ETV Bharat / bharat

MK Stalin: চন্দ্রযান-3 এর সাফল্যে খুশি, 9 মহাকাশ বিজ্ঞানীর জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা স্ট্যালিনের - চন্দ্রযান 3

তামিলনাড়ুর 9 ইসরো বিজ্ঞানীর জন্য 25 লক্ষ টাকা করে আর্থিক পুরস্কারের ঘোষণা করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷

ETV Bharat
ইসরোর বিজ্ঞানীর জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা স্ট্যালিনের
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 10:47 PM IST

চেন্নাই, 2 অক্টোবর: দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-3 অভিযানের সাফল্যে খুশি হয়ে বিজ্ঞানীদের জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ সোমবার তিনি জানিয়েছেন, ইসরোর এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা 9 মহাকাশ বিজ্ঞানীকে 25 লক্ষ টাকা করে দেবে তামিলনাড়ু সরকার ৷ এই বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে শিবন ৷ উল্লেখ্য, এই মহাকাশ বিজ্ঞানীর ভারতের চন্দ্র ও সূর্যাভিযানের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে ৷ ভারতের চন্দ্রযান-2 অভিযানের সময় শিবনই ছিলেন ইসরোর চেয়ারম্যানের পদে ৷

এছাড়াও বাকি আট বৈজ্ঞানিক হলেন, চন্দ্রযান-3 এর প্রজেক্ট ডিরেক্টর পি ভিরামুথুভেল, চন্দ্রযান-1 প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মিলস্বামী আন্নাদুরাই, ইসরোর লিক্যুইড প্রোপালসন সিস্টেম সেন্টার (এলপিএসসি) এর ডিরেক্টর ভি নারায়ানান, সতীশ ধবন মহাকাশকেন্দ্রের ডিরেক্টর এ রাজারাজন, ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর এম শঙ্করণ, ইসরোর প্রোপালসন কমপ্লেক্স (আইপিআরসি) এর ডিরেক্টর আসির পাকিরাজা, চন্দ্রযান-2 এর প্রজেক্ট ডিরেক্টর এম বনিতা ও আদিত্য এল1 অভিযানের প্রজেক্ট ডিরেক্টর নিগর শাজি ৷

ইসরোর বিজ্ঞানীদের এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে চেন্নাইয়ে এদিন স্ট্যালিন বলেন, "23 অগস্ট গোটা বিশ্বের জন্য এক অবিস্মরনীয় দিন ৷ ওইদিনই চাঁদের মাটিতে পা দেয় ভারতের চন্দ্রযান ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা দেয় ল্যান্ডার ৷ এই প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর ভিরামুথুভেল তামিলনাড়ুর লোক, এটা আমাদের সকলের জন্য গর্বের বিষয় ৷ " স্ট্যালিন এদিন জানিয়েছেন এই 9 বিজ্ঞানীর নামে 9টি ভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম চালু করবে সরকার ৷ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠরত স্নাতকোত্তর স্তরের 9 পড়ুয়াকে এই স্কলারশিপগুলি দেওয়া হবে ৷ সরকার তাঁদের পড়াশোনা, হস্টেল খরচ-সহ যাবতীয় ব্যয় বহন করবে ৷ বিজ্ঞানীদের একটি কমিটি এই পড়ুয়াদের বেছে নেবে ৷ সরকার 10 কোটি টাকা বরাদ্ধ করবে এই স্কলারশিপগুলির জন্য ৷

  • Dr. K. Sivan, Dr. Mayilsamy Annadurai, Dr. V. Narayanan, Thiru. A. Rajarajan, Thiru. M. Sankaran, Thiru. J. Asir Packiaraj, Tmt. M. Vanitha, Tmt. Nigar Shaji, and Dr. Veeramuthuvel have made India and Tamil Nadu proud!

    Honoured to felicitate these remarkable space scientists… pic.twitter.com/Bph9xNNxYc

    — M.K.Stalin (@mkstalin) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কোভিড টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসায় নোবেল জয় 2 বিজ্ঞানীর

স্যালিন এদিন জানান, ইসরোর এই 9 বিজ্ঞানীর মধ্যে 6 জনই গরিব পরিবারে জন্মে , সরকারি স্কুলে পড়াশোনা করেছেন ৷ এনাদের প্রত্যেকেই স্নাতক পাশ করা তাঁদের পরিবারের প্রথমবারের ব্যক্তি ৷ এই বিজ্ঞানীদের মধ্যে 2 জন মহিলা ৷ এই বিজ্ঞানীদের রাজ্যের রোল মডেল বলেও দাবি করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ৷ ইসরোর গগনযান অভিযানের জন্য যাঁরা কাজ করেন, সেই বিজ্ঞানীদেরও শুভেচ্ছা জানিয়েছেন এমকে স্ট্যালিন ৷

চেন্নাই, 2 অক্টোবর: দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর চন্দ্রযান-3 অভিযানের সাফল্যে খুশি হয়ে বিজ্ঞানীদের জন্য আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ৷ সোমবার তিনি জানিয়েছেন, ইসরোর এই প্রকল্পের সঙ্গে যুক্ত থাকা 9 মহাকাশ বিজ্ঞানীকে 25 লক্ষ টাকা করে দেবে তামিলনাড়ু সরকার ৷ এই বিজ্ঞানীদের মধ্যে রয়েছেন ইসরোর প্রাক্তন চেয়ারম্যান কে শিবন ৷ উল্লেখ্য, এই মহাকাশ বিজ্ঞানীর ভারতের চন্দ্র ও সূর্যাভিযানের ক্ষেত্রে বড় ভূমিকা রয়েছে ৷ ভারতের চন্দ্রযান-2 অভিযানের সময় শিবনই ছিলেন ইসরোর চেয়ারম্যানের পদে ৷

এছাড়াও বাকি আট বৈজ্ঞানিক হলেন, চন্দ্রযান-3 এর প্রজেক্ট ডিরেক্টর পি ভিরামুথুভেল, চন্দ্রযান-1 প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মিলস্বামী আন্নাদুরাই, ইসরোর লিক্যুইড প্রোপালসন সিস্টেম সেন্টার (এলপিএসসি) এর ডিরেক্টর ভি নারায়ানান, সতীশ ধবন মহাকাশকেন্দ্রের ডিরেক্টর এ রাজারাজন, ইউআর রাও স্যাটেলাইট সেন্টারের ডিরেক্টর এম শঙ্করণ, ইসরোর প্রোপালসন কমপ্লেক্স (আইপিআরসি) এর ডিরেক্টর আসির পাকিরাজা, চন্দ্রযান-2 এর প্রজেক্ট ডিরেক্টর এম বনিতা ও আদিত্য এল1 অভিযানের প্রজেক্ট ডিরেক্টর নিগর শাজি ৷

ইসরোর বিজ্ঞানীদের এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে চেন্নাইয়ে এদিন স্ট্যালিন বলেন, "23 অগস্ট গোটা বিশ্বের জন্য এক অবিস্মরনীয় দিন ৷ ওইদিনই চাঁদের মাটিতে পা দেয় ভারতের চন্দ্রযান ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা দেয় ল্যান্ডার ৷ এই প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর ভিরামুথুভেল তামিলনাড়ুর লোক, এটা আমাদের সকলের জন্য গর্বের বিষয় ৷ " স্ট্যালিন এদিন জানিয়েছেন এই 9 বিজ্ঞানীর নামে 9টি ভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম চালু করবে সরকার ৷ সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠরত স্নাতকোত্তর স্তরের 9 পড়ুয়াকে এই স্কলারশিপগুলি দেওয়া হবে ৷ সরকার তাঁদের পড়াশোনা, হস্টেল খরচ-সহ যাবতীয় ব্যয় বহন করবে ৷ বিজ্ঞানীদের একটি কমিটি এই পড়ুয়াদের বেছে নেবে ৷ সরকার 10 কোটি টাকা বরাদ্ধ করবে এই স্কলারশিপগুলির জন্য ৷

  • Dr. K. Sivan, Dr. Mayilsamy Annadurai, Dr. V. Narayanan, Thiru. A. Rajarajan, Thiru. M. Sankaran, Thiru. J. Asir Packiaraj, Tmt. M. Vanitha, Tmt. Nigar Shaji, and Dr. Veeramuthuvel have made India and Tamil Nadu proud!

    Honoured to felicitate these remarkable space scientists… pic.twitter.com/Bph9xNNxYc

    — M.K.Stalin (@mkstalin) October 2, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: কোভিড টিকা তৈরিতে বিশেষ অবদান, চিকিৎসায় নোবেল জয় 2 বিজ্ঞানীর

স্যালিন এদিন জানান, ইসরোর এই 9 বিজ্ঞানীর মধ্যে 6 জনই গরিব পরিবারে জন্মে , সরকারি স্কুলে পড়াশোনা করেছেন ৷ এনাদের প্রত্যেকেই স্নাতক পাশ করা তাঁদের পরিবারের প্রথমবারের ব্যক্তি ৷ এই বিজ্ঞানীদের মধ্যে 2 জন মহিলা ৷ এই বিজ্ঞানীদের রাজ্যের রোল মডেল বলেও দাবি করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ৷ ইসরোর গগনযান অভিযানের জন্য যাঁরা কাজ করেন, সেই বিজ্ঞানীদেরও শুভেচ্ছা জানিয়েছেন এমকে স্ট্যালিন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.