পুরী, 10 নভেম্বর: পুরীর জগন্নাথ মন্দিরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় শুক্রবার সাতসকালে ৷ দর্শনার্থীদের ভিড় বেশি থাকায় এদিন ওই পরিস্থিতির সৃষ্টি হয় মন্দির চত্বরে ৷ এই ঘটনায় আহত হয়েছেন 20 জন পুণ্যার্থী ৷ পুলিশ জানিয়েছে, আহতদের জেলা সদর হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফে মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস জানিয়েছেন, এদিন সকালে দর্শনার্থীদের ঢল নেমেছিল মন্দির চত্ত্বরে ৷ তার কারণেই ওই অচলাবস্থা তৈরি হয় ৷ কার্তিক মাসে পুরীর এই মন্দিরে প্রতিবারই ভক্তদের ভিড় বেশি থাকে ৷
জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে বলা হয়েছে, আহতদের মধ্যে অধিকাংশই বয়স্ক পুণ্যার্থী ৷ এরপর যাতে এরকম ঘটনা আর না ঘটে ও ভক্তরা নির্বিঘ্নে জগন্নাথের দর্শন পান তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে ৷ আহতদের প্রাথমিক চিকিৎসার পর পুরী হাসপাতালে ভর্তি করা হয় ৷ প্রবল ভিড়ের চাপে এদের অনেকেই মন্দির চত্বরে অজ্ঞান হয়ে যান বলে খবর ৷
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অসুস্থদের উদ্ধার করতে জগন্নাথ মন্দিরের পুলিশ সহযোগিতা করে ৷ কয়েকজনকে চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ চিকিৎসাধীন রয়েছেন আরও বেশ কয়েকজন ৷ পুরীর পুলিশ সুপার কেভি সিং জানিয়েছেন, মন্দিরে এদিন ভিড় থাকলেও কেউ পদপিষ্ট হননি ৷ ভিড় নিয়ন্ত্রণে 15 প্ল্যাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে ৷ পুণ্যার্থীদের ভিড় বাড়লে নিরাপত্তারক্ষীর সংখ্যা আরও বাড়ানো হবে বলে তিনি জানান ৷
আরও পড়ুন:
1. ছেঁড়া জিন্স ও হাফ প্যান্টে পুরীর মন্দিরে 'নো এন্ট্রি', পোশাকবিধি চালু কবে ?