দিল্লি, 2 মার্চ: দেশের কোভিড টিকাকরণ অভিযানকে আরও চাঙ্গা করতে পাশে দাঁড়াল স্টেস ব্যাংক অফ ইন্ডিয়া । পিএম কেয়ারস তহবিলে 11 কোটি টাকা দানের সিদ্ধান্ত নিয়েছে এসবিআই ।
এসবিআই-এর চেয়ারম্যান দীনেশ খাড়া একটি বিবৃতিতে জানিয়েছেন, ''বিপরীত পরিস্থিতিতে প্রকৃত একতা রক্ষাটাই চ্যালেঞ্জ । অতিমারীর বিরুদ্ধে দেশ যে লড়াই চালাচ্ছে, তার জন্য আমাদের সবার গর্বিত হওয়া উচিত । অতিমারীর বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়ে যায়নি । দায়িত্বশীল কর্পোরেট নাগরিক হিসেবে সবার টিকাকরণে সরকারি প্রচেষ্টার পাশে দাঁড়াতে চাই । টিকাকরণ অভিযানকে সফল করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাব। যে যে রকম ভাবে পারবেন, সে ভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিন ।''
আরও পড়ুন: 30 দিনে রাজ্যে কোভিড টিকা নিলেন 6.86 লাখ
2020 সালেও কোভিড 19-এর বিরুদ্ধে লড়াইয়ে সামিল হয়েছিল এসবিআই । তারা তাদের বার্ষিক লাভের 0.25 শতাংশ দান করে গরিবদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দিয়েছিল তারা । পাশাপাশি করোনাভাইরাসকে প্রতিহত করতে পিএম কেয়ারসে 107 কোটি টাকা তুলে দিয়েছিলেন এসবিআই-এর কর্মীরা ।