ETV Bharat / bharat

Presidential Poll 2022: দ্রৌপদী মুর্মুর জয় নিশ্চিত ? আজ পদ্ম শিবিরের বিজয় কর্মসূচি - পদ্ম শিবিরের বিজয় কর্মসূচি

তৃণমূলের শহিদ দিবস উদযাপনে আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মতলায় এসেছেন এবং আসছেন লক্ষ লক্ষ মানুষ ৷ আবার একুশে জুলাইয়েই দেশের 15তম রাষ্ট্রপতি ঠিক হবে ৷ ইতিমধ্যেই বিজয় কর্মসূচির আয়োজন করে ফেলেছে বিজেপি (Presidential Poll 2022) ৷

Presidential Poll 2022
দ্রৌপদী মুর্মু
author img

By

Published : Jul 21, 2022, 7:49 AM IST

কলকাতা, 21 জুলাই: আজ একুশে জুলাই ৷ একদিকে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উদযাপন । করোনার প্রকোপে 20-21, দু'বছর সমাবেশ হয়নি ৷ আজ ফের ধর্মতলায় বিশাল জনসমাবেশ । অন্যদিকে আজ দেশের 15তম রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা ৷

তবে ফলাফলের অপেক্ষা করেনি গেরুয়া শিবির ৷ ঘোষণার আগেই এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে একরকম জিতিয়ে দিয়েছে পদ্মফুল । তাই আজ রাজ্যজুড়ে সম্ভাব্য রাষ্ট্রপতির জয় উপলক্ষ্যে একাধিক কর্মসূচির ঘোষণা করেছে বঙ্গ বিজেপি (State BJP confident of victory of NDA Presidential Candidate Droupadi Murmu) ।

এর আগেই সব রাজনৈতিক দলের সমর্থন চেয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক-সাংসদদের চিঠি দিয়েছিলেন । চিঠিতে উল্লেখ করা হয়েছিল, রাষ্ট্রপতি হিসেবে সব দিক বিচার করলে দ্রৌপদী মুর্মুই আদর্শ প্রার্থী । তাই রাষ্ট্রপতি হিসেবে তাঁর জয় নিশ্চিত ।

আরও পড়ুন: লড়াইয়ে 'বিজেপি' বনাম 'প্রাক্তন বিজেপি'! রাইসিনা হিলসের কুর্সি কার ?

এ নির্বাচনে যে সংখ্যক বিধায়ক, সাংসদের ভোটের প্রয়োজন ছিল, তার কাছাকছি ছিল বিজেপিই । তবুও অন্য একাধিক বিরোধী দলও আদিবাসী নেত্রী তথা ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে বলে জানিয়েছিল । তাই যশবন্ত সিনহাকে টেক্কা দিয়ে রাষ্ট্রপতি হিসাবে তফশিলি জাতিভুক্ত দ্রৌপদী মুর্মুর জয় একপ্রকার নিশ্চিত, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরে রাজ্যজুড়ে বিজয় কর্মসূচি শুরু হবে । এর মধ্য়ে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতেই মূলত এই অনুষ্ঠান হবে । কলকাতার খুব কাছাকাছি ব্যারাকপুর ও কল্যাণীর আদিবাসী পাড়ায় অনুষ্ঠান হওয়ার কথা ।

  • পাশাপাশি এসটি মোর্চার সভাপতি জুয়েল মুর্মু মালদায় বিজয় সভা করবেন । লালগড়ে সভা করবেন রাজ্য সম্পাদক সোনালী মুর্মু ।
  • খোয়ারডাঙ্গা ও ভালকায় বিজয় অনুষ্ঠান করবেন বিধায়ক মনোজ ওড়াওন ।
  • মেতেলি ও নাগরকাটায় বিজয় সভা করবেন বিধায়ক পুনা ভেংরা ।
  • কালচিনির বিধায়ক বিশাল লামা সভা করবেন নিজের কেন্দ্রেই ।
  • গোয়ালতোড়ে বিজয় সভা করবেন রাজ্য সহ-সভাপতি সোমিত দাস ।

কলকাতা, 21 জুলাই: আজ একুশে জুলাই ৷ একদিকে তৃণমূল কংগ্রেসের শহিদ দিবস উদযাপন । করোনার প্রকোপে 20-21, দু'বছর সমাবেশ হয়নি ৷ আজ ফের ধর্মতলায় বিশাল জনসমাবেশ । অন্যদিকে আজ দেশের 15তম রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা ৷

তবে ফলাফলের অপেক্ষা করেনি গেরুয়া শিবির ৷ ঘোষণার আগেই এনডিএ পদপ্রার্থী দ্রৌপদী মুর্মুকে একরকম জিতিয়ে দিয়েছে পদ্মফুল । তাই আজ রাজ্যজুড়ে সম্ভাব্য রাষ্ট্রপতির জয় উপলক্ষ্যে একাধিক কর্মসূচির ঘোষণা করেছে বঙ্গ বিজেপি (State BJP confident of victory of NDA Presidential Candidate Droupadi Murmu) ।

এর আগেই সব রাজনৈতিক দলের সমর্থন চেয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধায়ক-সাংসদদের চিঠি দিয়েছিলেন । চিঠিতে উল্লেখ করা হয়েছিল, রাষ্ট্রপতি হিসেবে সব দিক বিচার করলে দ্রৌপদী মুর্মুই আদর্শ প্রার্থী । তাই রাষ্ট্রপতি হিসেবে তাঁর জয় নিশ্চিত ।

আরও পড়ুন: লড়াইয়ে 'বিজেপি' বনাম 'প্রাক্তন বিজেপি'! রাইসিনা হিলসের কুর্সি কার ?

এ নির্বাচনে যে সংখ্যক বিধায়ক, সাংসদের ভোটের প্রয়োজন ছিল, তার কাছাকছি ছিল বিজেপিই । তবুও অন্য একাধিক বিরোধী দলও আদিবাসী নেত্রী তথা ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল দ্রৌপদী মুর্মুকে সমর্থন করবে বলে জানিয়েছিল । তাই যশবন্ত সিনহাকে টেক্কা দিয়ে রাষ্ট্রপতি হিসাবে তফশিলি জাতিভুক্ত দ্রৌপদী মুর্মুর জয় একপ্রকার নিশ্চিত, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণার পরে রাজ্যজুড়ে বিজয় কর্মসূচি শুরু হবে । এর মধ্য়ে আদিবাসী অধ্যুষিত গ্রামগুলিতেই মূলত এই অনুষ্ঠান হবে । কলকাতার খুব কাছাকাছি ব্যারাকপুর ও কল্যাণীর আদিবাসী পাড়ায় অনুষ্ঠান হওয়ার কথা ।

  • পাশাপাশি এসটি মোর্চার সভাপতি জুয়েল মুর্মু মালদায় বিজয় সভা করবেন । লালগড়ে সভা করবেন রাজ্য সম্পাদক সোনালী মুর্মু ।
  • খোয়ারডাঙ্গা ও ভালকায় বিজয় অনুষ্ঠান করবেন বিধায়ক মনোজ ওড়াওন ।
  • মেতেলি ও নাগরকাটায় বিজয় সভা করবেন বিধায়ক পুনা ভেংরা ।
  • কালচিনির বিধায়ক বিশাল লামা সভা করবেন নিজের কেন্দ্রেই ।
  • গোয়ালতোড়ে বিজয় সভা করবেন রাজ্য সহ-সভাপতি সোমিত দাস ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.