নয়াদিল্লি, 4 জুন: বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগের তদন্তে নেমে পুলিশ এখনও পর্যন্ত প্রায় 125 জনের বক্তব্য রেকর্ড করেছে ৷ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ করেছেন মহিলা কুস্তিগীররা ৷ আর সেই ঘটনা তদন্তে নেমেই একের পর এক অভিযোগকারীর পাশাপাশি একাধিক ব্যক্তির বয়ান রেকর্ড করেছে পুলিশ ৷ একইসঙ্গে গোটা ঘটনায় অভিযোগকারী সেই কুস্তিগীর নাবালিকা নাকি, প্রাপ্তবয়স্ক তা হন্যে হয়ে জানার চেষ্টা করছে পুলিশ ৷ আদতে, এই কুস্তিগীরের পরিবারের একজন সদস্য অভিযোগকারিনীকে নাবালিকা বলে দাবি করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই মামলায় তদন্তকারীদের হাতে যে জন্মের শংসাপত্রটি এসেছে, তা দিল্লির। এর বেশি অবশ্য এখনই খোলসা করে কিছু বলতে নারাজ পুলিশ ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীকে নাবালিকা বলা হলেও, তদন্তে যদি প্রমাণিত হয় যে, ওই মহিলা কুস্তিগীর একজন প্রাপ্তবয়স্ক, তবে তাঁর পাশাপাশি তাঁর বাবার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। সেই সঙ্গে পুলিশ জানিয়েছে, মামলার তদন্তকারী নয়াদিল্লির এসআইটি এই মামলা সংক্রান্ত যাবতীয় প্রমাণ সংগ্রহে নিযুক্ত রয়েছেন। একই সঙ্গে এ মামলায় প্রায় 125 জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। সূত্রের খবর, বয়ান রেকর্ড করা হয়েছে, যার মধ্যে চারজন সাক্ষী নির্যাতিতা মহিলা কুস্তিগীরদের অভিযোগকে সত্য বলে জানিয়েছেন। এমন পরিস্থিতিতে ব্রিজভূষণের সমস্যা বাড়তে পারে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। 125 সম্ভাব্য সাক্ষীর মধ্যে এই চারজন সাক্ষীর বক্তব্য দিল্লি পুলিশ রেকর্ড করেছে ৷ জানা গিয়েছে, এদের মধ্যে একজন অলিম্পিয়ান, একজন কমনওয়েলথ স্বর্ণপদক জয়ী, একজন আন্তর্জাতিক রেফারি এবং একজন রাজ্য স্তরের কোচ। পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এ বিষয় নিয়ে এখনই কোনও আধিকারিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন না ৷ সেইসঙ্গে এই মুহূর্তে কোনও তথ্যও দিতে রাজি নন পুলিশ আধিকারিকরা ৷
আরও পড়ুন: বালাসোর ট্রেন দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা
28 মে নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে, কুস্তিগীররা সংসদ ভবন থেকে একটি মহিলা পঞ্চায়েত করার কথা ঘোষণা করেছিলেন। প্রতিবাদী কুস্তিগীররা মহিলা পঞ্চায়েতের জন্য সংসদ ভবনের দিকে মিছিল করলে পুলিশ তাঁদের হেফাজতে নেয়। এ সময় দু'পক্ষের মধ্যে হাতাহাতিও হয়, যে ভিডিয়ো ইতিমধ্য়েই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। উল্লেখ্য, যে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে প্রতিবাদকারী কুস্তিগীররা লাগাতার অবস্থান আন্দোলনের প্রায় 35 দিন পর 28 মে যন্তর মন্তর থেকে তাঁদের উচ্ছেদ করে দিল্লি পুলিশ ৷ যদিও ব্রিজভূষণ শরণ সিংকে গ্রেফতারের দাবিতে এখনও অনড় কুস্তিগীররা।