়াইয়ে আমরা ঐক্যবদ্ধ থাকব ৷ আসুন আমরা একে অপরকে আন্তরিকতা এবং শ্রদ্ধার চোখে দেখি ৷ আমরা একসঙ্গে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মজবুত করে তুলি ৷ আপনাদের আশীর্বাদের জন্য সকলকে আমার ধন্যবাদ ৷’’
-
As we step into yet another year, let us promise to stay united in our fight against all injustices. Let us treat each other with kindness and respect. Let us work towards strengthening the federal structure of this nation.
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
I thank you all for your blessings. (2/2)
">As we step into yet another year, let us promise to stay united in our fight against all injustices. Let us treat each other with kindness and respect. Let us work towards strengthening the federal structure of this nation.
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022
I thank you all for your blessings. (2/2)As we step into yet another year, let us promise to stay united in our fight against all injustices. Let us treat each other with kindness and respect. Let us work towards strengthening the federal structure of this nation.
— Mamata Banerjee (@MamataOfficial) January 1, 2022
I thank you all for your blessings. (2/2)
আরও পড়ুন : Modi Mamata extend New Year greetings : অগ্রগতি ও সমৃদ্ধি প্রার্থনা করে নববর্ষের শুভেচ্ছা মোদি-মমতার
মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বার্তাটিতে জাতীয় রাজনীতিতে তৃণমূল যে বড় ভূমিকা নিতে চলেছে ৷ তাই যেন স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো ৷ যেখানে প্রতিপদে দেশের কথা উল্লেখ করেছেন তিনি ৷ আর দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে আরও মজবুত করার কথা বলে, কেন্দ্রের শাসকদলকে যেন নিঃশব্দ বার্তা দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷